২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন

রসায়ন

মো. মাসুদ খান, সহকারী শিক্ষক

মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা              

পদার্থের অবস্থা


১। পদার্থ কাকে বলে?

উত্তর : যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাকে পদার্থ বলে।

২। সাধারণত পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?

উত্তর : তিন অবস্থায়

৩। কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

উত্তর : কঠিন পদার্থের

৪। তরল পদার্থের কণার গতি কঠিন পদার্থের তুলনায় কেমন?

উত্তর : বেশি

৫। ব্যাপন কাকে বলে?

উত্তর :কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

৬। নিঃসরণ কাকে বলে?

উত্তর : হিলিয়াম গ্যাসের চাপ বেলুনের ভেতরে এবং বাহিরে সমান নয়। বেলুনের ভেতরে চাপ বেশি থাকে। সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।

৭। ব্যাপন ও নিঃসরণ বস্তুর কীসের উপর নির্ভরশীল?

উত্তর : বস্তুর ভর এবং ঘনত্বের

৮। বাতাসের উপস্থিতিতে মোমের দহনের ফলে কী উত্পন্ন হয়?

উত্তর : কার্বন-ডাই-অক্সাইড ও জলীয়বাষ্প

৯। গলনাংক কাকে বলে?

উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাংক বলে।

১০। স্ফুটনাংক কাকে বলে?

উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।

১১। ঊর্ধ্বপাতন কাকে বলে?

উত্তর : যদি কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠান্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তবে পদার্থের অবস্থাকে ঊর্ধ্বপাতন বলে।

Share this

Related Posts

Previous
Next Post »