নবম-দশম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি



নবম-দশম শ্রেণি : তথ্য যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

শেখ এম মোজাম্মেল হক,  
প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা  


১।    টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
     . কম্পিউটার স্লো হয়ে যায়
     . কম্পিউটারের গতি বেড়ে যায়
     . অ্যান্টিভাইরাস কাজ করে না
     . ইন্টারনেটের গতি কমে যায়
২।    ইন্টারনেট ব্যবহার করলে এর ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কী জমা হয়?
     . স্থায়ী ফাইল
     . গুরুত্বপূর্ণ ফাইল
     . কুকিজ
     . কোনোটিই নয়
৩।    অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া কোনটির ওপর নির্ভর করে?
     . অ্যাপ্লিকেশন সফটওয়্যার
     . প্যাকেজ সফটওয়্যার
     . বিল্ট ইন ইনস্ট্রাকশন
     . অপারেটিং সিস্টেম
৪।    কে ভাইরাস নামকরণ করেন?
     . John Von Numan   
     . Bill Gates     
     . Fredric B Cohen   
     . Dennis Richie
৫।    তথ্য উপাত্তের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
     . হার্ডওয়্যার
     . অপারেটিং সিস্টেম
     . ইউনিক
     . Initial
৬।    পাসওয়ার্ড মনে রাখার জন্য কোন কাজটি করতে হবে?
     . কাউকে বলতে হবে
     . ডায়েরিতে লিখতে হবে
     . পছন্দের সংকেত ব্যবহার করতে হবে
     . আইসিটি যন্ত্রে লিখতে হবে
৭।    step verification ব্যবস্থায় জিমেইল থেকে মোবাইলে কী পাঠানো হয়?
     . সিকিউরিটি কোড
     . মোবাইল কোড
     . পাসওয়ার্ড
     . জিমেইল কোড
৮।    কম্পিউটার গেমে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে কিসের আবির্ভাব হয়?
     . অ্যান্টি অক্সিজেন
     . উত্তেজক রাসায়নিক দ্রব্যের
     . এসিডের
     . চিন্তাশক্তির
৯।    CMOS ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
     . ্যাম
     . রম
     . সিপিইউ
     . মাদারবোর্ড
১০।   কম্পিউটার কখন not enough memory দেখায়?
     . উইন্ডোজের আপডেট না থাকলে
     . হার্ডডিস্কে সমস্যা হলে
     . সিপিইউতে সমস্যা হলে
     . কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে
১১।   কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয়ে যায় কারণ
     i. সিপিইউর ওপর সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে
     ii. কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে
     iii. কম্পিউটার যথাযথ আর্থিং করা না থাকলে
     নিচের কোনটি সঠিক?
     . i, ii
     . i, iii
     . ii, iii
     . i, ii iii
     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
     মীরার কম্পিউটারটি কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাচ্ছে
১২।   মীরার কম্পিউটারে সমস্যাটি হচ্ছে কেন?
     . সিডি রম কাজ করে না
     . ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
     . ্যাম সমস্যা
     . সিপিইউ গরম হয়ে যাওয়া
১৩।   সমস্যাটির সমাধান করতে হলে মীরাকে করতে হবে
     i. মাদারবোর্ড চেক করতে হবে
     ii. আইসি গরম হচ্ছে কি না
     iii. পাওয়ার সাপ্লাই কানেকশন চেক
     নিচের কোনটি সঠিক?
     . i, ii
     . i, iii
     . ii, iii
     . i, ii iii
     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৪ ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও?
     রুবাব স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করবে। যেখানে ফিল্ডগুলো হবে যথাক্রমে নাম, ঠিকানা, রোল, জন্মতারিখ
১৪।   রুবাব ডাটাবেজের সর্বশেষ ফিল্ডটি পূরণে কোন ডাটা টাইপ সিলেক্ট করবে?
     . Text
     . Number
     . Memo
     . Date/Time
১৫।   রুবাব ডাটাবেজে যে ডাটা টাইপগুলো ব্যবহার করতে পারবে
     i. Text
     ii. Currency
     iii. Number
     নিচের কোনটি সঠিক?
     . i, ii   
     . ii, iii   
     . i, iii   
     . i, ii iii
১৬।   একটি ডাটাবেজে কোনটি থাকে?
     . সারি
     . ফিল্ড
     . রেকর্ড
     . সবগুলো
১৭।   ডাটাবেজ প্রোগ্রামে শর্তারোপ করে ডাটা এন্ট্রির সীমা নির্ধারণকে কী বলে?
     . কুয়েরি
     . ইনপুট ভেলিডেশন
     . ফর্ম
     . ম্যাক্রো
১৮।   ডাটা টেবিলের ডাটাগুলোকে সাজিয়ে প্রদর্শন করাকে কী বলে?
     . আরোহী পদ্ধতি
     . অবরোহী পদ্ধতি
     . সর্টিং
     . সার্চিং
১৯।   তথ্য খোঁজার সঙ্গে সম্পর্কিত কোনটি?
     . সার্চিং
     . সর্টিং
     . কুয়েরি
     . রিপোর্ট
২০।   সাধারণ তথ্য সরবরাহে কোনটি ব্যবহৃত হয়?
     . সর্ট
     . রিপোর্ট
     . কুয়েরি
     . ডাটাবেজ
২১।   কুয়েরি ব্যবহারে সুবিধা হলো
     i. তথ্য প্রদর্শন
     ii. তথ্য আহরণ
     iii. তথ্য পাঠানো
     নিচের কোনটি সঠিক?
     . i, ii
     . i, iii
     . ii, iii
     . i, ii iii
২২।   রেকর্ড বা সারি বাতিল করার জন্য কোন মেন্যুতে যেতে হবে?
     . View
     . Tools
     . Insert
     . Home
২৩।   কোনটিকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলে?
     . নেটওয়ার্ক
     . টেবিল
     . ডাটাবেজ
     . কুয়েরি
২৪।   ডাটাবেজের প্রতিটি ফিল্ডের অধীনে কী থাকে?
     . তথ্য
     . ডেটা
     . রেকর্ড
     . কলাম
২৫।   কোনটি যুক্তিনির্ভর ফিল্ড?
     . Number
     . Currency
     . Yes/No
     . Text

উত্তরগুলো মিলিয়ে নাও
.  .   .   .   .   .   .   .   .   ১০.   ১১.   ১২.   ১৩.   ১৪.   ১৫.   ১৬.   ১৭.   ১৮.   ১৯.   ২০.   ২১.   ২২.   ২৩.   ২৪.   ২৫.

Share this

Related Posts

Previous
Next Post »

2 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)