ছুটির জন্য আবেদনপত্র


আবেদন পত্র : মনে কর তুমি জীবন। আগামী ১০ অক্টোবর তোমার বড় বোনের বিবাহ। এ জন্য তোমার ছুটির প্রয়োজন। তাই বড় বোনের বিবাহ উপলক্ষে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা পত্র লেখ



তারিখ : ১৮ - ১০ -২০১৬ খ্রি.

বরাবর

প্রধান শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা

বিষয় :  ছুটির জন্য আবেদনপত্র।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।  আমার বড় বোনের বিবাহ আগামী ১০ অক্টোবর। আমাকে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে। তাই আপনার মাধ্যমে আগামী ০৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি প্রাথনা করছি।

অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।



নিবেদক

মো. জীবন, পঞ্চম শ্রেণি

শিশুবান্ধব পাঠশালা                    

সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
Labels : #PSC-Bangla ,

4 comments

  1. খুব সুন্দর
  2. Unknown
    This comment has been removed by a blog administrator.
  3. আপনার পোস্ট গুলো অনেক সুন্দর
    ।এই নিয়ে আমিও পোস্ট করছি আপনি চাইলে আমার post দেখতে পারেন
    আমার সাইট
  4. Very nice it helped a lot ������