২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান

. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ,

১ম অধ্যায়

. বিজ্ঞানের যে শাখায় পদার্থ শক্তি নিয়ে আলোচনা করা হয় তা হল
) পদার্থ বিজ্ঞান          ) রসায়ন  ) পরিবেশ বিজ্ঞান       ) জীববিজ্ঞান

. কোনটি পদার্থ বিজ্ঞানের মূল লক্ষ্য নয়?
) পর্যবেক্ষণ              ) বিশ্লেষণ ) পরীক্ষণ                 ) শক্তির রূপান্তর

. বিজ্ঞানের চাবি কাঠি কোন বিষয়টি?
) রসায়ন                  ) গণিত   

) পদার্থ বিজ্ঞান          ) জীব বিজ্ঞান

. কোনটি পদার্থ বিজ্ঞানের শাখা নয়?
) বল বিজ্ঞান             ) তাপ বিজ্ঞান            ) ইলেক্ট্রনিক্স              ) পরিবেশ বিজ্ঞান

. কোনটির জাতীয় রাজনৈতিক সীমা নেই?
) বিজ্ঞান                  ) ইতিহাস

) সাহিত্য                  ) গণিত

. সূত্র গ্রহণ সম্পর্কিত ভবিষ্যত্ বাণীর জন্য বিখ্যাত?
) নিউটন                  ) থেলিস  

) ডালটন                  ) গ্যালিলিও

. বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ক স্কেলের জন্য বিখ্যাত কে?
) নিউটন                  ) আইনস্টাইন             ) পিথাগোরাস                            ) থেলিস

. ‘পদার্থের অবিভাজ্য একক আছেকার উক্তি
) ডালটন                  ) নিউটন  

) থেলিস                   ) ডেমোক্রিটাস

. লিভারের নীতি প্লাবতার ধারণা দেন কোন বিজ্ঞানী?
) আর্কিমিডিস           ) আলমাসুদী

) ইবনে সিনা             ) নিউটন

১০.গোলকীয় দর্পনের সাহায্যে সূর্যের আলোর মাধ্যমে আগুন ধরাতে সক্ষম করেছেন কে?
) থেলিস                  ) আর্কিমিডিস            ) স্নেল                      ) বেকন

১১. আরবরা কোন বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন না?
) বিজ্ঞান                  ) গণিত   

) সাহিত্য                  ) রসায়ন

১২. ‘বস্তু থেকে চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখি’— কার উক্তি?
) নিউটন                  ) প্লাঙ্ক      ) ম্যাক্সওয়েল             ) আল হাজেন

উত্তর:

১ক ২খ ৩গ ৪ঘ ৫ক ৬খ ৭গ           ৮ঘ ৯ক ১০খ ১১গ ১২ঘ



Share this

Related Posts

Previous
Next Post »