এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান


এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

সৃজনশীল প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক,বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা  
প্রশ্ন : হিরা অ্যান্ড কোং-এর ৩১ ডিসেম্বর ২০১৫ সালের রেওয়ামিলটি ছিল নিম্নরূপ :




সমন্বয়সমূহ :

(১)        সমাপনী মজুদ পণ্য ১২,৩০০ টাকা এর বাজার মূল্য ২০% বেশি।

(২)        পণ্য বিক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

(৩)       মালিক কর্তৃক ১,০০০ টাকার পণ্য উত্তোলন।

(৪)        দেনাদারের ৪% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে।

(৫)       বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য।



(ক) বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।          ২

(খ) উপর্যুক্ত তথ্যের আলোকে মোট মুনাফা নির্ণয় করো।          ৪

(গ) উপর্যুক্ত তথ্যের আলোকে পরিচালন মুনাফা নির্ণয় করো।   ৪



উত্তর :

(ক) বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করা হলো





(খ)

হিরা অ্যান্ড কোং

বিশদ আয় বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য





(গ)              

হিরা অ্যান্ড কোং

বিশদ আয় বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৫ সালের সমাপ্ত বছরের জন্য



Share this

Related Posts

Previous
Next Post »