ব্যবসায় উদ্যোগ কামরুল হাসান দিপু, প্রভাষক গ্রীনফিল্ড কলেজ, ঢাকা

প্রশ্ন ১- ব্যবসায় কী?
উত্তরঃ বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে।
প্রশ্ন ২-ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
উত্তরঃ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা।
প্রশ্ন ৩-ব্যবসায়ের উত্পত্তির মূলে কী ছিল?
উত্তরঃ ব্যবসায়ের উত্পত্তির মূলে ছিল মানুষের অভাববোধ।
প্রশ্ন ৪-কীভাবে ব্যবসায়ের উদ্ভব হয়?
উত্তরঃ অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে ব্যবসায়ের উদ্ভব হয়।
প্রশ্ন ৫-বিউটি পার্লার কোন ধরনের ব্যবসায়?
উত্তরঃ বিউটি পার্লার একটি সেবাধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান।
প্রশ্ন ৬-কীভাবে অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়তে থাকে?
উত্তরঃ মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে দিন দিন অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়তে থাকে।
প্রশ্ন ৭-দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণে কিসের প্রচলন হয়?
উত্তরঃ দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণের লক্ষ্যে স্বর্ণ-রৌপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন ঘটে।
প্রশ্ন ৮- ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
উত্তরঃ ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়; যেমন- প্রচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ।
প্রশ্ন ৯-মোবাইল ব্যাংকিং কোন যুগের নিদর্শন?
উত্তরঃ মোবাইল ব্যাংকিং ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন।
প্রশ্ন ১০-শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের কোন যুগের নিদর্শন?
উত্তরঃ শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের মধ্যযুগের নিদর্শন।
প্রশ্ন ১১-শিল্প বিপ্লব ব্যবসায়ের কোন যুগের ফসল?
উত্তরঃ শিল্প বিপ্লব ব্যবসায়ের আধুনিক যুগের ফসল।
প্রশ্ন ১২-আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ আধুনিক ব্যবসায়কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়; যেমন-শিল্প, বাণিজ্য ও,সেবা।
প্রশ্ন ১৩-শিল্প কী?
উত্তরঃ শিল্প হল উত্পাদনের বাহন।
প্রশ্ন ১৪-বাণিজ্য কাকে বলে?
উত্তরঃ ব্যবসায়ের বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
প্রশ্ন ১৫-প্রত্যক্ষ সেবা কী?                  
উত্তরঃ স্বাধীন পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে সেবাকর্ম বা বৃত্তি প্রদান করাকে প্রত্যক্ষ সেবা বলে।
প্রশ্ন ১৬-নির্মাণ শিল্প কাকে বলে?
উত্তরঃ যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি তৈরি করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে।
প্রশ্ন ১৭-উত্পাদন শিল্প কী?
উত্তরঃ শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে উত্পাদন শিল্প বলে।
প্রশ্ন ১৮-গ্যাস উত্পাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত?
উত্তরঃ গ্যাস উত্পাদন ও বিতরণ সেবা শিল্পের অন্তর্গত একটি উপাদান।
প্রশ্ন ১৯-হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত উপাদান?
উত্তরঃ হ্যাচারি প্রজনন শিল্পের অন্তর্গত উপাদান।
প্রশ্ন ২০-ব্যবসায়ের বিভিন্ন বাধা দূরীকরণে কিসের প্রয়োজন হয়?
উত্তরঃ ব্যবসায়ের বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গের প্রয়োজন হয়; যেমন-পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি।
প্রশ্ন ২১-পরিবহন কিসের উপাদান?
উত্তরঃ পরিবহন বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
প্রশ্ন ২২-পণ্য বিনিময় কী করে?
উত্তরঃ পণ্য বিনিময় মালিকানা সংক্রান্ত বাধা দূর করে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে।

Share this

Related Posts

Previous
Next Post »