প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা প্রস্তুতি

বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান প্রস্তুতির জন্য   কয়েকটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন উত্তর দেওয়া হলো।
 
বর্ণনামূলক প্রশ্ন:
 
কেন নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত?
উত্তর: যে সম্পদ বারবার ব্যবহার করার পরেও নিঃশেষ হয়ে যাবে না তাকে নবায়নযোগ্য সম্পদ বলে। কিন্তু অনবায়নযোগ্য সম্পদ একসময় নিঃশেষ হয়ে যাবে। তাই নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত।
নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করার কারণ:
অনবায়নযোগ্য সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে হাজার বছরেও তা ফিরে পাওয়া যাবেনা। নবায়নযোগ্য সম্পদ কখনোই ফুরিয়ে যাবেনা বিধায় বার বার ব্যবহার করা যায়। বেশি নবায়নযোগ্য সম্পদের ব্যবহার আমাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমাবে।
অনবায়নযোগ্য সম্পদ যেমন তেল, গ্যাস কয়লার ব্যবহার আমাদের পরিবেশ দূষণ করে কিন্তু অনবায়নযোগ্য সম্পদ পরিবেশবান্ধব। উপর্যুক্ত কারণগুলোর জন্য আমরা বলতে পারি, আমাদের অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বাড়ানো উচিত।
প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন?
উত্তর: আমরা প্রকৃতি থেকে যে সম্পদ পেয়ে থাকি তাই প্রাকৃতিক সম্পদ। যেমন: পানি, বায়ু, সূর্যের আলো । আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে যত্নবান হওয়া উচিত।

Share this

Related Posts

Previous
Next Post »