এসএসসি প্রস্তুতি ফিন্যান্স ও ব্যাংকিং
বহু নির্বাচনী প্রশ্ন
মো. মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা
প্রথম অধ্যায়
১। নিচের কোনটি তারল্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. স্থির ব্যয় খ. চলতি সম্পদ
গ. স্থায়ী সম্পদ ঘ. বৈচিত্রায়ণ
২। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক. ঋণাত্মক খ. নিরপেক্ষ
গ. সমানুপাতিক ঘ. ধনাত্মক
৩। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
ক. সরকারি অর্থায়নে
খ. আন্তর্জাতিক অর্থায়নে
গ. ব্যবসায় অর্থায়নে
ঘ. পারিবারিক অর্থায়নে
৪। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উেসর অন্তর্গত?
ক. ট্রেজারি বিল খ. প্রতিরক্ষা
গ. সেতু ঘ. সামাজিক অবকাঠামো
৫। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে?
ক. কৃষিজাত দ্রব্য
খ. রেমিট্যান্স
গ. শিল্পজাত দ্রব্য
ঘ. তৈরি পোশাক
৬। আর্থিক ব্যবস্থাপকরা কত ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৭। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা?
i. সরকার
ii. জনসাধারণ
iii. বাণিজ্যিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i I ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। কোথায় সর্বপ্রথম নিকাশঘর ব্যবস্থার প্রচলন ঘটে?
ক. লন্ডনে খ. ভেনিসে
গ. জেনেভায় ঘ. ইতালিতে
৯। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তাদের কার্যাবলি পেশ করবে কখন?
ক. বছরে ১ বার খ. মাসে ১ বার
গ. মাসে ২ বার ঘ. সপ্তাহান্তে
১০। ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
ক. যুক্তরাজ্য খ. সুইডেন
গ. যুক্তরাষ্ট্র ঘ. জার্মানি
১১। ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল’—এ কথাটি কে বলেছেন?
ক. অধ্যাপক হট্রে খ. ক্রাউথার
গ. আর পি কেন্ট ঘ. অধ্যাপক আর এস সেয়ার্স
১২। আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের জনক হলো—
ক. ব্যাংক অব ভেনিস
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. রিব্স ব্যাংক অব সুইডেন
ঘ. সুইস ন্যাশনাল ব্যাংক
১৩। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা অর্জন খ. আমানত গ্রহণ
গ. ঋণদান ঘ. জনকল্যাণ
১৪। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে বোঝায়—
i. প্রত্যয়পত্র ii. চেক রii. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ।
বহু নির্বাচনী প্রশ্ন
মো. মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা
প্রথম অধ্যায়
১। নিচের কোনটি তারল্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. স্থির ব্যয় খ. চলতি সম্পদ
গ. স্থায়ী সম্পদ ঘ. বৈচিত্রায়ণ
২। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক. ঋণাত্মক খ. নিরপেক্ষ
গ. সমানুপাতিক ঘ. ধনাত্মক
৩। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
ক. সরকারি অর্থায়নে
খ. আন্তর্জাতিক অর্থায়নে
গ. ব্যবসায় অর্থায়নে
ঘ. পারিবারিক অর্থায়নে
৪। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উেসর অন্তর্গত?
ক. ট্রেজারি বিল খ. প্রতিরক্ষা
গ. সেতু ঘ. সামাজিক অবকাঠামো
৫। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে?
ক. কৃষিজাত দ্রব্য
খ. রেমিট্যান্স
গ. শিল্পজাত দ্রব্য
ঘ. তৈরি পোশাক
৬। আর্থিক ব্যবস্থাপকরা কত ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৭। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা?
i. সরকার
ii. জনসাধারণ
iii. বাণিজ্যিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i I ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। কোথায় সর্বপ্রথম নিকাশঘর ব্যবস্থার প্রচলন ঘটে?
ক. লন্ডনে খ. ভেনিসে
গ. জেনেভায় ঘ. ইতালিতে
৯। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তাদের কার্যাবলি পেশ করবে কখন?
ক. বছরে ১ বার খ. মাসে ১ বার
গ. মাসে ২ বার ঘ. সপ্তাহান্তে
১০। ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
ক. যুক্তরাজ্য খ. সুইডেন
গ. যুক্তরাষ্ট্র ঘ. জার্মানি
১১। ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল’—এ কথাটি কে বলেছেন?
ক. অধ্যাপক হট্রে খ. ক্রাউথার
গ. আর পি কেন্ট ঘ. অধ্যাপক আর এস সেয়ার্স
১২। আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের জনক হলো—
ক. ব্যাংক অব ভেনিস
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. রিব্স ব্যাংক অব সুইডেন
ঘ. সুইস ন্যাশনাল ব্যাংক
১৩। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা অর্জন খ. আমানত গ্রহণ
গ. ঋণদান ঘ. জনকল্যাণ
১৪। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে বোঝায়—
i. প্রত্যয়পত্র ii. চেক রii. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ।
EmoticonEmoticon