প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন

দিলারা ইয়াছমীন, সহকারী শিক্ষক,আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা  

১।       পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।

            উত্তর : পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ নিচে উল্লেখ করা হলো—

            ক. প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি। আর এ পানির জন্য জীব পরিবেশের ওপর নির্ভরশীল।

            খ. প্রত্যেক জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য প্রয়োজন অক্সিজেন। আর এ অক্সিজেনের জন্য জীব পরিবেশের উপাদান বায়ু ও উদ্ভিদের ওপর নির্ভরশীল।

২।       খাদ্যশৃঙ্খল বলতে কী বোঝো?

            উত্তর : সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে। এই সবুজ উদ্ভিদ খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশে খাদ্য ও খাদকের মধ্যে যেসব ধারাবাহিকতা বিদ্যমান, তাকেই খাদ্যশৃঙ্খল বলে।

৩।      সালোকসংশ্লেষণ বলতে কী বোঝো?

            উত্তর : সালোকসংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে গৃহীত কার্বন ডাই-অক্সাইড এবং মাটি থেকে শোষিত পানি যে জটিল শারীরবৃত্তীয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে, তাকে সালোকসংশ্লেষণ বলে।

৪।       খাদ্যজাল কী?

            উত্তর : খাদ্যজাল : কোনো পরিবেশে অনেক খাদ্যশৃঙ্খল বিদ্যমান থাকতে পারে। এ খাদ্যশৃঙ্খলগুলো একটি অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

৫।       ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?

            উত্তর : ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হয়।

৬।      জাপান ও পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়কে কী বলা হয়?

            উত্তর : জাপান ও পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়।

৭।       আবহাওয়া কাকে বলে?

            উত্তর : কোনো স্থানের প্রতিদিনের গড় তাপ, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের  মিলিত অবস্থাকে ওই দিনের আবহাওয়া বলে।

৮।      প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে?

            উত্তর : যে প্রাকৃতিক কারণ স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে।

৯।       ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ কী?

            উত্তর : ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ হচ্ছে অতিরিক্ত নিম্নচাপ।

Share this

Related Posts

Previous
Next Post »