তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট

মো. সিদ্দিকুর রহমান

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা

সময় : ২ ঘণ্টা পূর্ণমান-৫০

ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫x৫=২৫

১। টেলিমেডিসিন কী? চিকিৎসা ক্ষেত্রে আইসিটি কীভাবে ভূমিকা রাখছে বর্ণনা কর।

২। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে দুর্নীতি নিরসন করা যায়?

৩। মডেম কী? মডেম কীভাবে সিগন্যাল আদান-প্রদান করে?

৪। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল ও কুফল বর্ণনা কর।

৫। কম্পিউটার ভাইরাস কী? এর বৈশিষ্ট্যগুলো লেখ।

৬। ব্যবসা ক্ষেত্রে ইন্টারনেটের পাঁচটি ব্যবহার লেখ।

৭। ই-মেইল কী? এর সাহায্যে কী কী কাজ করা যায়?

৮। স্প্রেডশিট ও মাইক্রোসফ ওয়ার্ডের মধ্যে পার্থক্য লেখ।

খ-বিভাগ বহুনির্বাচনী অভীক্ষা

[প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। সব প্রশ্নের মান সমান] ২৫x১=২৫

১. ১ম থেকে ১০ম শ্রেণির সব বই কিসের ওয়েবসাইটে রাখা আছে?

ক. শিক্ষা বোর্ডের খ. শিক্ষা মন্ত্রণালয়ের গ. শিক্ষা অধিদফতরের ঘ. NCTB-এর।

২. প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?

ক. ৭৫ খ. ৮০ গ. ৮৫ ঘ. ৯০

৩. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে-

ক. সাধারণ মানুষের জন্য তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে

খ. সরকারি সেবার মান উন্নয়ন হবে

গ. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

ঘ. সবগুলো।

৪. ই-মেইল অনভ্যস্থ জনগণের মতামত কীভাবে নেয়া হয়?

ক. ফ্যাক্স খ. টেলিভিশন গ. কলসেন্টার ঘ. ওয়েব পোর্টাল

৫. কোনটি ঈশ্বর কনা নামে পরিচিত?

ক. পজিট্রন খ. আলফা গ. হিগসবোসন ঘ. ফোউন

৬. মাইক্রো কন্ট্রোলার কী?

ক. স্বয়ংক্রিয় যন্ত্র খ. স্বয়ংক্রিয় যন্ত্রাংশ গ. নিয়ন্ত্রিত যন্ত্র ঘ. নিয়ন্ত্রিত যন্ত্রাংশ

৭। যে জিনিসগুলো ব্যবহার করে কম্পিউটারগুলো নেটওয়ার্ক যুক্ত হয় তাকে কী বলে?

ক. নেটওয়ার্ক অ্যাডাপ্টার খ. রিসোর্স গ. সার্ভার ঘ. মিডিয়া

৮. স্যাটেলাইট মহাকাশে রাখতে কোনটির প্রয়োজন নেই?

ক. অর্থ খ. প্রযুক্তি গ. জ্বালানি ঘ. ঘূর্ণন

৯. নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রতিটি আইসিটি যন্ত্রকে কী বলে?

ক. Node খ. Graph গ. Thee ঘ. Media

১০. পিপীলিকা কী?

ক. একটি ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান

খ. বাংলা সার্চ ইঞ্জিন গ. সামাজিক নেটওয়ার্ক

ঘ. অনলাইন কল সার্ভিস

১১. হার দ্বারা যুক্ত কম্পিটউটারগুলো কোন টপোলজি ব্যবহার করে?

ক. বাস খ. স্টার গ. রিং ঘ. মেশ

১২. প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম কী?

ক. অ্যান্টিভাইরাস খ. ফায়ার বক্স গ. ক্যাচপা ঘ. ফায়ারওয়াল

১৩. ছদ্মবেশী ম্যালওয়ার কী নামে পরিচিত?

ক. কম্পিউটার ওয়ার্ম খ. কম্পিউটার ভাইরাস গ. ওয়েবট ঘ. ট্রোজান হর্স।

১৪. নিচের কোনটির পুনরুৎপাদন ক্ষমতা আছে?

ক. স্পাইওয়্যার খ. এডওয়্যার গ. ভাইরাস ঘ. সব ধরনের ম্যালওয়্যার

১৫. এথিক্যাল হ্যাকার কারা?

ক. হোয়াইট হ্যাট হ্যাকার খ. ব্ল্যাক হ্যাট হ্যাকার গ. গ্রে হ্যাট হ্যাকার ঘ. রেড হ্যাট হ্যাকার

১৬. সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়ার উদ্ভাবন করে কোন কোম্পানি?

ক. মাইক্রোসফট, খ. ইনটেল গ. অ্যাপল ঘ. সনি।

১৭. এক্সেল ওয়ার্কবুক খুলতে কোনটি ব্যবহার হয়?

ক. স্টার্ট বাটন খ. অফিস বাটন গ. টুলবার ঘ. টাইটেলবার

১৮. সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়?

ক. রিবন খ. টাইটেল বার গ. ফর্মুলা বার ঘ. ফিল্টার

১৯. বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় কোন সালে?

ক. ১৯৭৪ খ. ২০০৭ গ. ২০০৯ ঘ. ২০১৩

২০. বর্তমানে বইয়ের বিকল্প হিসেবে কোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে?

ক. ই-বুক খ. পত্রিকা গ. ম্যাগাজিন ঘ. জার্নাল।

২১. ই-মেইল আইডির দৈর্ঘ্য কত অক্ষরের মধ্যে হতে হবে?

ক. ৪ থেকে ৩২ খ. ৬ থেকে ৩২ গ. ৬ থেকে ৩৪ ঘ. ৪ থেকে ৩৬

২২. ই-মেইল ছবি পাঠানোর জন্য যা করতে হবে?

ক. ছবিটিকে Cut করতে হবে.

খ. ছবিটিকে Paste করতে হবে.

গ. ছবিটিকে Save করতে হবে,

ঘ. ছবিটিকে Attach করতে হবে

২৩. ওয়াই-ফাই কী?

ক. তারবিহীন ইন্টারনেট খ. তারযুক্ত ইন্টারনেট গ. ইমেইল ঘ. সার্চ ইঞ্জিন

২৪. সবার হাতে ইন্টারনেট পৌঁছে দেয়ার জন্য কোনটি বেশি সহায়ক?

ক. ডেস্কটপ কম্পিউটার খ. নোটবুক গ. ল্যাপটপ ঘ. স্মার্ট ফোন

২৫. যোগাযোগের দ্বিমুখী পদ্ধতির উদাহরণ কোনটি?

ক. টেলিফোন খ. টেলিভিশন গ. রেডিও ঘ. পত্রিকা

উত্তর : ১. (ঘ) NCTB-এর ২. (খ) ৮০। ৩. (ঘ) সবগুলো। ৪. (গ) কলসেন্টার ৫. (গ) হিগসবোসন ৬. (খ) স্কয়ংক্রিয় যন্ত্রাংশ ৭. (ঘ) মিডিয়া ৮. (গ) জ্বালানি ৯. (ক) Node ১০. (খ) বাংলা সার্চ ইঞ্জিন ১১. (খ) স্টার ১২.(ঘ) ফায়ারওয়াল ১৩.(ঘ) ট্রোজান হর্স ১৪. (গ) ভাইরাস ১৫. (ক) হোয়াইট হ্যাট হ্যাকার ১৬. (গ) অ্যাপল ১৭. (ক) স্টার্ট বাটন ১৮. (গ) ফর্মুলা বার ১৯. (গ) ২০০৯ ২০. (ক) ই-বুক ২১. (ক) ৪ থেকে ৩২ ২২. (ঘ) ছবিটিকে Attach করতে হবে ২৩. (ক) তারবিহীন ইন্টারনেট ২৪. (ঘ) স্মার্ট ফোন ২৫ (ক) টেলিফোন।

Share this

Related Posts

Previous
Next Post »