জেএসসি বিজ্ঞান মডেল টেস্ট





দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বহুনির্বাচনী অংশ

পূর্ণমান-৪০ সময় : ৪০ মি.

বি. দ্র. সঠিক উত্তরের বৃত্তটি ভরাট করতে হবে। ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের একক কোনটি?

ক. বর্গ খ. গোত্র গ. প্রজাতি ঘ. পর্ব

২. জিনতত্ত্বের জনক বলা হয় কাকে?

ক. ক্যারোলাস লিনিয়াসকে

খ. গ্রেডার জোহান মেন্ডেলকে

গ. অ্যারিস্টটলকে

ঘ. আলেকজান্ডার গ্রাহাম বেলকে

৩. প্রস্বেদনের স্থানের ভিত্তিতে প্রস্বেদন কয় প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৪. রূপান্তরিত কাণ্ড হল-

i. রাইজোম ii. টিউবার iii. পর্ণকাণ্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?

ক. জিব্বেরেলিন খ. সাইটোকাইনিন

গ. ফ্লোরিজেন ঘ. অক্সিন

৬. চাঁদে ১ কেজি ভরের বস্তুত ওজন হবে-

ক. ১.৬ নিউট্রন খ. ৬.১ নিউট্রন

গ. ৮.০ নিউট্রন ঘ. ১০.১ নিউট্রন

৭. CaO+CO2→

ক. CacO3 খ. CuSO4

গ. CaOH2 ঘ. Ca3CO2

নিচের বাক্যটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও

কোন মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।

৮. পরমাণুটির ভর সংখ্যা কত?

ক. ১০ খ. ১৬ গ. ১৮ ঘ. ২৬

৯. উদ্দীপকের মৌলটির নাম কী?

ক. অক্সিজেন খ. সালফার

গ. সোডিয়াম ঘ. ম্যাগনেসিয়াম

১০. বিদ্যুৎ পরিবাহিত বাধা প্রদানের ধর্মকে বলে-

ক. রোধ খ. ওহম গ. অ্যাম্পিয়ার ঘ. ভোল্ট

১১. এসকরবিক এসিডকে আমরা কোন ভিটামিন হিসেবে জানি।

ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’

গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’

১২. আইরিসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

i. এটি কর্ণিয়ার পেছনে অবস্থিত ii. এটি একটি অস্বচ্ছ পর্দা iii. এটি দর্শনের অনুভূতি জাগায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. মহাকাশ যাত্রার ১ম পদক্ষেপটির সূচনা হয়েছিল কত সালে?

ক. ১৯৫২ খ. ১৯৫৭ গ. ১৯৫৮ ঘ. ১৯৬১

১৪. রক্তে শর্করার মাত্রা কমে গেলে কোনটির লক্ষণ দেখা দেয়?

ক. স্কার্ভি খ. অস্টিওয়োমেলেসিয়া

গ. অ্যানিমিয়া ঘ. হাইপো গ্লাইসমিয়া।

১৫. ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ কণাকে বলা হয়-

ক. প্লাংকটন খ. জিত প্লাংকটন

গ. জুপ্লাংকটন ঘ. ফাইটো প্লাংকটন

১৬. লেবুর রসে কোন এসিড থাকে?

ক. সালফিউরিক খ. নাইট্রিক

গ. হাইড্রোক্লোরিক ঘ. সাইট্রিক

১৭. শ্বেত মণ্ডলের সামনের অংশকে কী বলে?

ক. কার্নিয়া খ. রেটিনা গ. আইরিস ঘ. মনি

১৮. পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় কত কোটি কিমি.?

ক. ৮ খ. ১৩ গ. ১৫ ঘ. ১৮

১৯. স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন হল-

i. ভিটামিন ‘এ’ ii. ভিটামিন ‘সি’

iii. ভিটামিন ‘ই’

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. নিচের কোন খাদ্য শৃংখলটি সঠিক?

ক. ফাইটোপ্লাংকটন → ছোট মাছ → জুয়োপ্লাংকটন

খ. ফল → পতঙ্গ → পাখি

গ. ঘাস→ কচ্ছপ → ছোট মাছ

২১ কোন পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত?

ক. আর্থোপোডা খ. মলাস্কা

গ. অ্যানেলিডা ঘ. নেসাটোডা

২২. মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ৪২টি খ. ৪৪টি গ. ৪৬টি ঘ. ৪৮টি

২৩. উদ্ভিদ দেহের পানি পাতার মাধ্যমে বাষ্পাকারে নির্গমনকে কী বলে?

ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. রেচন ঘ. প্রস্বেদন

২৪. অপ্রকৃত ফল হল-

i. চালতা ii. কাঁঠাল iii. আম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii

২৫. কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ?

ক. অ্যাক্সন খ. ড্রেনড্রেন

গ. নিউরন ঘ. সিন্যাপস

২৬. আর্গনের পারমাণবিক সংখ্যা কত?

ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭-২৮ নং প্রশ্নের উত্তর দাও :

সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। এখানকার উদ্ভিদের মূল নিচে না গিয়ে খাড়াভাবে মাটির ওপরে উঠে আসে।

২৭. সুন্দরবন কী ধরনের বনভূমি?

ক. পত্রঝরা বনভূমি খ. ম্যানগ্রোভ বন

গ. চিরহরিৎ বন ঘ. কৃত্রিম বনভূমি

২৮. সুন্দর বনের উদ্ভিদের মূল কী ধরনের?

ক. শ্বাসমূল খ. প্রধান মূল

গ. শাখা মূল ঘ. ঠেসমূল

২৯. সাধারণত আয়োডিনের অভাবে শিশুদের যে রোগ দেখা দেয়?

ক. অ্যানিমিয়া খ. ক্রোটিনিজম

গ. রিকেটস ঘ. অষ্টম্যালেশিয়া

৩০. প্রথম মহাকাশ অভিযাত্রীর নাম কী ছিল?

ক. মাইকেল কলিন্স খ. এডুইন অলড্রিন

গ. ইউরি গ্যাগারিন ঘ. নীল আর্মস্ট্রং

৩১. একটি গর্ভপত্রের কয়টি অংশ থাকে?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

৩২. শুষ্ককোষ তৈরিতে ব্যবহৃত হয়-

i. NH4cl ii. MnO2 iii. কয়লার গুঁড়া

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৩. নিচের কোন এসিডটি খাওয়া যায়?

ক. HN03 খ. HCl

গ. H2S04 ঘ. CH3C0oH

৩৪. বিদ্যুৎ প্রবাহের একক কী?

ক. কুলম্ব খ. অ্যাম্পিয়ার গ. ভোল্ট ঘ. ওহম

৩৫. স্কাইফা ও হাইফ্রা উভয়ই

i. দ্বিস্তরী ii. বহুকোষী iii. সুগঠিত তন্ত্রবিহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. ডি.এন.এ খ. আর.এন.এ

গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার

৩৭. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?

ক. ২ খ. ৮ গ. ১৮ ঘ. ৩২

৩৮. ভরের একক কী?

ক. নিউটন খ. গ্রাম

গ. কিলোগ্রাম ঘ. কুইন্টাল

৩৯. কোনটি কুইক লাইম?

ক.Cao খ. CaCO3

গ. CaCl2 ঘ. Ca (OH)2

৪০. যে সব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের বলা হয়-

ক. সর্বভুক খ. ২য় স্তরের খাদক

গ. ৩য় স্তরের খাদক ঘ. উৎপাদক

উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৭. ক ২৯. খ ৩০ গ ৩১. ঘ ৩২ ঘ. ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ক 

Share this

Related Posts

Previous
Next Post »