ষষ্ঠ শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা

কবিতা : ফাগুন মাস

—হুমায়ুন আজাদ



১।    ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়?

     ক. বীর সন্তানদের  

     খ. ভাষাশহীদদের

     গ. মুক্তিযোদ্ধাদের

     ঘ. বীরশ্রেষ্ঠদের

২।    ‘ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে’ বলতে বোঝায়—

     ক. চারদিক লাল ফুলে শোভিত হওয়া

     খ. বীর সন্তানদের কীর্তির কথা

     গ. ভাষা-আন্দোলনে আত্মত্যাগের কথা

     ঘ. মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ

৩।    ‘ফাগুন মাসে তাদেরই মনে পড়ে’—এখানে তাদেরই বলতে বোঝানো হয়েছে—

     i. ভাষাসৈনিকদের

     ii. মুক্তিযুদ্ধে শহীদদের

     iii. ভাষাশহীদদের

     নিচের কোনটি সঠিক?

     ক. i       খ. i ও ii

     গ. i ও iii   ঘ. ii ও iii

     অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     বাংলাদেশের স্বাধীনতার বীজ প্রোথিত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীকালে নানা আন্দোলন এবং সর্বোপরি একাত্তর সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।

৪।    কোন শক্তিবলে উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা আন্দোলন সফল হয়েছিল?

     ক. দেশের যুবশক্তির বলে

     খ. আত্মত্যাগের শক্তিতে রূপান্তরিত হয়ে

     গ. হরতাল-মিছিল দ্বারা

     ঘ. ঐক্যবদ্ধ নেতৃত্বের সাহায্যে

৫।    উদ্দীপকে ঘটনাবলির মাধ্যমে আমাদের মাঝে প্রোথিত হয়—

            i. ঐক্য    

     ii. রাজনৈতিক সচেতনতা

     iii. স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. i ও ii

     গ. i ও iii     ঘ. i, ii ও iii

৬।    ‘ফাগুন মাস’ কবিতাটির রচয়িতা কে?

     ক. আল মাহমুদ  

খ. আহসান হাবীব

     গ. হুমায়ুন আজাদ    ঘ. বুদ্ধদেব বসু

৭।    কর্মজীবনের শুরুতে হুমায়ুন আজাদ কোন পেশায় নিযুক্ত ছিলেন?

     ক. সাংবাদিকতা      খ. অধ্যাপনা

     গ. রাজনীতি        ঘ. ওকালতি

৮।    হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?

     ক. ১৯৮৭ সালে  

খ. ১৯৮৮ সালে

     গ. ১৯৮৯ সালে  

ঘ. ১৯৯০ সালে

৯।    হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন?

     ক. ২০০০ সালে        

খ. ২০০২ সালে

     গ. ২০০৩ সালে  

ঘ. ২০০৪ সালে

১০।   ‘ফাগুন মাস’ কবিতায় ‘দস্যি’ বলতে কী বোঝানো হয়েছে?

     ক. সাহসী    খ. ভীরু

     গ. দুরন্ত     ঘ. উজ্জ্বল

১১।   ফাগুন মাসে শক্ত পাথরের বুকেও কী জন্মায়?

     ক. ফল     খ. ঘাস  

     গ. লতা     ঘ. পাতা

১২।   ‘ফাগুন মাসে দস্যু আসে রথে।’ এখানে দস্যু বলতে কাকে বোঝানো হয়েছে?

     ক. বাঙালিকে    

খ. পাক বাহিনীকে

     গ. কবিকে      

ঘ. পাঠককে

১৩।   ফাগুন মাসে কাদের মনে পড়ে?

     ক. কবিদের    

খ. পাঠকদের

     গ. ভাষাশহীদদের

     ঘ. পাকিস্তানি সেনাদের

১৪।   ফাগুন তার বুকের ভেতরে কী পোষে?

     ক. আনন্দ         খ. বেদনা

     গ. উচ্ছ্বাস         ঘ. ভয়

১৫।   ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে কাদের ওপর নির্মম নির্যাতন ও হত্যা করা হয়?

     ক. বাঙালিদের ওপর

     খ. ভাষা আন্দোলনকারীদের ওপর

     গ. মুক্তিযোদ্ধাদের ওপর

     ঘ. পুলিশের ওপর

১৬।   বাংলাদেশে শহীদ দিবস কত তারিখে পালন করা হয়?

     ক. ফেব্রুয়ারির ২১ তারিখে     খ. আগস্টের ১৫ তারিখে

     গ. মার্চের ২৫ তারিখে  ঘ. ডিসেম্বরের ১৫ তারিখে

১৭।   ফাগুন মাস কোন ঋতুর মাস?

     ক. হেমন্ত    খ. বসন্ত     গ. শীত     ঘ. শরৎ

১৮।   ‘থোকা থোকা’ কোন ধরনের শব্দ?

     ক. বিপরীতার্থক শব্দ   খ. দ্বিরুক্ত শব্দ

     গ. অব্যয়বাচক শব্দ    ঘ. ধ্বন্যাত্মক শব্দ

১৯।   হুমায়ুন আজাদ ছিলেন—

     i. প্রাবন্ধিক, ঔপন্যাসিক

            ii. অধ্যাপক, কবি

     iii. ভাষাবিজ্ঞানী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        খ. i ও iii

     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২০।   নিচে হুমায়ুন আজাদের কয়েকটি কবিতাগ্রন্থের নাম দেওয়া হলো—

     i. বাক্যতত্ত্ব      

            ii. অলৌকিক ইস্টিমার

            iii. জ্বলো চিতাবাঘ

     নিচের কোনটি সঠিক?

     ক. i      খ. ii    

     গ. i ও iii        ঘ. ii ও iii



উত্তরগুলো মিলিয়ে নাও

১.খ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ

Share this

Related Posts

Previous
Next Post »