এসএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান

এসএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন



মান : ৩০

সময় : ৩০ মিনিট

     [সব উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান ১]

১।    স্থায়ী সম্পত্তি কত প্রকার?

     ক) ২ প্রকার খ) ৩ প্রকার

     গ) ৪ প্রকার  ঘ) ৫ প্রকার

২।    হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই?

     ক) চলমান নীতি  

     খ) হিসাবকাল নীতি

     গ) রক্ষণশীলতার নীতি  

     ঘ) বকেয়ার ধারণা

৩।    ব্যবসায় প্রতিষ্ঠানকে সচল রাখে নিচের কোনটি?

     ক) মূলধনজাতীয় ব্যয়

     খ) মুনাফাজাতীয় ব্যয়

     গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়  

     ঘ) মূলধনায়িত ব্যয়

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

     জিকু মোট ৪,০০০ টাকা ব্যয় করে একটি জিনিস তৈরি করে ৫,০০০ টাকায় বিক্রয় করে।

৪।    জিকুর মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?

     ক) ১৫%    খ) ২০%

     গ) ২৫%    ঘ) ১২%

৫।    জিকুর মোট বিক্রয়ের ওপর মুনাফার হার কত?

     ক) ১৫%    খ) ২০%

     গ) ২৫%    ঘ) ৩০%

৬।    হিসাববিজ্ঞান হচ্ছে—

     (i) ব্যবসায়ের দর্পণ

     (ii) ব্যবসায়ের ভাষা

     (iii) তথ্য ব্যবস্থা।

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii

     খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

৭।    অনাদায়ী কমিশন কোন জাতীয় হিসাব?

     ক) সম্পদ   খ) ব্যয়

     গ) আয়     ঘ) দায়

৮।    নিচের কোনটি থেকে সহকারি খতিয়ান প্রস্তুত করা হয়?

     ক) ক্রয়     খ) বিক্রয়

     গ) ক্রয় ফেরত     ঘ) দেনাদার

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও

     পণ্য বিক্রয় ৬,৫০০ টাকা, পুরাতন কম্পিউটার বিক্রয় ৭,৫০০ টাকা, ঋণ ১২,৫০০ টাকা, ব্যবসায় স্থানান্তর ব্যয় ৮,৫০০ টাকা, পুরনো খবরের কাগজ বিক্রয় ৫০০ টাকা।

৯।    মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ কত?

     ক) ৫০০ টাকা     খ) ৭,৫০০ টাকা

     গ) ৮,০০০ টাকা   ঘ) ৭,০০০ টাকা

১০।   বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ কত?

     ক) ৯,০০০ টাকা

     খ) ৮,৫০০ টাকা

     গ) ২১,০০০ টাকা

     ঘ) ১৬,০০০ টাকা

১১। কোনটিকে লেনদেনের স্থায়ী ভাণ্ডার বলে?

     ক) জাবেদা

     খ) খতিয়ান

     গ) রেওয়ামিল

     ঘ) উৎপাদন ব্যয়

১২।   উত্তোলনের অগ্রিম সুদ—

     ক) A      খ) L

     গ) R      ঘ) E

১৩।   আসবাবপত্র আনার ভ্যান ভাড়া কোন ধরনের লেনদেন?

     ক) মূলধনজাতীয়

     খ) মুনাফাজাতীয়

     গ) মূলধনায়িত  

     ঘ) বিলম্বিত মুনাফাজাতীয়

১৪।   নগদান বইয়ের জের বের করা হয় কিসের ভিত্তিতে?

     ক) দৈনিক ভিত্তিতে

     খ) সপ্তাহের ভিত্তিতে

     গ) মাসিক ভিত্তিতে

     ঘ) বছরের শেষে

১৫।   মুনাফাজাতীয় প্রাপ্তি হচ্ছে—

     (i)  প্রাপ্ত সুদ (রর)  প্রাপ্ত বিল

     (iii)  প্রাপ্ত বাট্টা।

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

১৬।   দীর্ঘদিন থেকে প্রচলিত আছে এরূপ নগদান বইয়ের সংখ্যা কত?

     ক) ২টি     খ) ৩টি

     গ) ৪টি     ঘ) ৫টি

১৭।   নিচের কোনটি অনগদ লেনদেন?

     ক) মূলধনের সুদ  

     খ) ব্যাংক সুদ

     গ) আয়কর  ঘ) কমিশন

১৮। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কয়টি?

     ক) ৪টি     খ) ৫টি

     গ) ৬টি     ঘ) ৭টি

১৯।   হিসাব সমীকরণের বর্ধিতাংশের উপাদান কতটি?

     ক) ৩টি     খ) ৪টি

     গ) ৫টি     ঘ) ৬টি

২০। কোথায় লেনদেনের বিস্তারিত তথ্য থাকে?

     ক) জাবেদায়

     খ) খতিয়ানে

     গ) রেওয়ামিলে  

     ঘ) আর্থিক বিবরণীতে

২১।   করণিক ভুল কত প্রকার?

     ক) ২ প্রকার খ) ৩ প্রকার

     গ) ৪ প্রকার  ঘ) ৫ প্রকার

২২। কোনটি একটি ঐতিহাসিক ঘটনা?

     ক) অনাদায়ী পাওনা

     খ) কু-ঋণ সঞ্চিতি

     গ) আগুনে বিনষ্ট পণ্য

     ঘ) মালিকের মৃত্যু

২৩।  বি/ডি বলতে কী বোঝায়?

     ক) ওপর থেকে নিচে

     খ) নিচে নীত

     গ) ওপর থেকে আনীত  

     ঘ) পেছন থেকে আনীত

২৪।   দু-তরফা দাখিলা পদ্ধতির অন্যতম সুবিধা কোনটি?

     ক) আর্থিক সচ্ছলতা

     খ) দেনাপাওনা জানা

     গ) জালিয়াতি প্রতিরোধ  

     ঘ) সম্পদ নির্ণয়

২৫।   পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?

     ক)  ক্রেতার নিকট

     খ) বিক্রেতার নিকট

     গ) ক্যাশিয়ারের নিকট

     ঘ) হিসাব রক্ষকের নিকট

২৬।   কোনটির ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা তৈরি করা হয়?

     ক) চালান

     খ) ভাউচার

     গ) ক্যাশমেমো  

     ঘ) ডেবিট নোট

২৭।   কোন দেনাদার হতে কত টাকা পাওনা তা জানা যায় কোন খতিয়ান থেকে?

     ক) সাধারণ খতিয়ান

     খ) সহকারী খতিয়ান

     গ) ক্রয় খতিয়ান  

     ঘ) বিক্রয় খতিয়ান

২৮।  বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কোথায় লেখা হয়?

     ক) বিশদ আয় বিবরণীতে

     খ) আর্থিক বিবরণীতে

     গ) মালিকানাস্বত্ব বিবরণীতে

     ঘ) নগদ প্রবাহ বিবরণীতে

২৯।   মূলধন থেকে বিয়োগ করা হয়—

     (i) মূলধনের সুদ

     (ii) নিট ক্ষতি

     (iii) আয়কর।

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

৩০।  হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য অনুসরণ করা হয় কোনটি?

     ক) বিভিন্ন রীতি

     খ) নির্দিষ্ট ছক

     গ) নির্দিষ্ট পদ্ধতি  

     ঘ) বিভিন্ন নিয়ম



উত্তর :

 ১. ক, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ক,

     ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. খ, ২৮. খ, ২৯. গ, ৩০. খ।

মো. ময়নুল হক,
 সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা  

Share this

Related Posts

Previous
Next Post »