বহু নির্বাচনী প্রশ্ন
শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা
১। বাংলাদেশ সরকারের কাজগুলো সম্পাদনের জন্য তিনটি বিভাগ রয়েছে। বিভাগের ক্ষেত্রে যেটি প্রযোজ্য—
i. আইন বিভগ
ii. শাসন বিভাগ
iii. বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। বনভূমির বৃক্ষ নিধনের ফলে—
i. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
ii. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
iii. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। পৃথিবীর নানাবিধ সমস্যার মধ্যে কোনটি জটিল সমস্যা?
ক. জনসংখ্যা বিস্ফোরণ
খ. বৃক্ষ নিধন
গ. পরিবেশদূষণ
ঘ. গ্রিনহাউস
৪। গ্রিনহাউস গ্যাসের অপর নাম কী?
ক. তাপ বৃদ্ধিকারক গ্যাস
খ. তাপ হ্রাসকারক গ্যাস
গ. প্রাকৃতিক গ্রাস
ঘ. তাপ নিরাময়ক গ্যাস
৫। আকতার স্যানিটারি কাজ শিখে বিদেশে কাজ করতে যায়, সে কেমন শ্রমিক?
ক. দক্ষ খ. অদক্ষ
গ. আধাদক্ষ ঘ. পেশাজীবী
৬। জুয়েল কম্পিউটার বিষয়ের ওপর পড়াশোনা করে বিদেশে চাকরি করছে। সে বিদেশে কোন খাতে চাকরি নিতে পারবে?
ক. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
খ. সিভিল ইঞ্জিনিয়ারিং
গ. তথ্যপ্রযুক্তি
ঘ. যোগাযোগ
৭। নিচের কোনটি একে অপরের সঙ্গে সম্পর্কিত?
ক. শিক্ষা ও মানুষ
খ. শিক্ষা ও কর্মসংস্থান
গ. জনসংখ্যা ও উন্নয়ন
ঘ. জনসংখ্যা ও শিক্ষা
৮। কিশোর অপরাধ কী?
ক. সামাজিক সমস্যা
খ. অর্থনৈতিক সমস্যা
গ. আন্তর্জাতিক সমস্যা ঘ. ধর্মীয় সমস্যা
৯। শিশু-কিশোররা কৌতূহল মেটানোর উপায় হিসেবে যা করে—
i. বাড়ির বয়স্কদের বিড়ি-সিগারেট চুরি করে
ii. খেলার সামগ্রী চুরি করে
iii. কৌতূহলবশত মাদক গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। আমাদের শিশু-কিশোররা সহজেই মাদকাসক্ত হচ্ছে। এর যৌক্তিক কারণ—
i. পারিবারিক বন্ধনে ভাঙন
ii. নেশাদ্রব্যের সহজ লভ্যতা
iii. মাদকাসক্ত বন্ধুদের প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বৃহত্তর সিলেট অঞ্চলে কোন কোন ক্ষুদ্র জাতিসত্তার নাম উল্লেখযোগ্য?
ক. খাসিয়া ও মনিপুরি
খ. বম ও চাক
গ. ম্রো ও লুসেই
ঘ. গারো ও কোচ
১২। উপজাতিদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। এর যথার্থ কারণ হলো—
ক. এরা আকারে ছোট
খ. শারীরিকভাবে দুর্বল
গ. বৃহৎ জনগোষ্ঠীর ক্ষুদ্র অংশ বলে
ঘ. এরা অবহেলিত বলে
১৩। পিতৃতান্ত্রিক পরিবার রয়েছে যেসব ক্ষুদ্র জাতিসত্তায়—
i. গারো
ii. চাকমা
iii. সাঁওতাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। সিমেন্ট শিল্পে যাত্রা শুরু হয় কোথায়?
ক. ফেঞ্চুগঞ্জ
খ. ছাতক
গ. ব্রাহ্মণবাড়িয়া
ঘ. নারায়ণগঞ্জ
১৫। দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে। এর যৌক্তিক কারণ কোনটি?
ক. জমির উর্বরতা কমে যাচ্ছে বলে
খ. শিল্পোৎপাদনের প্রতি মানুষের ঝোঁক বেশি বলে
গ. শহর-গঞ্জ, রাস্তাঘাট, কলকারখানা গড়ে ওঠার জন্য
ঘ. প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন আঘাত হানছে বলে
১৬। আমাদের সীমিত সম্পদ দিয়েই দেশ সমৃদ্ধ হতে পারে। এ ক্ষেত্রে অধিক উপযোগী হলো—
i. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন
ii. সম্পদের যথেচ্ছা ব্যবহার
iii. অপচয় রোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত?
ক. ১০ জন খ. ১৫ জন
গ. ২০ জন গ. ২৫ জন
১৮। জোট নিরপেক্ষ আন্দোলন হলো—
i. স্বাধীন দেশগুলোর সংগঠন
ii. উন্নয়নশীল দেশগুলোর সংগঠন
iii. পরাধীন দেশগুলোর সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। FAO-এর সদর দপ্তর কোথায়?
ক. নেদারল্যান্ডসের হেগে
খ. সুইজারল্যান্ডের জেনেভায়
গ. ফ্রান্সের প্যারিসে ঘ. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে
২০। শিশু-কিশোরদের মন থেকে হতাশা দূর করার যথার্থ উপায় কোনটি?
ক. ঝগড়া-বিবাদ বাড়ানো
খ. বেকার ভাতা দেওয়া
গ. পারিবারিক শান্তি নিশ্চিত করা
ঘ. নেশার দ্রব্য সরবরাহ করা
২১। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
ক. তোফায়েল আহমেদ
খ. ড. কামাল হোসেন
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. নজরুল ইসলাম
২২। বাংলাদেশের শাসন বিভাগের প্রধান কে?
ক. রাষ্ট্রপতি খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী ঘ. আইনমন্ত্রী
২৩। বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা আছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
২৪। বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য কী?
ক. রাষ্ট্রপতিশাসিত সরকার
খ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
গ. যুক্তরাষ্ট্রীয় সরকার
ঘ. মন্ত্রিপরিষদ শাসিত
সরকারব্যবস্থা
২৫। বাংলাদেশের শাসনকাজ পরিচালিত হয় কোথা থেকে?
ক. সংসদ ভবন
খ. গণভবন
গ. সচিবালয়
ঘ. সুপ্রিম কোর্ট
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ
৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ
১৮. ক ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. গ
EmoticonEmoticon