জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জ্ঞানমূলক প্রশ্ন
ঔপনিবেশিক যুগের প্রত্নপরিচয়
১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসন বলতে কাদের শাসনকে বোঝায়?
উত্তর : বাংলাদেশে ঔপনিবেশিক শাসন বলতে ইংরেজদের শাসনকে বোঝায়।
২। ঔপনিবেশিক শাসনের সময়কাল কত বছর?
উত্তর : ঔপনিবেশিক শাসনের সময়কাল প্রায় ২০০ বছর।
৩। ঔপনিবেশিক শাসনের সময়কাল লেখো।
উত্তর : ঔপনিবেশিক শাসনের সময়কাল ১৭৫৭-১৯৪৭ খ্রিস্টাব্দ।
৪। প্রত্ন শব্দের অর্থ কী।
উত্তর : প্রত্ন শব্দের অর্থ পুরনো বা প্রাচীন।
৫। প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?
উত্তর : প্রত্নসম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়।
৬। ঢাকার পুরনো মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি।
উত্তর : ঢাকার পুরনো মসজিদগুলো মোগল স্থাপত্যরীতিতে তৈরি।
৭। ঢাকার একটি উল্লেখযোগ্য মোগল মসজিদের নাম লেখো।
উত্তর : ঢাকার একটি উল্লেখযোগ্য মোগল মসজিদ লালবাগ মসজিদ।
৮। ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির কোন সময় তৈরি হয়েছিল?
উত্তর : ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগের তৈরি।
৯। কোন সময় ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা তৈরি হয়?
উত্তর : আঠারো-উনিশ শতকে ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা তৈরি হয়।
১০। ঢাকার সবচেয়ে পুরনো চার্চ কোনটি?
উত্তর : ঢাকার সবচেয়ে পুরনো চার্চ হলো আর্মেনিয়ান চার্চ।
১১। আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
উত্তর : আর্মেনিয়ান চার্চ তৈরি হয় ১৭৮১ সালে।
১২। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত?
উত্তর : আর্মেনিয়ান চার্চ ঢাকার আরমানিটোলায় অবস্থিত।
১৩। হলিক্রস চার্চ কত শতকে নির্মিত হয়?
উত্তর : হলিক্রস চার্চ উনিশ শতকে নির্মিত হয়।
১৪। বাহাদুর শাহ পার্ক ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তর : বাহাদুর শাহ পার্ক ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত।
১৫। ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেন?
উত্তর : ভিক্টোরিয়া পার্ক তৈরি করেন ঢাকার নবাব আব্দুল গনি।
১৬। ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম কী ছিল?
উত্তর : ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম ছিল আণ্টাঘর ময়দান।
১৭। কার নামে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়?
উত্তর : ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়।
১৮। আণ্টাঘর ময়দানের সঙ্গে কোন যুদ্ধের ইতিহাস জড়িত?
উত্তর : আণ্টাঘর ময়দানের সঙ্গে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস জড়িত।
১৯। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়।
২০। ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম কী?g
উত্তর : ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম বাহাদুর শাহ জাফর।
২১। কার নামে বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয়?
উত্তর : ভারতবষের্র শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয়।
২২। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
২৩। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়?
উত্তর : সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়।
২৪। পানাম নগরী কোথায়?
উত্তর : পানাম নগরী সোনারগাঁয়।
২৫। পানাম নগরী কারা তৈরি করেছিলেন?
উত্তর : পানাম নগরী তৈরি করেছিলেন ধনী ব্যবসায়ীরা।
২৬। পানামনগরে বর্তমানে কয়টি ইমারত টিকে আছে?
উত্তর : পানামনগরে বর্তমানে ৫২টি ইমারত টিকে আছে।
২৭। পানাম নগরী কোন আমলে তৈরি হয়?
উত্তর : পানাম নগরী মোগল আমলে তৈরি হয়।
২৮। পানাম নগরীর ইমারতগুলো কোন স্থাপত্য রীতিতে তৈরি?
উত্তর : পানাম নগরীর ইমারতগুলো ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি।
২৯। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : লোকশিল্প জাদুঘর সোনারগাঁয় অবস্থিত।
৩০। বালিয়াটি জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : বালিয়াটি জমিদারবাড়ি মানিকগঞ্জে অবস্থিত।
৩১। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : তাজহাট জমিদারবাড়ি রংপুরে অবস্থিত।
৩২। দিঘাপতিয়া জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : দিঘাপতিয়া জমিদারবাড়ি নাটোরে অবস্থিত।
৩৩। দিঘাপতিয়া জমিদারবাড়ি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : দিঘাপতিয়া জমিদারবাড়ি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত।
৩৪। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর : ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
তাহেরা খানম,
সহকারী শিক্ষক
মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিরপুর, ঢাকা
Labels :
#JSC-Bangladesh-&-world ,
জ্ঞানমূলক প্রশ্ন
ঔপনিবেশিক যুগের প্রত্নপরিচয়
১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসন বলতে কাদের শাসনকে বোঝায়?
উত্তর : বাংলাদেশে ঔপনিবেশিক শাসন বলতে ইংরেজদের শাসনকে বোঝায়।
২। ঔপনিবেশিক শাসনের সময়কাল কত বছর?
উত্তর : ঔপনিবেশিক শাসনের সময়কাল প্রায় ২০০ বছর।
৩। ঔপনিবেশিক শাসনের সময়কাল লেখো।
উত্তর : ঔপনিবেশিক শাসনের সময়কাল ১৭৫৭-১৯৪৭ খ্রিস্টাব্দ।
৪। প্রত্ন শব্দের অর্থ কী।
উত্তর : প্রত্ন শব্দের অর্থ পুরনো বা প্রাচীন।
৫। প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?
উত্তর : প্রত্নসম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়।
৬। ঢাকার পুরনো মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি।
উত্তর : ঢাকার পুরনো মসজিদগুলো মোগল স্থাপত্যরীতিতে তৈরি।
৭। ঢাকার একটি উল্লেখযোগ্য মোগল মসজিদের নাম লেখো।
উত্তর : ঢাকার একটি উল্লেখযোগ্য মোগল মসজিদ লালবাগ মসজিদ।
৮। ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির কোন সময় তৈরি হয়েছিল?
উত্তর : ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগের তৈরি।
৯। কোন সময় ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা তৈরি হয়?
উত্তর : আঠারো-উনিশ শতকে ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা তৈরি হয়।
১০। ঢাকার সবচেয়ে পুরনো চার্চ কোনটি?
উত্তর : ঢাকার সবচেয়ে পুরনো চার্চ হলো আর্মেনিয়ান চার্চ।
১১। আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
উত্তর : আর্মেনিয়ান চার্চ তৈরি হয় ১৭৮১ সালে।
১২। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত?
উত্তর : আর্মেনিয়ান চার্চ ঢাকার আরমানিটোলায় অবস্থিত।
১৩। হলিক্রস চার্চ কত শতকে নির্মিত হয়?
উত্তর : হলিক্রস চার্চ উনিশ শতকে নির্মিত হয়।
১৪। বাহাদুর শাহ পার্ক ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তর : বাহাদুর শাহ পার্ক ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত।
১৫। ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেন?
উত্তর : ভিক্টোরিয়া পার্ক তৈরি করেন ঢাকার নবাব আব্দুল গনি।
১৬। ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম কী ছিল?
উত্তর : ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম ছিল আণ্টাঘর ময়দান।
১৭। কার নামে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়?
উত্তর : ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়।
১৮। আণ্টাঘর ময়দানের সঙ্গে কোন যুদ্ধের ইতিহাস জড়িত?
উত্তর : আণ্টাঘর ময়দানের সঙ্গে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস জড়িত।
১৯। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত হয়।
২০। ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম কী?g
উত্তর : ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নাম বাহাদুর শাহ জাফর।
২১। কার নামে বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয়?
উত্তর : ভারতবষের্র শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয়।
২২। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
২৩। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়?
উত্তর : সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়।
২৪। পানাম নগরী কোথায়?
উত্তর : পানাম নগরী সোনারগাঁয়।
২৫। পানাম নগরী কারা তৈরি করেছিলেন?
উত্তর : পানাম নগরী তৈরি করেছিলেন ধনী ব্যবসায়ীরা।
২৬। পানামনগরে বর্তমানে কয়টি ইমারত টিকে আছে?
উত্তর : পানামনগরে বর্তমানে ৫২টি ইমারত টিকে আছে।
২৭। পানাম নগরী কোন আমলে তৈরি হয়?
উত্তর : পানাম নগরী মোগল আমলে তৈরি হয়।
২৮। পানাম নগরীর ইমারতগুলো কোন স্থাপত্য রীতিতে তৈরি?
উত্তর : পানাম নগরীর ইমারতগুলো ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি।
২৯। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : লোকশিল্প জাদুঘর সোনারগাঁয় অবস্থিত।
৩০। বালিয়াটি জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : বালিয়াটি জমিদারবাড়ি মানিকগঞ্জে অবস্থিত।
৩১। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : তাজহাট জমিদারবাড়ি রংপুরে অবস্থিত।
৩২। দিঘাপতিয়া জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
উত্তর : দিঘাপতিয়া জমিদারবাড়ি নাটোরে অবস্থিত।
৩৩। দিঘাপতিয়া জমিদারবাড়ি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : দিঘাপতিয়া জমিদারবাড়ি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত।
৩৪। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর : ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
তাহেরা খানম,
সহকারী শিক্ষক
মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিরপুর, ঢাকা