দ্বিতীয় অধ্যায়লেনদেন
৩। জনাব জাকির ১ মে ২০১১ তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মে ০১ আইন পেশায় ১৫০০০০ টাকা বিনিয়োগ করা হল।
০২ মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হল ১২০০০ টাকা।
০৮ ধারে অফিসের জন্য যন্তপাতি ক্রয় করা হল ২৫০০০ টাকা।
১২ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হল ৮০০০ টাকা।
১৬ অফিস কর্মচারীর বেতন পরিশোধ ৪০০০ টাকা।
২৫ ব্যাংক থেকে ধার নেওয়া হল ৩৫০০০ টাকা।
২৭ মক্কেলদের ধারে আইন সেবা দেওয়া হল ১০০০০ টাকা।
৩০ বাকিতে ক্রীত যন্ত্রপাতির মূল্য পরিশোধ ১৫০০০ টাকা।
ক. অফিস যন্ত্রপাতির অপিরিশোধিত মূল্য কত্?
খ. মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমান নির্নয় কর।
গ. মে মাসের লেনদেন দ্বারা হিসাব মীকরনের উপদানসমুহের প্রভাব দেখাও।
ক. অফিস যন্ত্রপাতির অপিরিশোধিত মূল্য নির্নয়
২০১১ মে ৮
৩০
|
ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয়
(-) বাকিতে ক্রীত যন্ত্রপাতির মুল্য পরিশোধ
|
২৫০০০
(১৫০০০)
|
১০০০০
|
খ. আমরা জানি স্বত্বাধিকার = (মালিকের বিনিয়োগ+ আয় + ব্যবসায়ের খরচ + মালিকের উত্তোলন)
মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমান নির্নয়
২০১১ মে ১
১২
১২
১৬
২৭
|
আইন পেশায় বিনিয়োগ
(-) অফিস ভাড়া পরিশোধ
(+) নগদে আইন সেবা প্রদান
(-) অফিস কর্মচারিদের বেতন পরিশোধ
(+) ধারে আইন সেবা প্রদান
|
১৫০০০০
(১২০০০)
১৩৮০০০
৮০০০
১৪৬০০০
(৪০০০)
১৪২০০০
১০০০০
|
১৫২০০০
|
গ. হিসাব সমীকরন প্রভাব: প্রত্যেকটি লেনদেন দ্বারা হিসবা সমীকরণ (A=L+E) প্রভাবিত হয়। অর্থাৎ লেনদেনের দুটি পক্ষ দ্বারা সমীকরনের হ্রাস বা বৃদ্ধি ঘটে থাকে। নিচে প্রদত্ত লেনদেনসমুহ হিসাবসমীকরনের উপাদানগুলোর ওপর প্রভাব নিন্মরূপ:
তারিখ
|
সংশ্লিষ্ট হিসাব
|
হিসাব সমীকরনের প্রভাব (A=L+E)
|
২০১১
মে ১
|
নগদান হিসাব
মূলধন হিসাব
|
A বৃদ্ধি
E বৃদ্ধি
|
৪
|
ভাড়া হিসাব
নগদান হিসাব
|
E(ব্যয়) হ্রাস
A হ্রাস
|
৮
|
যন্ত্রপাতি হিসাব
প্রদেয় হিসাব
|
A বৃদ্ধি
L বৃদ্ধি
|
১২
|
নগদান হিসাব
সেবা আয় হিসাব
|
A বৃদ্ধি
E বৃদ্ধি
|
১৬
|
বেতন হিসাব
নগদান হিসাব
|
E হ্রাস
A হ্রাস
|
২৫
|
নগদান হিসাব
ব্যাংক হিসাব
|
A বৃদ্ধি
L বৃদ্ধি
|
২৭
|
প্রাপ্য হিসাব
সেবা আয় হিসাব
|
A বৃদ্ধি
E বৃদ্ধি
|
৩০
|
প্রদেয়/সরবরাহকারী হিসাব
নগদান হিসাব
|
L হ্রাস
A হ্রাস
|
EmoticonEmoticon