দ্বিতীয় অধ্যায়
লেনদেন
২. মি. শংকর চন্দ্র সাহা একটন ব্যবসায়ী । ২০১৪ জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্মোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
জানুয়ারি ০২ ৫০০০ টাকা বেতনে একটন ম্যানেজার নিয়োগ দেওয়া হল।
,, ০৭ ধারে পন্য বিক্রয় ২০০০০ টাকা।
,, ১০ নগদে মনিহারি ক্রয় ৫০০ টাকা।
,, ১২ শংকর চন্দ্র তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২০০০ টাকা।
,, ২০ সুমনা পেট্রডার্সের নিকট হতে ৫০০০ টাকা পাওয়া গেল।
,, ২৫ বিজ্ঞাপন বাবদ পরিশোধ ৭০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনাসমুহ চিহ্নিত করে মোট পরিমান নির্ণয় কর।
খ.মি. শংকর চন্দ্র সাহার লেনেদেন গুলোর সমীকরন পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা লেখ।
গ. মি. শংকর চন্দ্র সাহার লেনেদেন গুলোর সমীকরনের উপাদানগুলোর ওপর প্রভাব দেখাও।
ক. লেনদেন নয়, এমন ঘটনা সমূহের মোট পরিমান নির্ণয় :
তারিখ
|
বিবরণ
|
বিস্তারিত টাকা
|
পরিমান টাকা
|
২০১৪ জানু. ২
,,১২
|
ম্যানেজার নিয়োগ দেওয়া হল
ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান
|
৫০০০
২০০০
|
৭০০০
|
প্রদত্ত ঘটনাসমূহ সমীকরণ পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা নিম্নরুপ:
তারিখ
|
লেনদেন কিনা
|
কারন সহ ব্যাখ্যা
|
২০১৪
জানু. ৭
|
লেনদেন
|
ধারে পন্য বিক্রয় করার ফলে দেনাদার বৃদ্ধি ও মালিকানস্বত্ব বৃদ্ধি ঘটেছে।
|
,, ১০
|
লেনদেন
|
নগদে মনিহারি ক্রয়ের ফলে মালিকানাস্বত্ব হ্রাস ও নগদ অর্থ হ্রাস পেয়েছে।
|
২০
|
লেনদেন
|
সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ায় কারবারে নগদ অর্থ বৃদ্ধি ও দেনাদারের পরিমান হ্রাস পেয়েছে।
|
২৫
|
লেনদেন
|
বিজ্ঞাপন বাবদ নগদে পরিশোধ করার ফলে মালিকানা স্বত্ব হ্রাস ও নগদ অর্থ হ্রাস পেয়েছে।
|
EmoticonEmoticon