অধ্যায়- ০২ লেনদেন
ফেব্রু ০১ নগদে ৫৫ টাকা দরে ১১৫ কেজি চিনি।
০৭ ৫২ টাকা দরে ৫৬ কেজি চিনি।
১৫ ১১০ টাকা দরে ৩৫ কেজি মসুর ডাল।
সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের ওপর ১২% কারবারি বাট্টা মঞ্জুর করেন।
ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয় কর।
খ. ফেব্রুয়ারি ১ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।
গ. ফেব্র্রুয়ারি ৭ ও ১৫ তারিখের লেনদেন বাকিতে হয়েছে মনে করে একটি চালান প্রস্তুত কর।
ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয়:
২০১৪ ফেব্রু ১
৩০
|
নগদে চিনি বিক্রয় (৫৫*১১৫)
বাকিতে চিনি বিক্রয় (৫২*৫৬)
বাকিতে মসুর ডাল বিক্রয় (১১০*৩৫)
(-) কারবারি বাট্টা ১২%
|
৬৩২৫
২৯১২
৩৮৫০
|
১৩০৮৭.০০
১৫৭০.০০
১১৫১৫.৫৬
|
খ.
সেলিম ট্রেডার্স্
ক্যাশমেমো
ভাউচার নং...... তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্
ঠিকানা: .......
তারিখ
|
মালের বিবরন
|
পরিমান
|
দর টাকা
|
পরিমান টাকা
|
২০১৪ ফেব্রু ১
|
চিনি
(-) কারবারি বাট্টা
মোট
|
১১৫
|
৫৫
|
৬৩২৫
(৭৫৯)
৫৫৬৬
|
টাকা (কথায়): পাঁচ হাজার পাঁশত ছেষট্টি টাকা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য বিক্রেতার স্বাক্ষর
|
গ.
চালান
সেলিম ট্রেডার্স্ (বিক্রেতা)
ভাউচার নং...... তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্
ঠিকানা: .......
তারিখ
|
মালের বিবরন
|
পরিমান
|
দর টাকা
|
পরিমান টাকা
|
২০১৪ ফেব্রু ৭
১৫
|
চিনি
মসুর ডাল
(-) কারবারি বাট্টা
মোট
|
৫৬
৩৫
|
৫২
১১০
|
২১১২
৩৮৫০
৬৭৬২
(৮১১.৪৪)
৫৯৫০.৫৬
|
টাকা (কথায়): পাঁচ হাজার নয়শত পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য বিক্রেতার স্বাক্ষর
|
EmoticonEmoticon