নবম দশম শিক্ষার্থীদের পড়াশোনা- বিজ্ঞান


নবজীবনের সূচনা

১. পৃথিবীর উৎপত্তিগত ঘটনা প্রবাহকে কী বলে?

ক. বিবর্তন খ. পরিব্যাপ্তি

√গ. রাসায়নিক অভিব্যক্তি

ঘ. জৈব অভিব্যক্তি

২. পৃথিবী প্রথমে কেমন ছিল?

ক. তরল √খ. জ্বলন্ত গ্যাসপিণ্ড

গ. বায়বীয় ঘ. কঠিন পিণ্ড

৩. বয়ঃসন্ধিকালে আবেগ দ্বারা চালিত হওয়া কোন ধরনের পরিবর্তন?

ক. আচরণগত √খ. মানসিক

গ. শারীরিক ঘ. বংশগত

৪. বয়ঃসন্ধিকালে প্রধান পরিবর্তনগুলো হচ্ছে-

i. শারীরিক ii. মানসিক iii. আচরণগত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii √ঘ. i, ii ও iii

৫. সময়ের সঙ্গে নতুন প্রজাতির সৃষ্টিকে কী বলে?

√ক. জৈব বিবর্তন খ. গৌণ বিবর্তন

গ. ভৌত বিবর্তন

ঘ. রাসায়নিক বিবর্তন

৬. বাল্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়কে কী বলে?

ক. শিশুকাল

খ. কৈশোরকাল

√গ. বয়ঃসন্ধিকাল

ঘ. বৃদ্ধকাল

৭. মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়?

ক. ৮-১০ বছর খ. ৮-১২ বছর

√গ. ৮-১৩ বছর ঘ. ১০-১২ বছর

৮. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ কোনটি?

ক. খাদ্যাভ্যাস √খ. হরমোন

গ. আবেগিক ঘ. সামাজিক

৯. কোন পানিতে জীবের সর্বপ্রথম উৎপত্তি হয়েছিল?

ক. নদীর খ. ঝরনার

√গ. সমুদ্রের ঘ. পুকুরের

১০. মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য প্রধানত দায়ী-

i. টেস্টোস্টেরন ii. ইস্ট্রোজেন

iii. প্রজেস্টেরন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

√গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. প্রথম ‘টেস্টটিউব বেবি’ কত দিন বেঁচে ছিল?

ক. ৩০ দিন √খ. ২৯ দিন

গ. ২৮ দিন ঘ. ২৭ দিন

১২. মানুষের অটোজম সংখ্যা কত?

ক. ২২ খ. ২৩

√গ. ৪৪ ঘ. ৪৬

১৩. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?

ক. ফার্টিলাইজেশন

খ. স্পোরেলেশন

গ. ভিট্রোফার্টিলাইজেশন

√ঘ. ইনভিট্রো-ফার্টিলাইজেশন

১৪. ডিমের ভেতরে অবস্থিত প্রাণীকে কী বলে?

√ক. ভ্রূণ খ. শিশু

গ. জীবাণু ঘ. ভ্রূণাক্ষ

১৫. পুরুষ দেহের সেক্স ক্রোমোজোম হল-

i. xx ii. yy iii. xy

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

√গ. iii ঘ. i, ii ও iii

১৬. জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে কী বলে?

ক. অটোজম

√খ. সেক্স ক্রোমোজোম

গ. x ক্রোমোজোম

ঘ. y ক্রোমোজোম

১৭. পুরুষদের শুক্রাণু কয় ধরনের?

ক. ১ ধরনের খ. ৩ ধরনের

√গ. ২ ধরনের ঘ. ৪ ধরনের

১৮. টেস্টটিউব বেবি লুইস জয় ব্রাউন কত সালে জন্মগ্রহণ করে?

ক. ১৯৭৬ সালে খ. ১৯৭৭ সালে

√গ. ১৯৭৮ সালে ঘ. ১৯৭৯ সালে

১৯. পুত্র সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে-

i. পিতার সেক্স ক্রোমোজোম ii. মাতার সেক্স ক্রোমোজোম

iii. পিতার অটোজোম

নিচের কোনটি সঠিক?

√ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

২০. কোন সূচক বর্ণের দ্বারা পুরুষ ক্রোমোজোম দেখানো হয়?

ক. A+xy √খ. 2A+xy

গ. A+ xx ঘ. 2A+xx

২১. কোনটি আদি কোষ?

√ক. প্রোটোভাইরাস খ. প্রোটোজোয়া

গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস

২২. কে প্রথম ফসিল আবিষ্কার করেন?

ক. অ্যারিস্টটল খ. ল্যামার্ক

গ. হার্বাট স্পেন্সার

√ঘ. জেনোফেন

২৩. পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা কত?

ক. প্রায় ৫ লাখ খ. প্রায় ১০ লাখ

গ. প্রায় ১৪ লাখ

√ঘ. প্রায় ২০ লাখ

২৪. ‘আদিকোষ’ নামে পরিচিত কোনটি?

√ক. ব্যাকটেরিয়া খ. প্রোটোজোয়া

গ. ভাইরাস ঘ. নিউক্লিক এসিড

২৫. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?

ক. কঠিন খ. তরল

গ. ঘনীভূত √ঘ. গ্যাসীয়

সিনিয়র শিক্ষক,
 মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Share this

Related Posts

Previous
Next Post »