জেসমিন আক্তার
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কম্পিউটার ও ম্পিউটার
ব্যবহারকারীর নিরাপত্তা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ?
√ক) ভাইরাস খ) এন্টি ভাইরাস
গ) এন্টি ম্যালওয়্যার
ঘ) এন্টি স্পাইওয়্যার
২৭। কোনটি ছাড়া কম্পিউটার ঝুঁকিপূর্ণ?
√ক) এন্টি ভাইরাস খ) ভাইরাস
গ) ম্যাইওয়্যার ঘ) স্পাইওয়্যার
২৮। বিনামূল্য ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় কোনটি?
ক) ভাইরাস প্রোগ্রাম
√খ) এন্টি স্পাইওয়্যার
গ) হার্ডওয়্যার ঘ) ম্যালওয়্যার
২৯। অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে কোনটি?
√ক) ডিস্ক ক্লিনআপ খ) ডিস্ক রিমুভার গ) ডিস্ক ইরেজার ঘ) ডিস্ক রিডআপ
৩০। অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে কোনটি?
ক) ডিস্ক রিমুভার খ) ডিস্ক রিমুভার হুগ) ডিস্ক ডিফ্র্যাগমেন্টের
ঘ) স্পাইওয়্যার
৩১। ডিস্ক ক্লিনআপ কোথায় যুক্ত থাকে?
ক) অফিস ২০০৭
√খ) অপরেটিং সিস্টেম
গ) এন্ট্রিভাইরাস সিস্টেম
ঘ) এন্টি স্পাইওয়্যার
৩২। ডিস্ক ডিফ্যাগমেন্টার কোথায় যুক্ত থাকে?
ক) অফিস ২০০৭ খ) অফিস- ২০০১০ √গ) অপারেটিং সিস্টেম
ঘ) অফিস-২০০৩
৩৩। হার্ডডিস্কর জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
√ক) ডিস্ক কিনআপ
খ) ডিস্ট ডিলিট আপ গ) ডিস্ক এডিটর ঘ) ডিস্ট রিমুভার
৩৪। হার্ডডিস্কর ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) ডিস্ক অ্যারেঞ্জার খ) ডিস্ক ইরেজার √গ) ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ঘ) ডিস্ক কিনআপ
৩৫। ইন্টারনেটের ব্যবহার হল-
i) পড়ালেখা করা ii) ই-মেইল করা iii) ছবি দেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii
৩৬। কম্পিউটারের সমস্যা
i) উচ্চগতির প্রসেসর ii) বিভিন্ন ফাইল একসঙ্গে খুলে যাওয়া iii) কারণ ছাড়াই রিস্টার্ট দেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৭। কম্পিউটার রক্ষণাবেক্ষণের অংশ-
i) অপারেটিং সিস্টেম আপডেট করা ii) রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করা iii) ছবি দেখা
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৮। কম্পিউটারকে ঝুঁকিবিহীন রাখে
i) এন্টিভাইরাস ii) এন্টি স্পাইওয়ার iii) এন্টি ম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii
৩৯। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার সফটওয়্যার হল
i) ডিস্ক ব্যাক আপ ii) ডিস্ক ক্লিনআপ iii) ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৪০। কম্পিউটার ধীর হওয়ার কারণ-
i) টেম্পরারি ফাইল তৈরি হওয়া ii) কম্পিউটার পুরাতন হওয়ার iii) অত্যাধিক সফটওয়্যার ইনস্টল করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৪১। রেজিস্ট্রি ক্লিনআপের ফলে-
i) কম্পিউটার সচল থাকে ii) কম্পিউটার অচল হয়ে পড়ে iii) কম্পিউটার গতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
EmoticonEmoticon