দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

প্রশ্ন : জনাব মুজাম্মেল ২০১৫ সালের ১ জানুয়ারি ১০,০০০ টাকার পণ্যদ্রব্য, ব্যাংক উদ্বৃত্ত ২০,০০০ টাকা এবং বন্ধু তামিমের নিকট হতে ২০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল :
 ২০১৫ সাল : 
মার্চ-২ বিলের মাধ্যমে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।  
 মার্চ-৫ ব্যাংক হতে উত্তোলন ৮,০০০ টাকা কিন্তু পথে হারিয়ে গেল ১,০০০ টাকা।  
  মার্চ-৮ ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান ১০,০০০ টাকা।   
 মার্চ-১০     সেভিংস সার্টিফিকেট ক্রয় ৬,০০০ টাকা। 
 মার্চ-১৫     ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২,৫০০ টাকা কিন্তু পথে হারিয়ে গেল ৫০০ টাকা।  
মার্চ-১৮    বাট্টা প্রাপ্তি ১,০০০ টাকা।  
মার্চ-৩১    ব্যাংক সুদ মঞ্জুর করল ২,০০০ টাকা।    
ক. জনাব মুজাম্মেলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 
খ. ২ থেকে ১০ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো।        
গ. ২ থেকে ৩১ তারিখের লেনদেনগুলো দ্বারা মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো।    

উত্তর : ক. জনাব মুজাম্মেলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো :


খ. জনাব মুজাম্মেলের জাবেদা 



গ. ২ থেকে ৩১ তারিখের লেনদেনগুলো দ্বারা মুনাফাজাতীয় আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করা হলো : -


Share this

Related Posts

Previous
Next Post »