তৃতীয় অধ্যায়
চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বহু নির্বাচনী প্রশ্ন
১। একটি পাত্রে ১৫ কেজি ডাল আছে। পাত্রটির ওজন ২০ কেজি হলে, ডালসহ পাত্রের ওজন কত?
ক. ৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩৫ উত্তর : ৩৫
২। ৫–১৬ — ৪ এর সরল মান কোনটি?
ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০ উত্তর : ২০
৩। নিচের কোন রাশিমালাটি (৩৫ — ৫) + ১৪ এর সমান হবে?
ক. ২– (৫+৩৪) খ. (২–৫) + ৩৪ গ. ৩৪ – (৫–২) ঘ. ১১ + (৫–২) উত্তর : ১১+(৫–২)
৪। এক শ মার্বেলের দাম ৭৫ টাকা হলে এক ডজন মার্বেলের দাম কত হবে?
ক. ৯ টাকা খ. ১২ টাকা গ. ১৫ টাকা ঘ. ১৮ টাকা উত্তর : ৯ টাকা
৫। দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে, অপর সংখ্যা কোনটি?
ক. ২৪১ খ. ২৫১ গ. ২৬১ ঘ. ২৭১ উত্তর : ২৬১
৬। (৩৬—৩) –{৪ (৫+৪—৮+১)} = কত? ক. ৭৬ খ. ৭৮ গ. ৯৬ ঘ. ১০৬ উত্তর : ৯৬
৭। ২ কেজি চালের দাম ৭০ টাকা হলে, ৫ কেজি চালের দাম কিভাবে নির্ণয় করা যায়?
ক. গুণ করে খ. ভাগ করে গ. ঐকিক নিয়মে ঘ. বিয়োগ করে উত্তর : ঐকিক নিয়মে
৮। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত?
ক. ৯৯৯ খ. ৯৯৯৯ গ. ১০০০ ঘ. ১০০০০ উত্তর : ১০০০
৯। ৯৯৯৯৯ কে ১ লক্ষ করতে হলে কী করতে হবে?
ক. ১ বিয়োগ করতে হবে খ. ১ যোগ করতে হবে গ. ১০ যোগ করতে হবে ঘ. ১০০ বিয়োগ করতে হবে উত্তর : ১ যোগ করতে হবে
১০। কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ০ হলে, ভাজ্য কোনটি?
ক. ১৮৫০ খ. ১৯০০ গ. ১৯৫০ ঘ. ২১৫০ উত্তর : ১৯৫০ সংক্ষেপে উত্তর দাও :
১। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৭টি ডিমের দাম কত?
উত্তর : ৫৬ টাকা
২। এক শ লিচুর দাম ৩০০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত? উত্তর : ৭৫ টাকা
৩। ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করা হয় সে পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
৪। একই পরিমাণ খাদ্য খাওয়ার জন্য ছাত্রের সংখ্যা কমলে দিনের সংখ্যা কিরূপ হবে?
উত্তর : দিনের সংখ্যা বাড়বে।
৫। ভাজ্য ১৯৭৬, ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের তিন ভাগের এক ভাগ হলে তা গাণিতিক বাক্যে প্রকাশ করো।
উত্তর : ১৯৭৬ = ৭৮ –২৫ + (৭৮ — ৩)
৬। ২টি টেলিভিশন ও ৬টি কম্পিউটারের মোট দাম ২৩০০০০ টাকা। ১টি টেলিভিশনের দাম ২৫০০০ টাকা হলে ১টি কম্পিউটারের দাম কত টাকা?
উত্তর : ৩০০০০ টাকা।
৭। পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ১৫ বছর পর পিতার বয়স ৮৫ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত?
উত্তর : ১৪ বছর
৮। ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তর : ৪৮ কেজি -
EmoticonEmoticon