Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

নবম ও দশম শ্রেণি : পদার্থবিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন

1 min read
নবম ও দশম শ্রেণি : 
বহু নির্বাচনী প্রশ্ন
জ্যোতি ভূষণ বিশ্বাস,
প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, 
উত্তরা, ঢাকা 
১।   ছাপার হরফ কোন ধাতুর মিশ্রিত সংকর ধাতু?    
  ক. লোহা, তামা, সিসা      খ. লোহা, অ্যান্টিমনি, তামা      গ. সিসা, অ্যান্টিমনি, তামা      ঘ. তামা ও সিসা
 ২।   কোন পদার্থটির ওপর চাপ বৃদ্ধি করলে এর গলনাঙ্ক বাড়ে?    
  ক. তামা               খ. লোহা      গ. অ্যান্টিমনি            ঘ. বরফ 
৩।   কত তাপমাত্রায় এভারেস্ট পর্বতশৃঙ্গে পানি ফুটতে শুরু করে?     
 ক. 70°C              খ. 80°C      গ. 90°C              ঘ. 100°C 
৪।   দুই টুকরা বরফকে একত্রে চাপ দিলে লেগে যায়, এর কারণ হলো—
      ক. কঠিনীভবন      খ. গলন      গ. পুনঃশিলীভবন      ঘ. বাষ্পীভবন 
৫।   যেকোনো তাপমাত্রায় তরল পদার্থ উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?   
   ক. স্বতবাষ্পীভবন      খ. পুনঃশিলীভবন      গ. বাষ্পীভবন      ঘ. স্ফুটন 
৬।   উদ্বায়ী পদার্থ নয় কোনটি?     
 ক. অ্যালকোহল           খ. ইথার         গ. বেনজিন             ঘ. মোম 
৭।   কী পরিমাণ পারদ চাপের পরিবর্তনে পানির স্ফুটনাঙ্ক 1°C পরিবর্তিত হয়?      
ক. 76cm         খ. 2.7cm      গ. 76m          ঘ. 2.7m 
৮।   কোনো স্থানে পানির স্ফুটনাঙ্ক 98°C হলে ওই স্থানে বায়ুর চাপ কত হবে?     
 ক. 76cm         খ. 70.6cm      গ. 73.3cm       ঘ. 70cm 
৯।   কোনো স্থানে বায়ুর চাপ স্বাভাবিক বায়ুর চাপের চেয়ে 2.7cm পারদ চাপ কম হলে সেখানে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত হবে?      
ক. 70°C         খ. 80°C      গ. 99°C        ঘ. 98°C 
১০।  প্রেশার কুকার তৈরির মূলনীতি হলো—    
  ক. চাপে পানির স্ফুটনাঙ্ক কমানো          খ. কম তাপমাত্রায় পানি গরম করা      গ. চাপে পানি বেশি তাপমাত্রায় ফোটানো      ঘ. চাপে রান্নার বস্তুর গলনাঙ্ক হ্রাস করা 
১১।  পানিকে প্রেশার কুকারে কত তাপমাত্রায় ফোটানো যায়?      
ক. 90°C         খ. 95°C      গ. 100°C        ঘ. 120°C   
উত্তরগুলো মিলিয়ে নাও ১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ 
Labels : #SSC-Physics ,

Post a Comment