অর্থের সময়মূল্য : নৈর্ব্যক্তিক মডেল টেস্ট
১৩. সুদ-আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. সুদ খ. ভবিষ্যৎ মূল্য গ. বর্তমান মূল্য ঘ. মেয়াদ
১৪. ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়?
ক. সুদ প্রক্রিয়া খ. বাট্টাকরণ পদ্ধতি
গ. মেয়াদি প্রক্রিয়া ঘ. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
১৫. অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ, কারণ-
i. সুযোগ ব্যয় ii. প্রকল্প মূল্যায়ন iii. ঋণ গ্রহণ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক প্রকৃত সুদের হার কত?
ক. ২৪.৬২% খ. ৬৭.৭৭% গ. ৭৫.৭৬% ঘ. ৭৭.২৭%
১৭. অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
ক. সুদের হার খ. মুদ্রা নীতি
গ. অর্থের তারল্য ঘ. বর্ধিত মুনাফা
১৮. অর্থ বিনিয়োগ না করলে কী সৃষ্টি হয়?
ক. সুযোগ ব্যয় খ. পরিচালন ব্যয়
গ. কারবারি ব্যয় ঘ. বিনিয়োগ ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. ফিসান ‘যমুনা ব্যাংকের’ নিকট ৫০,০০০ টাকা জমা রেখেছেন। এতে সুদের হার শতকরা ১০ ভাগ। ফলে তা আগামী বছরে ৫৫,০০০ টাকা এবং ২ বছর পর ৬০,০০০ টাকার সমান মূল্য বহন করে।
১৯. মি. ফিসান এর কোন টাকাকে বর্তমান মূল্য বলা যাবে?
ক. ৫০,০০০ টাকা খ. ৫৫,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা ঘ. ৬৫,০০০ টাকা
২০. উদ্দীপকে উল্লিখিত ভবিষ্যৎ মূল্য হচ্ছে-
i. ৫৫.০০০ টাকা ii. ৫০,০০০ টাকা iii. ৬০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. অর্থের সময়মূল্যের ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. পরিচালন সিদ্ধান্ত খ. বিনিয়োগ সিদ্ধান্ত
গ. লভ্যাংশ সিদ্ধান্ত ঘ. আর্থিক সিদ্ধান্ত
২২. অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য -?
ক. পরিবর্তনশীল খ. অপরিবর্তনশীল গ. ধ্রুবক ঘ. স্থির
২৩. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন-
i. বর্তমান মূল্য ii. সুদের হার iii. বাৎসরিক মেয়াদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. জনাব আমিনুল রূপালী ব্যাংক থেকে ১২% অর্ধবার্ষিক সুদ হারের ভিত্তিতে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে?
ক. ১২% খ. ১২.৩৬% গ. ১২.৬১% ঘ. ১৮%
২৫. প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি?
ক. মোট ব্যয় খ. মুখ্য ব্যয়
গ. সুযোগ ব্যয় ঘ. উৎপাদন ব্যয়
২৬. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কীসের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়?
ক. আসলের খ. বাট্টার গ. সুদাসলের ঘ. কমিশনের
২৭. ভবিষ্যৎ মূল্য = বর্তমান মূল্য (১+সুদের হার) মেয়াদ- সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত?
ক. চক্রবৃদ্ধির হার খ. বাৎসরিক বাট্টাকরণ
গ. প্রকৃত সুদের হার ঘ. বাৎসরিক চক্রবৃদ্ধি
২৮. কোন ক্ষেত্রে সুদাসল সবচেয়ে বেশি?
ক. সরল সুদ খ. চক্রবৃদ্ধি পদ্ধতি
গ. বাট্টাকরণ পদ্ধতি ঘ. সুযোগ ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাজিব ১২,০০০ টাকা ৫ বছরের জন্য ১০% চক্রবৃদ্ধি সুদে একটি প্রকল্পে বিনিয়োগ করে। সে ৫ বছর পর যে টাকা পায় তা ১২ বছরের জন্য ১৫% চক্রবৃদ্ধি সুদে আরেকটি প্রকল্পে বিনিয়োগ করে।
২৯. জনাব রাজিব ৫ বছর পর কত টাকা পাবেন?
ক. ২০,০৩৬ টাকা খ. ১৯,৩২৬ টাকা গ. ১৮,৪৭৭ টাকা ঘ. ১৭,৬১৫ টাকা
৩০. ১৭ বছর পরে জনাব রাজিব সর্বমোট কত টাকা পাবেন?
ক. ১,০০,০০০ টাকা খ. ১,০১,৪০০ টাকা
গ. ১,০৩,০০০ টাকা ঘ. ১,০৩,৪০০ টাকা
উত্তর : ১। গ ২। ক ৩। ক ৪। ক ৫। ঘ ৬। খ ৭। খ ৮। ঘ ৯। খ ১০। গ ১১। খ ১২। গ ১৩। গ ১৪। ঘ ১৫। ঘ ১৬। খ ১৭। ক ১৮। ক ১৯। ক ২০। খ ২১। খ ২২। ক ২৩। ঘ ২৪। খ ২৫। গ ২৬। গ ২৭। ঘ ২৮। খ ২৯। খ ৩০। ঘ।
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী
EmoticonEmoticon