এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর


প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

২৪। কোনটি কো-এক্সিয়াল কেবলের সুবিধা?

ক. টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম

খ. ডেটা ট্রান্সফার রেট কম

গ. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম

ঘ. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম

২৫। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে?

ক. জ্যাকেট বা কেব্ল খ. জ্যাকেট বা কেসিং

গ. ইউটিপি বা কেসিং ঘ. কেসিং বা কেব্ল

২৬। কোন কেব্ল যোগাযোগ কেব্ল হিসেবে ব্যবহূত হয়?

ক. ফাইবার অপটিক খ. টুইস্টেড পেয়ার

গ. অপটিক্যাল ফাইবার ঘ. কো-এক্সিয়াল

২৭। বর্তমানে জোগানকৃত ইউটিপি কেবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

ক. ১০০ খ. ৫০ গ. ৫০০ ঘ. ১০০০

২৮। কোনটি কো-এক্সিয়াল কেব্লকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহূত হয়?

ক. মেটালিক ফরেন খ. প্লাস্টিকের জ্যাকেট

গ. সলিড কপারওয়্যার ঘ. বেইডেডওয়্যার

২৯। যখন কপারওয়্যারসমূহ টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?

ক. EMI কমে খ. পরিবাহিকতা কমে

গ. রোধ কমে ঘ. তার স্থায়ী হয়

৩০। কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্ল তৈরি হয়?

ক. কাচতন্তু খ. ইস্পাত গ. কপার ঘ. ফেরাস কোর

৩১। নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারে সীমা নির্দেশক?

ক.1mbps-100mbps খ.100gbps-100gbps

গ. 1gbps-100 gbps ঘ.100mbps-2gbps

৩২। কীভাবে আন্তমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

ক. সমুদ্রের তলদেশ দিয়ে খ. বায়ুর মধ্য দিয়ে

গ. মাটির নিচ দিয়ে ঘ. ভূ-উপগ্রহের মাধ্যমে

৩৩। কমিউনিকেশন বলতে বোঝায়—

i. মেসেজ প্রেরণ ii. তথ্য গ্রহণের ক্ষমতা iii. তথ্যপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৪। ডেটা ট্রান্সমিশন মেথড হলো—

i. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

ii. সিনক্রোনাস ট্রান্সমিশন

iii. আইসোক্রোনাস ট্রান্সমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ থেকে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জয় তার বাবাকে জিজ্ঞেস করল, মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের টাওয়ার উঁচু স্থানে স্থাপন করে কেন। জয়ের বাবা তখন তাকে বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার কার্যপদ্ধতি

ব্যাখ্যা করলেন।

৩৫। তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে, তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে বলা হয়—

ক. এটিনিউয়েশন খ. বিকিরণ

গ. ট্রান্সমিশন লস ঘ. প্রসেসিং সিস্টেম

৩৬। মোবাইল ফোন কোম্পানিগুলো আন্তদেশীয় টেলিযোগাযোগে কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে?

ক. রেডিও ওয়েভ খ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ ঘ. ইনফ্রারেড

৩৭। Wi-Max টাওয়ার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে?

ক. ১০ খ. ২০ গ. ৪০ ঘ. ৬০

মাস্টার ট্রেইনার, প্রভাষক

রাউজান কলেজ, চট্টগ্রাম

উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-২

 ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক

Share this

Related Posts

Previous
Next Post »