এসএসসি পরীক্ষার প্রস্তুতি: গণিত

প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD  BC, BC = 8 সে.মি. এবং OB = 5 সে.মি.। OD-এর দৈর্ঘ্য নিচের কোনটি?
ক. 2 cm খ. 3 cm গ. 4 cm ঘ. 5 cm
২।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OC = 3 cm, AB = 8 cm এবং OCAB হলে OP-এর দৈর্ঘ্য কত সে.মি.?
ক. 4 cm খ. 5 cm গ. 6 cm ঘ. 8 cm
৩।
ওপরের চিত্রে AC ব্যাস, ╨BAC = x এবং ╨BAC = 2 ╨ACB হলে ╨ACB-এর সম্পূরক কোণ কত?
ক. 150হ্ন খ. 120হ্ন গ. 90হ্ন ঘ. 30হ্ন
৪।
চিত্রে বৃত্তের কেন্দ্র O এবং OE = OF হলে—
i. AE = CF
ii. ╨OEB = ╨OFD
iii. ╨OAE = ╨OCF
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৫।
চিত্রে বৃত্তের কেন্দ্র O হলে, ╨BOC সমান কত?
i. 2╨BAC ii. ╨BAC = ╨BDC
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৬।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PA ও PB স্পর্শক হলে—
i. PA = PB ii. ╨PBO = 90হ্ন
iii. ╨APO = ╨BPO
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৭।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AD = 4 সে.মি. এবং OD = 3 সে.মি. হলে OB = কত?
ক. 4 cm খ. 5 cm গ. 6 cm ঘ. 7 cm
৮।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB-এর দৈর্ঘ্য কত?
ক. 8 cm খ. 12 cm গ. 16 cm ঘ. 20 cm
৯।
O বৃত্তের কেন্দ্র হলে—
i. ╨BOD = 2╨BAD
ii. ╨COD = ╨OAC + ╨OCA
iii. ╨BAO = ╨BOD
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii

মাস্টার ট্রেইনার, শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
উত্তর
গণিত
অধ্যায়-৮
১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ
জেনে রাখো
জলবায়ু পরিবর্তনের ৪টি প্রভাব
 সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে
 ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাবে
 বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে
 হঠাত্ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে

Share this

Related Posts

Previous
Next Post »