Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা বাংলা

2 min read
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা
বাংলা

সবুজ চৌধুরী

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

নিচের আনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লিখ

মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে! ছোট ছোট ফলকে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এ ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ০৫

১. বাংলার প্রাচীন মৃৎশিল্প কোনটি?

ক) কলসি খ) হাঁড়ি

গ) টেপা পুতুল ঘ) টেরাকোটা

২. টেরাকোটা বলতে কী বোঝ?

ক) নকশা করা মাটির ফলক

খ) ছবি আঁকা মাটির ইট

গ) কুমারদের তৈরি তৈজসপত্র

ঘ) নিত্য ব্যবহারের একটি উপকরণ

৩. আমাদের দেশে কোথায় টেরাকোটার ব্যবহার রয়েছে?

ক) লালবাগ কেল্লায়

খ) কান্তজির মন্দিরে

গ) আহসান মঞ্জিলে

ঘ) সোনারগাঁয়ে

৪. মৃৎশিল্প কাকে বলে?

ক) মাটির তৈরি শিল্পকর্মকে

খ) লোহার তৈরি শিল্পকর্মকে

গ) বাঁশের তৈরি কারুকার্যকে

ঘ) কাঠের তৈরি কারুকার্যকে

৫. টেরাকোটা বা পোড়ামাটির শিল্পকর্ম এ দেশে শুরু হয়েছে কখন থেকে?

ক) হাজার বছর আগে

খ) কয়েকশ’ বছর আগে

গ) কয়েক বছর আগে

ঘ) প্রাচীনকাল থেকে

২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখ। ০৫

টেরাকোটা, ফলক, স্তূপ, মন্দির, মৃৎশিল্প

৩। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ: ১+২+২=০৫

ক) বাংলার পুরনো শিল্পকর্ম কোনটি?

খ) টেরাকোটা কীভাবে তৈরি করা হয়?

গ) কোথায় কোথায় টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়?

৪। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ বা ভাবার্থ লিখ। ০৫

১নং প্রশ্নের উত্তর

১. ঘ) টেরাকোটা ২. ক) নকশা করা মাটির ফলক ৩. খ) কান্তজির মন্দিরে ৪. ক) মাটির তৈরি শিল্পকর্মকে ৫. ক) হাজার বছর আগে

২নং প্রশ্নের উত্তর

২। টেরাকোটা - সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। ফলক- পাত। স্তূপ- উঁচু করে কোনো কিছু রাখা।

মন্দির- দেবালয়। মৃৎশিল্প- মাটির তৈরি কারুকার্য।

৩ নং প্রশ্নের উত্তর

ক) বাংলার পুরনো শিল্পকর্ম হল টেরাকোটা।

খ) টেরাকোটা আমাদের দেশের একটি প্রাচীন শিল্পকর্ম। টেরাকোটা তৈরি হয় মাটি দিয়ে। সুন্দর পোড়ামাটির ফলকের কারুকার্যকে টেরাকোটা বলে। নকশা করা মাটির ফলক ইটের মতো আগুনে পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হয়।

গ) আমাদের দেশে বিভিন্ন প্রাচীন নিদর্শনে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। কুমিল্লার শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে টেরাকোটার অসংখ্য নিদর্শন রয়েছে।

৪নং প্রশ্নের উত্তর

৪। মূলভাব : টেরাকোটা আমাদের দেশের একটি প্রাচীন শিল্পকর্ম। পোড়া মাটির ফলকে সুন্দর নকশাকে টেরাকোটা বলে। আমাদের দেশের শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এ টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। মাটির ফলককে ছবি আঁকার পর এগুলো পুড়িয়ে শক্ত ও সুন্দর করা হয়। একটার সঙ্গে অন্যটা জোড়া দিয়ে একে বড় করা হয়। হাজার বছর আগে থেকে এ শিল্পকর্ম প্রচলিত হয়ে আসছে।
Labels : #PSC-Bangla ,

Post a Comment