মো. সিদ্দিকুর রহমান
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
৩নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) কর্তৃক প্রদত্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের আলোকে ৩নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা চলছে। পূর্বে প্রকাশিত অংশের পর।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
১. রাজার শরীর কখন সুঁচবেধা হয়ে যায়?
উত্তর : রাখালবন্ধুর সঙ্গে করা প্রতিজ্ঞা ভঙ্গের পর এক রাতে রাজার শরীর সুঁচবেধা হয়ে যায়।
২. কাঁকনমালা কে? কেন তার এমন নাম?
উত্তর : রানী কাঞ্চনমালা দাসী হিসেবে যে মেয়েটিকে কিনেছিলেন সেই হলো কাঁকনমালা। হাতের সোনার কাঁকন দিয়ে মেয়েটাকে কিনতে হয়েছে বলে তার নাম হয় কাঁকনমালা।
৩. কাঞ্চনমালা কোথায় অচেনা মানুষের দেখা পায়?
উত্তর : কাঞ্চনমালা নদীর ঘাটে যাওয়ার সময় বনের পাশের গাছতলায় অচেনা মানুষের দেখা পায়।
৪. কীভাবে লোকেরা নকল রানীকে চিনে ফেলল?
উত্তর : রাজকীয় কাজের অভিজ্ঞতা না থাকায় লোকেরা নকল রানীকে চিনে ফেলে।
৫. রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন?
উত্তর : রাজা তার রাখালবন্ধুকে মন্ত্রিত্ব দিয়ে তার প্রতিজ্ঞা পালন করলেন।
৬. রানী ডুব দিয়ে উঠে দাসীকে কী অবস্থায় দেখতে পান?
উত্তর : রানী ডুব দিয়ে দেখেন তার গয়না-পোশাক পরে দাসী রানী সেজে আছে।
৭. কাঞ্চনমালা দাসীকে কিনতে কী দিলেন?
উত্তর : কাঞ্চনমালা দাসীকে কিনতে নিজের হাতে সোনার কাঁকন দিলেন।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
৩নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) কর্তৃক প্রদত্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের আলোকে ৩নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা চলছে। পূর্বে প্রকাশিত অংশের পর।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
১. রাজার শরীর কখন সুঁচবেধা হয়ে যায়?
উত্তর : রাখালবন্ধুর সঙ্গে করা প্রতিজ্ঞা ভঙ্গের পর এক রাতে রাজার শরীর সুঁচবেধা হয়ে যায়।
২. কাঁকনমালা কে? কেন তার এমন নাম?
উত্তর : রানী কাঞ্চনমালা দাসী হিসেবে যে মেয়েটিকে কিনেছিলেন সেই হলো কাঁকনমালা। হাতের সোনার কাঁকন দিয়ে মেয়েটাকে কিনতে হয়েছে বলে তার নাম হয় কাঁকনমালা।
৩. কাঞ্চনমালা কোথায় অচেনা মানুষের দেখা পায়?
উত্তর : কাঞ্চনমালা নদীর ঘাটে যাওয়ার সময় বনের পাশের গাছতলায় অচেনা মানুষের দেখা পায়।
৪. কীভাবে লোকেরা নকল রানীকে চিনে ফেলল?
উত্তর : রাজকীয় কাজের অভিজ্ঞতা না থাকায় লোকেরা নকল রানীকে চিনে ফেলে।
৫. রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন?
উত্তর : রাজা তার রাখালবন্ধুকে মন্ত্রিত্ব দিয়ে তার প্রতিজ্ঞা পালন করলেন।
৬. রানী ডুব দিয়ে উঠে দাসীকে কী অবস্থায় দেখতে পান?
উত্তর : রানী ডুব দিয়ে দেখেন তার গয়না-পোশাক পরে দাসী রানী সেজে আছে।
৭. কাঞ্চনমালা দাসীকে কিনতে কী দিলেন?
উত্তর : কাঞ্চনমালা দাসীকে কিনতে নিজের হাতে সোনার কাঁকন দিলেন।
EmoticonEmoticon