প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১৬- বাংলা

বাংলা

৩ নম্বর প্রশ্নের বাছাইকৃত

সংক্ষিপ্ত উত্তর

সুন্দরবনের প্রাণী

২. শকুন কীভাবে মানুষের উপকার করে?

উত্তর : শকুন আমাদের চারপাশের যাবতীয় অখাদ্য খেয়ে ফেলে। এ কারণেই আমাদের চারপাশের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। ফলে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। এভাবে শকুন মানুষের উপকার করে।

৩. রাজা প্রতাপাদিত্য কিসে দক্ষ ছিলেন?

উত্তর : রাজা প্রতাপাদিত্য যৌবনকালে সুন্দরবন অঞ্চলে গন্ডার শিকারে অত্যন্ত দক্ষ ছিলেন।

৪. সুন্দরবনের শেষ গন্ডার কে এবং কখন দেখেছিলেন?

উত্তর : বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভাই নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষ গন্ডার দেখেছিলেন।

৫. বাঘ শিকার নিষিদ্ধে কী করা হয়েছে?

উত্তর : বন্যপ্রাণী সংরক্ষণ আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমাদের দেশে নয়, যে দেশেই বাঘ আছে সে দেশেই বাঘ শিকারকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে।

৬. অবাধে প্রাণী শিকার করলে কী ঘটবে?

উত্তর : অবাধে প্রাণী শিকার করলে প্রাণীর বিলুপ্তি ঘটবে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

৭. এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যায় না কেন?

উত্তর : শকুন বিলুপ্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় বাংলাদেশে এখন শকুন প্রায় দেখা যায় না।

Share this

Related Posts

Previous
Next Post »