প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা -বাংলা

সংকল্প

১. কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন?

উত্তর : পৃথিবীর যাবতীয় রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করতেই কবি বদ্ধ ঘরে থাকতে চান না।

২. কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?

উত্তর : পাতালের রহস্য জানার জন্য কবি পাতাল ফেড়ে নামতে চান। বিশ্বকে জানার কৌতূহল মানুষের চিরন্তন। কবিও এর ব্যতিক্রম নন। তিনি জানতে চান পৃথিবীর কোথায় কী আছে। আর এ কারণে তিনি পাতাল ফেড়ে নেমে সেখানকার রহস্য উদঘাটন করতে চান।

৩. যুগান্তরের ঘূর্ণিপাক বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর : আমরা জানি, ১২ বছরে এক যুগ হয়। যুগের পর যুগ আসে। যুগের ক্রমাগত আসা-যাওয়ার এ প্রক্রিয়াকে কবি তার সংকল্প কবিতায় যুগান্তরের ঘূর্ণিপাক বলেছেন।

৪. বীরেরা মরণকে কেন বরণ করে নেয়?

উত্তর : বিশ্বের অজানাকে জানার জন্য বীরেরা মৃত্যু এলেও তা হাসিমুখে বরণ করে নেয়।

৫. মরণ-যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে কারা?

উত্তর : কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতায় বর্ণিত অজানাকে জানার এবং অদেখাকে দেখার জন্য যেসব বীর পুরুষেরা কৌতূহলী তারাই মরণ-যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে।

৬. অনেকদিন আগে মানুষ কী শিখছিল?

উত্তর : অনেকদিন আগে মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকার কায়দা-কানুন শিখছিল।

মো. সিদ্দিকুর রহমান

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া ঢাকা

Share this

Related Posts

Previous
Next Post »