Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

সাময়িক ছুটির জন্য আবেদনপত্র

1 min read

একটি আবেদন পত্র: মনে কর তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । ফুটবল খেলা দেখতে ভালোবাসো। আজ দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সাময়িক ছুটি চেয়ে  প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখ।



তারিখ : ১৮ - ১০ - ২০১৬ খ্রি.

বরাবর

প্রধান শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা



বিষয় : সাময়িক ছুটির জন্য আবেদনপত্র।



জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ তিন ঘটিকার সময় উপজেলা কেন্দ্রিয় মাঠে দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  ফুটবল আমাদের প্রিয় খেলা। তাই উক্ত ফাইনাল খেলা দেখতে আগ্রহী। এজন্য টিফিনের পর আপনার মাধ্যমে সাময়িক ছুটি প্রার্থনা করছি।

অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে সাময়িক ছুটি দানে জনাবের মর্জি হয়।

                                                                                                নিবেদক

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

                                                             

শিশুবান্ধব পাঠশালা

সুন্দরগঞ্জ, গাইবান্ধা
Labels : #PSC-Bangla ,

1 comment

  1. second ago
    Class 9