প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১৬

বাংলা

সুপ্রিয় শিক্ষার্থী,
আমরা দেখি বাংলা ভাষায় অনেক শব্দ পাওয়া যায়। সেগুলো একই অর্থ প্রকাশ করে। এ সমস্ত শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। প্রতিশব্দ জানা থাকলে যে কোন বিষয় বস্তুকে ইচ্ছে মত সুন্দর ও সাবলীল ভাবে প্রকাশ করা যায়।
সমার্থক শব্দের দৃষ্টান্ত :
                                                                         আল্লাহ্— খোদা, রহমান, রহিম, স্রষ্টা, সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা।
আগুন—অগ্নি, পাবক, অনল, বহ্নি, দহন, সর্বভূক, সর্বশুচি।
ইচ্ছা—খুশি, মর্জি, যদৃশ, আকাঙ্ক্ষা।
ইশারা—সাঁট, ঠার, ছানি, আভাস, ইঙ্গিত, সংকেত।
উত্পত্তি—উদ্ভব, উদ্গম, উত্পত্তন, উদয়, সমুদয়, অভ্যুদয়, উত্থান, উত্থাপন, উত্থাপনা।
উপাধি— খেতাব, লিখাত, আখ্যা, শিরোপা।
উজ্জ্বল—আলোকিত, জলন্ত, প্রজ্জ্বলিত।
উষা—সকাল, ভোর, প্রভাত, প্রাতঃকাল, প্রত্যূষ।
ঋতু—মরসুম, মওসুম, আয়াম, পালা, কাল, সময়।
ঋণ— দেনা, ধার, কর্জ।
ঐক্য—একীভাব, একতা, অদ্বিতীয়ত্ব, অবিশেষ, অপার্থক্য, অভেদ, একত্ব, অভিন্নতা, সমতা, সামঞ্জস্য।
ওজর- অছিলা, অজুহাত, বাহানা, বায়নাক্বা, দোহাই-  ছল, ছুতো, ছলছুতো, ছুতোনাতা, ভাণ, ভণিতা।
ওষুধ—ঔষধ, দাওয়াই, দাওয়া, ব্যাধিনাশক, ভেষজ, ভৈষজ, ড্রাগ, প্রতিষেধক, নিবারক।
কুঁড়ি—কলি, কলিকা, কোর, উত্কলিকা, মুকুল, বউল, বোল।
কন্যা— মেয়ে, তনয়া, পুত্রী, খুকী, আত্মজা, তনুজা, কুমারী, নন্দিনী, সুতা, দুহিতা।
কিরণ—আলোক, প্রভা, কর, দীপ্তি, রশ্মি, জ্যোতি।
গন্ধ—ঘ্রাণ, বাস, বাসনা, সুবাস।
গ্রন্থাগার —লাইব্রেরি, গ্রন্থালয়, পুস্তকাগার, পাঠগৃহ, পুস্তকালয়, পাঠাগার, গ্রন্থগৃহ।
ঘোড়া—অশ্ব, বাজি, ঘোটক।
চন্দ্র—চাঁদ, শশধর, সুধাংশু, শশী, তারাপতি, মৃগাঙ্ক, চন্দ্রিমা, বিধু, ইন্দ্র।
চক্ষু—আঁঁখি, চোখ, নয়ন, লোচন, নেত্র, অক্ষি।
চিকিত্সালয়—হাসপাতাল, চিকিত্সাগার, আরোগ্য নিকেতন, আরোগ্যশালা, বৈদ্যশালা, স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিক।
চুড়া—উপর, ঊর্ধ্ব, শৃঙ্গ, শিখর, শীর্ষ, শির।
চরিত্র—স্বভাব, প্রকৃতি, ধর্ম, গুণ, স্বরূপ, স্বধর্ম, স্বভাবধর্ম, স্বরূপতা।
চোখ— চক্ষু, নয়ন, নেত্র, লোচন, অক্ষি, আঁঁখি।
ছাত্র—শিক্ষার্থী, বিদ্যার্থী, অধীয়ান, অধ্যয়নকারী, অধ্যেতা, পাঠার্থী, পড়ুয়া, বিদ্যাভ্যাসী।
জ্ঞান—প্রজ্ঞা, বোধি, বোধ, অনুভাব, ব্যুত্পত্তি, প্রমা, পরিজ্ঞান।
জননী—মা, মাতা, আম্মা, প্রসূতি, গর্ভধারিনী।
ঝড়—ঝঞ্ঝা, ঝটিকা, বাত্যা, তুফান, ঝড়ি।
তালিকা—ফর্দ, লিস্ট, নির্ঘণ্ট, ফিরিস্তি, তফসিল।
তরঙ্গ—ঢেউ, ঊর্মি, কল্লোল, হিল্লোল,বীচি, উত্কলিকা।
তীর—বাণ, শর, ইষু, শায়ক।
দিন—দিবস, দিবা, দিনমান।
দৃঢ়—শক্ত, কঠিন, মজবুত।
দলপতি—সর্দার, প্রধান, দলের নেতা।
পাখি—পক্ষী, খেচর, বিহঙ্গ।
ধন—অর্থ, ঐশ্বর্য, নিধি, বিত্ত।
ধনুক—ধনু, কার্মুক, শরাসন, চাপ।
নদী—তটিনী, স্রোতস্বিনী, সরিত্, প্রবাহিনী, দরিয়া, নির্ঝরিণী, নদ।
নারী—রমণী, অবলা, ললনা, অঙ্গনা, কামিনী, ভামিনী।

Share this

Related Posts

Previous
Next Post »