Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More
Posts

দাখিল পরীক্ষার নতুন সময়সূচি: পরিবর্তন ও নির্দেশিকা

1 min read

এ বছর দাখিল পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে দাখিল পরীক্ষা। তবে, ১৩ এপ্রিলের আরবি প্রথমপত্র পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা আগের মতোই ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড আজ রবিবার এই সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। নতুন নির্দেশনাগুলিতে পরীক্ষার্থীদের বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময় অনুযায়ী প্রশ্নপত্র এবং পরীক্ষা নেওয়া হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

শিক্ষার্থীদের তাদের উত্তরপত্রের ওএমআর ফর্মে সঠিক তথ্য যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড লিখে বৃত্ত পূর্ণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করতে পারবেন না। সৃজনশীল এবং বহুনির্বাচনি অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রতিটি পরীক্ষার্থী শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

Labels :

Post a Comment