বনায়ন

জেএসসি পরীক্ষার পড়শোনা
কৃষিশিক্ষা

বনায়ন

১। চারা উৎপাদনের কেন্দ্রকে কী বলা হয়?

(ক) নার্সারি (খ) হ্যাচারি (গ) বাগান (ঘ) কৃষিভূমি

২। আমাদের বনজসম্পদ ধ্বংসের মুখোমুখি- কারণ কী?

(ক) অধিক বৈদেশিক মুদ্রা অর্জন (খ) শিল্প কারখানার বিস্তৃত (গ) অধিক জনসংখ্যার চাপ (ঘ) মানুষের অজ্ঞতা

৩। স্থায়িত্বের ওপর ভিত্তি করে নার্সারি কয় ধরনের?

(ক) পাঁচ (খ) চার (গ) তিন (ঘ) দুই

৪। বছরের পর বছর চারা উত্তোলন করা যায় যেখান থেকে সেটি কী ধরনের নার্সারি?

(ক) অস্থায়ী নার্সারি (খ) সাময়িক নার্সারি

(গ) স্থায়ী নার্সারি (গ) ব্যক্তিগত নার্সারি

৫। কিসের ওপর ভিত্তি করে নার্সারিকে দু’ভাগে বিভক্ত করা যায়?

(ক) আকৃতি (খ) মাধ্যম (গ) ধরন (ঘ) প্রজাতি

৬। নার্সারি তৈরি করতে হলে প্রথমেই কোনটির দরকার?

(ক) সুষ্ঠু পরিকল্পনা (খ) সজ্জাকরণ (গ) অফিস ব্যবস্থাপনা (ঘ) মালি

৭। নার্সারির মাটি কেমন হওয়া উচিত?

(ক) বেলে মাটি (খ) এঁটেল মাটি (গ) পলি মাটি (ঘ) দো-আঁশ মাটি

৮। নার্সারি তৈরির কৌশল কয়টি?

(ক) ৭টি (খ) ১০টি (গ) ১২টি (ঘ) ১৫টি

৯। এক বর্গমিটার শিট বেডে ১৫ সিমি. দ্ধ ১০ সেমি. সাইজের পলি ব্যাগে চারার সংখ্যা কয়টি?

(ক) ৭০টি (খ) ৬৫টি (গ) ৪৫টি (ঘ) ২৬টি

১০। পলি ব্যাগে চারা তৈরিতে ৪ ভাগের ৩ ভাগ মাটির সঙ্গে ১ ভাগ কী মেশাতে হয়?

(ক) সার (খ) রাসায়নিক পদার্থ (গ) বালি (ঘ) কম্পোস্ট সার

উত্তর : ১-ক ২-গ ৩-ঘ ৪-গ ৫-খ ৬-ক ৭-ঘ ৮-গ ৯-খ ১০-ঘ।

দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

Share this

Related Posts

Previous
Next Post »