Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

1 min read
নবম-দশম শ্রেনির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঃ
নৈব্যত্তিক প্রশ্নঃ
১। আমাদের দেশে দক্ষ শিক্ষকের অভাব কেন?

ক. রাজনৈতিক কারণে

খ. অর্থনৈতিক কারণে

গ. সামাজিক কারণ

ঘ. পারিবারিক কারণে

২। সুশাসনের পথে দেশকে এগিয়ে নিতে কিসের প্রয়োজন?

ক. ই লার্নিং                 খ. ই-গভর্ন্যান্স

গ. ই-সার্ভিস                ঘ. ই-কমার্স

৩। গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কি ব্যবস্থা দরকার।

i.স্বচ্ছতা     ii.অস্বচ্ছতা

iii.জবাবদিহিতামূলক

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii                     খ.i ও iii

গ. ii ও iii                   ঘ.i, ii ও iii

৪। ই-পুর্জি কী?

ক.ইক্ষু সরবরাহের অনুমতিপত্র

খ. মাছ সরবরাহের অনুমতিপত্র

গ.সূতা সরবরাহের অনুমতিপত্র

ঘ.কোনটাই নয়

৫। ই-সার্ভিস কি?

ক.ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা

খ.বাড়ি বাড়ি গিয়ে সেবা

গ.ব্যবসার মাধ্যমে সেবা

ঘ.ডিজিটাল পদ্ধতিতে সেবা

৬। ই- পুর্জি  এর পূর্ণরুপ কী?

ক. ইলেকট্রো  পুর্জি                        খ. ইলেকট্রনিক পুর্জি

গ.ইলেকট্রন পুর্জি                          ঘ. ইলেকট্রিক পুর্জি

নিচের উদ্দিপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও ।

রাত প্রায় দুইটা বাজে , রাফিতের মার হঠাত্ প্রচন্ড শ্বাসকষ্ট হতে লাগল। রাফিত বুজতে পারছে না কি করবে বাসায় সে আর মা ছাড়া কেউ নেই।

৭. এই অবস্থায় রাফিতের কি করা উচিত

ক. মাকে ফেলে রেখে চলে যাওয়া

খ. মাকে কিছু খেতে দেওয়া

গ. ডাক্তারকে ফোন করা

ঘ.মাকে হাসপাতালে নিয়ে যাওয়া

৮। ই-স্বাস্থ্যসেবার পূর্ণরুপ কী?

ক.ইলেকট্রনিক- স্বাস্থ্যসেবা

খ.ইলেকট্রন স্বাস্থ্যসেবা

 গ. ইলেকট্রিক-স্বাস্থ্যসেবা

ঘ. ইলেকট্রন স্বাস্থ্যসেবা

৯। cod এর পূর্ণরুপ কি?

ক. ক্রেডিট অন ডেবিট

খ.ক্যাশ অন ডেলিভারি

গ.ক্যাশ অন ডেলিভার

ঘ.ক্যাশ অন ডিক্রিমেন্ট

১০। বাংলাদেশে কত সাল থেকে ই-কমার্স প্রসারিত হচ্ছে?

ক. ২০১৩-১৪             খ.২০১১-১২

গ.২০১০-১১               ঘ.২০১৫-১৬

উত্তর:

১ খ   ২   খ৩ খ   ৪ ক   ৫   ক  ৬    খ  ৭ গ৮ ক ৯  খ ১০ খ
Labels : #SSC-ICT ,

Post a Comment