বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী,
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের
অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৫
৩০। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন? ক. ভিডিও খ. ইন্টারঅ্যাকটিভ গ. টেক্সট ঘ. গ্রাফিক্স
৩১। কোন সফটওয়্যার ব্যবহার করে চমত্কার কনটেন্টস তৈরি করা যায়?
ক. অথর খ. ডেটাবেইস গ. ফটোশপ বা প্রিমিয়ার ঘ. পাওয়ারপয়েন্ট
৩২। ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? ক. অথরিং খ. লেখালেখির গ. ডেটাবেইস ঘ. কথা বলার
৩৩। ফটোশপ কী ধরনের সফটওয়্যার? ক. গ্রাফিক্স খ. হিসাব-নিকাশের গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্কিং
৩৪। অথরিং সফটওয়্যার কী ধরনের হয়?
ক. শক্তিশালী খ. দুর্বল গ. জটিল ঘ. মুদ্রণ ও প্রকাশনা-সংশ্লিষ্ট
৩৫। মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কী বলা যাবে?
ক. ইফেক্ট খ. মুদ্রণ গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্কিং
৩৬। ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে গ. মেন্যুবারে ঘ. স্ক্রলবারে
৩৭। মায়া কী ধরনের সফটওয়্যার?
ক. গ্রাফিক্স ডিজাইন খ. ডেটাবেইস
গ. সফটওয়্যার তৈরির প্রোগ্রাম ঘ. ইন্টারনেট
৩৮। তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহূত সফটওয়্যার হলো—
ক. এক্সেল খ. এক্সেস গ. পাওয়ারপয়েন্ট ঘ. ফটোশপ
৩৯। পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অন্য নাম কী?
ক. আউটলুক সফটওয়্যার খ. প্রেজেন্টেশন সফটওয়্যার
গ. প্রিমিয়ার সফটওয়্যার ঘ. ইনডিজাইন
৪০। পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য—
i. Start বোতামে যেতে হবে
ii. New বোতাম চাপতে হবে
iii. মাইক্রোসফট অফিস মেন্যুতে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. তথ্য পাঠানো খ. তথ্য সংরক্ষণ করা
গ. লেখালেখি করা
ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা
৪২। পাওয়ারপয়েন্ট ব্যবহার করে—
i. তথ্য সাজানো যায় ii. ডিজাইন করা যায়
iii. তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩। সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
ক. পাওয়ারপয়েন্ট খ. হ্যান্ডআউট
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. স্কাইপে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. খ ৪০. খ ৪১. ঘ ৪২. খ ৪৩. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক,
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী,
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের
অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৫
৩০। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন? ক. ভিডিও খ. ইন্টারঅ্যাকটিভ গ. টেক্সট ঘ. গ্রাফিক্স
৩১। কোন সফটওয়্যার ব্যবহার করে চমত্কার কনটেন্টস তৈরি করা যায়?
ক. অথর খ. ডেটাবেইস গ. ফটোশপ বা প্রিমিয়ার ঘ. পাওয়ারপয়েন্ট
৩২। ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার? ক. অথরিং খ. লেখালেখির গ. ডেটাবেইস ঘ. কথা বলার
৩৩। ফটোশপ কী ধরনের সফটওয়্যার? ক. গ্রাফিক্স খ. হিসাব-নিকাশের গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্কিং
৩৪। অথরিং সফটওয়্যার কী ধরনের হয়?
ক. শক্তিশালী খ. দুর্বল গ. জটিল ঘ. মুদ্রণ ও প্রকাশনা-সংশ্লিষ্ট
৩৫। মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কী বলা যাবে?
ক. ইফেক্ট খ. মুদ্রণ গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্কিং
৩৬। ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে গ. মেন্যুবারে ঘ. স্ক্রলবারে
৩৭। মায়া কী ধরনের সফটওয়্যার?
ক. গ্রাফিক্স ডিজাইন খ. ডেটাবেইস
গ. সফটওয়্যার তৈরির প্রোগ্রাম ঘ. ইন্টারনেট
৩৮। তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহূত সফটওয়্যার হলো—
ক. এক্সেল খ. এক্সেস গ. পাওয়ারপয়েন্ট ঘ. ফটোশপ
৩৯। পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অন্য নাম কী?
ক. আউটলুক সফটওয়্যার খ. প্রেজেন্টেশন সফটওয়্যার
গ. প্রিমিয়ার সফটওয়্যার ঘ. ইনডিজাইন
৪০। পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য—
i. Start বোতামে যেতে হবে
ii. New বোতাম চাপতে হবে
iii. মাইক্রোসফট অফিস মেন্যুতে যেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. তথ্য পাঠানো খ. তথ্য সংরক্ষণ করা
গ. লেখালেখি করা
ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা
৪২। পাওয়ারপয়েন্ট ব্যবহার করে—
i. তথ্য সাজানো যায় ii. ডিজাইন করা যায়
iii. তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩। সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
ক. পাওয়ারপয়েন্ট খ. হ্যান্ডআউট
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. স্কাইপে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. খ ৪০. খ ৪১. ঘ ৪২. খ ৪৩. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক,
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
EmoticonEmoticon