নৈব্যত্তিক প্রশ্নঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১. একুশ শতকের সম্পদ হচ্ছে-
- জ্ঞান।
২. এখন পৃথিবীর সম্পদ হলো-
- সাধারণ মানুষ।
৩. Globalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি?
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৪. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গন্ডি ছাড়িয়ে সরা পৃথিবেিত ছড়িয়ে পড়েছে? - বিশ্বায়ন।
৫. পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কোনটির উপর নির্ভর করতে হতো?
- প্রকৃতির অনুকম্পার উপর।
৬. মানুষ কখন প্রকৃতির নির্ভরশীলতা কমিয়ে এনেছে?
- যন্ত্র আবিস্কার করে।
৭. শিল্প বিপ্লব সংঘটিত হয় কখন?
- অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে।
৮. আধুনিক কম্পিউটারের বিকাশ হয় কার হাত ধরে?
- চার্লস ব্যাবেজের (charles Babbage )
৯. চার্লস ব্যাবেজ জন্ম গ্রহণ করেন-
- ১৮৯১ সালে।
১০. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
- প্রকৌশলী ও গনিতবিদ।
১১. চার্লস ব্যাবেজ মৃত্যুবরন করেন কত সালে? -১৮৭১ সালে।
১২. অনেকে চার্লস ব্যাবেজকে বলে থাকেন-
- আধুনিক কম্পিউটারের জনক।
১৩. চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে ইন্ডিন তৈরি করা হয় কোথায়?
- লন্ডনের বিজ্ঞান যাদুঘরে।
১৪. কতসালে লন্ডনের বিজ্ঞান যাদুঘরে ব্যাবেজের বর্ণনা অনুসারে ইন্ডিজ তৈরি করা হয়? - ১৯৯১ সালে।
১৫. চার্লস ব্যাবেজের যন্ত্রটির কার্যকারিতা বাড়াতে সাহায্য করেন-
- অ্যাডা লাভলেস (Ada lovelace)
১৬. অ্যাডা লাভলেসের পিতা কে ছিলেন? - কবি লর্ড বায়রন।
১৭. চার্লস ব্যাবেজের সাথে অ্যাডার পরিচয় হয় কত সালে? - ১৮৩৩।
১৮. ব্যাবেজের এনালিটিক্যার ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং এর ধারণাকে সামনে নিয়ে আসেন কে?
- অ্যাডা লাভলেস।
১৯. ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার ইজিনসম্পর্কে বক্তব্য দেন?
- তুরন বিশ্ববিদ্যালয়।
২০. ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন?
- ১৮৪২ সালে।
২১. অ্যাডার মৃত্যুর কত বছর পর তার নোট প্রকাশের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন তিনি প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিলেন - ১০০ বছর।
২২. তড়িৎ ও চৌম্বক বলকে একত্র করে তড়িৎ চৌম্বুকীয় বলের ধারণা প্রকাশ করেন কে?
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
২৩. বিজ্ঞানী আইনস্টাইন জন্মগ্রহণ করেন কত সারে? - ১৮৭৯ সালে।
২৪. বিনা তারে এক স্থান থেকে অন্যস্থানে বার্তা প্রেরণে প্রথম সলল বাঙালী বিজ্ঞানী কে?
- জগদীশ চন্দ্র বসু।
২৫. কত সালে জাগদীশ চন্দ্র অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল হন?
- ১৮৯৫ সালে।
২৬. বেতার যন্ত্রের আবিস্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কাকে?
- গুগলিয়েলমো মার্কনি।
২৭. মেইল ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি?
- আইবিএম।
২৮. মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় কত সালে? - ১৯৭১ সালে।
২৯. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন২ - ১৯৩৭ সালে।
৩০. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের অধিবাসী ছিলেন?
- ইতালির।
৩১. কোনটি আবিস্কারের পর সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়।
- মাইক্রোপ্রসেসর।
৩২. আরপানেটের জন্ম হয় কখন?
- বিশ শতকের ষাট-সত্তর দশকে।
১. একুশ শতকের সম্পদ হচ্ছে-
EmoticonEmoticon