৯ম ও ১০ম শ্রেণির পড়াপড়া
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১০৪। আইসিটির ব্যবহার কীরূপ?
ক. একমুখী খ. দ্বিমুখী গ. ত্রিমুখী ঘ. সর্বমুখী
১০৫। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?
ক. ইন্টারনেট খ. ফ্রিল্যান্সিং গ. মোবাইল ঘ কম্পিউটার
১০৬। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?
ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার
১০৭। ফ্রিল্যান্সিং কোনটি নির্ভর?
ক. ব্যক্তি খ. অনলাইন গ. পেশা ঘ. বায়ার
১০৮। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?
ক. ফ্রিল্যান্সিং খ. কল সেন্টারের চাকরি
গ. শিক্ষা প্রদান ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
১০৯। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়?
ক. অর্থের খ. ধৈর্যের গ. শিক্ষাগত যোগ্যতা ঘ. বয়স
১১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কত গুণ হবে বলে মনে করা হচ্ছে?
ক. দ্বিগুণ খ. তিনগুণ গ. পাঁচগুণ ঘ. দশগুণ
১১১। ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো—
i. একে শ্রেণীকরণ করা যায়
ii. একে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা যায়
iii. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১২। ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের অন্তর্ভুক্ত—
i. ভিডিও স্ট্রিমিং ii. অ্যানিমেটেড ছবি iii. ইউটিউব ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৩। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ—
i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা
iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৪। শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যেভাবে ভূমিকা রাখতে পারে—
i. বিনা মূল্যে শিক্ষার্থীদের বই সরবরাহ করে
ii. সাহিত্যের ক্লাব খোলার মাধ্যমে iii. ই-লার্নিং ব্যবস্থার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে—
i. চাকরির ক্ষেত্র কমে যাচ্ছে
ii. কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগদান করা সম্ভব হচ্ছে
iii. নিজেই কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা সহজ হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৬। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা হলো—
i. ঘরে বসে কাজ করা যায় ii. দক্ষতার ভিত্তিতেই আয় বাড়ে
iii. মাধ্যমিক পাস করলেই কাজের আবেদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৩
১০৪. ঘ ১০৫. খ ১০৬. ঘ ১০৭. খ ১০৮. ক ১০৯. খ ১১০. ক ১১১. ক ১১২. খ ১১৩. ক ১১৪. ঘ ১১৫. গ ১১৬. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ক. একমুখী খ. দ্বিমুখী গ. ত্রিমুখী ঘ. সর্বমুখী
১০৫। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?
ক. ইন্টারনেট খ. ফ্রিল্যান্সিং গ. মোবাইল ঘ কম্পিউটার
১০৬। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?
ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার
১০৭। ফ্রিল্যান্সিং কোনটি নির্ভর?
ক. ব্যক্তি খ. অনলাইন গ. পেশা ঘ. বায়ার
১০৮। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?
ক. ফ্রিল্যান্সিং খ. কল সেন্টারের চাকরি
গ. শিক্ষা প্রদান ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
১০৯। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়?
ক. অর্থের খ. ধৈর্যের গ. শিক্ষাগত যোগ্যতা ঘ. বয়স
১১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কত গুণ হবে বলে মনে করা হচ্ছে?
ক. দ্বিগুণ খ. তিনগুণ গ. পাঁচগুণ ঘ. দশগুণ
১১১। ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো—
i. একে শ্রেণীকরণ করা যায়
ii. একে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা যায়
iii. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১২। ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের অন্তর্ভুক্ত—
i. ভিডিও স্ট্রিমিং ii. অ্যানিমেটেড ছবি iii. ইউটিউব ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৩। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ—
i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা
iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৪। শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যেভাবে ভূমিকা রাখতে পারে—
i. বিনা মূল্যে শিক্ষার্থীদের বই সরবরাহ করে
ii. সাহিত্যের ক্লাব খোলার মাধ্যমে iii. ই-লার্নিং ব্যবস্থার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে—
i. চাকরির ক্ষেত্র কমে যাচ্ছে
ii. কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগদান করা সম্ভব হচ্ছে
iii. নিজেই কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা সহজ হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৬। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা হলো—
i. ঘরে বসে কাজ করা যায় ii. দক্ষতার ভিত্তিতেই আয় বাড়ে
iii. মাধ্যমিক পাস করলেই কাজের আবেদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৩
১০৪. ঘ ১০৫. খ ১০৬. ঘ ১০৭. খ ১০৮. ক ১০৯. খ ১১০. ক ১১১. ক ১১২. খ ১১৩. ক ১১৪. ঘ ১১৫. গ ১১৬. ক
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
EmoticonEmoticon