বাংলা দ্বিতীয় পত্র - ধ্বনিতত্ত্ব

মোঃ সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা ঢাকা।
ধ্বনিতত্ত্ব
১।    অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্যবর্ণ কোনটি?
     ক. খ       খ. ঝ
গ. ছ       ঘ. ফ
২।    অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্যবর্ণ কোনটি?
     ক. ট       খ. ব
গ. ফ      ঘ. ধ
৩। নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
     ক. ক, ঙ    খ. ক, খ   
     গ. চ, জ    ঘ. খ, ঝ
৪।    যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?
     ক. ঘোষধ্বনি 
খ. অঘোষ ধ্বনি
     গ. অল্পপ্রাণ ধ্বনি    
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৫। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
     ক. ক, চ    খ. খ, ছ   
     গ. গ, জ   ঘ. ঘ, ঝ   
৬।    কোন দুটি নাসিক্য বর্ণ?
     ক. ক, খ   খ. ত, থ
     গ. ন, ম    ঘ. দ, ধ
৭।    য, র, ল, ব—এই চারটি বর্ণকে বলে—
     ক. স্পর্শ বর্ণ   খ. উষ্ম বর্ণ
     গ. অন্তঃস্থ বর্ণ  ঘ. তালব্য বর্ণ
৮।    কোনটি কম্পনজাত ধ্বনি?
     ক. র       খ. ড়
     গ. গ ঘ. ণ
৯।    কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল?
     ক. ন, ল, স খ. শ, ষ, ঝ
     গ. য, র, ঢ় ঘ. ম, ব, প
১০।   বাংলা বর্ণমালায় বর্গীয় ‘ব’ এবং অন্তঃস্থ ‘ব’-এর কিসে কোনো পার্থক্য নেই?
     ক. বিন্যাসে   খ. আকৃতিতে
     গ. অবস্থানে   ঘ. শব্দ ব্যবহারে
১১।   কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
     ক. ষ এবং স 
খ. শ এবং হ 
     গ. ন এবং ম 
ঘ. য্ এবং ব্
১২।   কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলে?
     ক. য এবং স  খ. য এবং প
     গ. য এবং ম  ঘ. য এবং র
১৩।   শ, ষ, স, হ—এই চারটি বর্ণের নাম কী?
     ক. উষ্মবর্ণ   
খ. বর্গীয় বর্ণ
     গ. কণ্ঠ্যবর্ণ  
ঘ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
১৪।   সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল?
     ক. শ, ষ, স খ. র, ড়, ঢ়
     গ. ন, ণ ল  ঘ. স, ষ, হ
১৫।   কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
     ক. ক, চ, ট, ত  
খ. খ, ছ, ঠ, থ
     গ. শ, ষ, স, হ  
ঘ. গ ঘ, ঙ, চ
১৬।   উষ্মবর্ণ কোনটি?
     ক. জ      খ. শ
গ. ঞ ঘ. চ
১৭।   উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ স্থান কোথায়?
     ক. ওষ্ঠে     খ. জিহ্বায়
     গ. দন্তমূলে   ঘ. পশ্চাৎ দন্তমূলে
১৮।   ঢ, ড়, ঢ়—এই তিনটির উচ্চারণ স্থান কোনটি?
     ক. ওষ্ঠ     খ. পশ্চাৎ দন্তমূল
     গ. অগ্রতালু   ঘ. অগ্র দন্তমূল
১৯।   কোন দুটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্তবর্ণ হিসেবে উচ্চারিত হলে দন্ত ‘স’ মূর্ধন্য ‘ষ’-তে পরিবর্তিত হয়?
     ক. ট, ঠ    খ. ঝ, র   
গ. য, ব    ঘ. ক, প
২০।   ‘হ’ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালিতে উত্পন্ন হয় বলেই মূলত একে—
     ক. শিশধ্বনি বলে    
খ. অঘোষ ধ্বনি বলে
     গ. উষ্ম ঘোষধ্বনি বলে 
ঘ. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি বলে
২১।   ‘আহ্বান’—এর প্রকৃত উচ্চারণ কোনটি?
     ক. আহবান   খ. আহ্বান   
     গ. আওভান   ঘ. আবহান
২২।   কোনটি অঘোষ ‘হ’ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
     ক. ক্ষ      খ. ঃ
গ. ং       ঘ. ঁ
২৩।   ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
     ক. ঘোষধ্বনি 
খ. শিশধ্বনি
     গ. কল্পনাজাত ধ্বনি  
ঘ. তাড়নজাত ধ্বনি
২৪।   তাড়নজাত ধ্বনি কোনটি?
     ক. ব, ল    খ. র, ভ   
     গ. ত, খ    ঘ. ড়, ঢ়
২৫।   পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জনের উচ্চারণ কেমন হয়?
     ক. সংবৃত    খ. বিবৃত
     গ. দ্বিত্ব     ঘ. দ্রুত

উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. খ
১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. ঘ
২৪. ঘ ২৫. গ

Share this

Related Posts

Previous
Next Post »