এসএসসি পরীক্ষার প্রস্তুতি - বিজ্ঞান

সিনিয়র শিক্ষক, 
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বহুনির্বাচনী

১০ম অধ্যায়

১. গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল- এটি কোন বলের উদাহরণ?

√ক. মহাকর্ষ বল খ. চৌম্বক বল

গ. তড়িৎ চৌম্বক বল ঘ. দুর্বল নিউক্লিয় বল

২. গতিবিষয়ক সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?

ক. ডাল্টন √খ. নিউটন গ. আর্কিমিডিস ঘ. আইনস্টাইন

৩. কোন বস্তুর ওপর অন্য বস্তুর থাকা বা টানকে কী বলে?

ক. ভারবেগ খ. ভর গ. চাপ √ঘ. বল

৪. জড়তা কত প্রকার?

√ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৫. চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন- এর কারণ কোনটি?

ক. স্থিতিজড়তা √খ. গতিজড়তা

গ. প্রতিক্রিয়া বল ঘ. যাত্রীর ভারসাম্যহীনতা

৬. স্থিতিশীল বস্তুর স্থির থাকার প্রবণতাকে কী বলে?

ক. গতিজড়তা খ. ভর √গ. স্থিতিজড়তা ঘ. ভরবেগ

৭. আমরা হোঁচট খেয়ে পড়ে যাই কেন?

ক. বলের খ. শক্তির গ. কাজের √ঘ. জড়তার

৮. ভর কোনটির পরিমাপ?

ক. আপেক্ষিকতা খ. বল √গ. জড়তা ঘ. কাজ

৯. বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?

√ক. ১ম সূত্র খ. ২য় সূত্র গ. ৩য় সূত্র ঘ. মহাকর্ষ সূত্র

১০. বলের একক কী?

ক. জুল খ. ওয়াট √গ. নিউটন ঘ. কেজি

১১. নির্দিষ্ট বলের প্রভাবে কোনটি ঘটে?

ক. ভরের পরিবর্তন √খ. গতির পরিবর্তন

গ. উপাদানের পরিবর্তন ঘ. ত্বরণের পরিবর্তন

১২. জড়তা-

i. বস্তুর প্রাকৃতিক ধর্ম ii. বস্তুর ভর হচ্ছে এর পরিমাণ iii. এর পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii √ঘ. i, ii ও iii

১৩. কাঠের পেরেক বা স্ক্রু আটকানো সম্ভব কেন?

ক. পেশিজ বলের জন্য √খ. ঘর্ষণ বলের জন্য

গ. ঘাত বলের জন্য ঘ. প্লবতার জন্য

১৪. মাধ্যাকর্ষণ বল সৃষ্টির মূল কারণ কোনটি?

ক. বস্তুর আয়তন খ. বস্তুর আপেক্ষিক গুরুত্ব

√গ. বস্তুর ভর ঘ. বস্তুর তাপ পরিবাহকত্ব

১৫. আমাদের হাঁটার জন্য অত্যন্ত প্রয়োজন কোনটি?

ক. পেশিজ বল √খ. ঘর্ষণ বল

গ. ঘাত বল ঘ. প্লাবতা

Share this

Related Posts

Previous
Next Post »