জেএসসি পরীক্ষা ২০১৬ বাংলা দ্বিতীয় পত্র

মডেল টেস্ট
বহুনির্বাচনী অংশ

মান-২০

[দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণটিতে টিক চিহ্ন দাও।]

১। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক) ৭টি খ) ৯টি গ) ১০টি ঘ) ১১টি

২। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

ক) পদ বিন্যাস সুনির্দিষ্ট খ) গুরু গম্ভীর

গ) পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত ঘ) তদ্ভব শব্দ বহুল।

৩। শশাঙ্কের সমার্থক শব্দ কোনটি?

ক) সূর্য খ) চাঁদ গ) পৃথিবী ঘ) সমুদ্র।

৪। গোয়ালা কোন প্রত্যয়যোগে স্ত্রী লিঙ্গ হয়েছে?

ক) আনী খ) নী গ) ইনী ঘ) ই

৫। নত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক) শব্দ তত্ত্ব খ) বাক্য তত্ত্ব

গ) রূপতত্ত্ব ঘ) ধ্বনিতত্ত্ব

৬। উৎকর্ষের বিপরীত শব্দ কোনটি?

ক) অপকর্ষ খ) অপকৃষ্ট গ) উৎকৃষ্ট ঘ) নিকৃষ্ট

৭। অ+আ=আ এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?

ক) জলাশয় খ) নবান্ন গ) মহাশয় ঘ) বিদ্যালয়

৮। বাক্যের ব্যবহৃত প্রতিটি শব্দকে কী বলে?

ক) বিভক্তি খ) ধাতু গ) পদ ঘ) প্রত্যয়

৯। নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ কোনটি?

ক) বাবা বাজারে গিয়েছেন খ) আমি রাজশাহী গিয়েছিলাম গ) বাবা আজ আসবেন ঘ) বাবা প্রতিদিন বাজার করতেন।

১০। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি?

ক) ২টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি।

১১। মুখে মধু অন্তরে বিষ- বাক্যে মুখ শব্দটি কী অর্থে ব্যবহৃ হয়েছে?

ক) কথা খ) সাহস গ) সংযত ঘ) ক্ষমতা।

১২। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৩। আমার জ্বর জ্বর বোধ হচ্ছে- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বুঝানো হচ্ছে।

ক) আধিক্য খ) সামান্য গ) অতিশয্যা ঘ) ধারাবাহিকতা

১৪। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- এখানে দুধে ভাতে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) গভীর মমত্ববোধ খ) একমাত্র সন্তান গ) সুখে থাকা ঘ) দলভুক্ত

১৫। বাক্যে অল্প বিরতি বোঝাতে কোন চিহ্ন বসে?

ক) প্রশ্নবোধক খ) দাঁড়ি গ) বিস্ময়কর চিহ্ন ঘ) কমা।

১৬। প্রযোজক ক্রিয়ার উদাহরণ আছে নিচের কোন বাক্যে?

ক) সে পাস করে গেল খ) স্বপন চিঠি লিখছে গ) সাপুড়ে সাপ খেলায় ঘ) আমি বাড়ি গিয়ে খাব

১৭। নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

ক) দিগন্ত খ) রাজর্ষি গ) মহীন্দ্র ঘ) পরমাণু

১৮। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি?

ক) বর্গ খ) নিকর গ) গণ ঘ) মণ্ডলী

১৯। বাংলা ভাষায় মৌলিক ধাতু কয় প্রকার?

ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই

২০। পৃথিবীতে কী পরিমাণ লোক বাংলা ভাষায় কথা বলে?

ক) প্রায় পনের কোটি খ) প্রায় বিশ কোটি গ) প্রায় পঁচিশ কোটি ঘ) প্রায় ত্রিশ কোটি

উত্তরমালা : ১। ক ২। ঘ ৩। খ ৪। গ ৫। ঘ ৬। ক ৭। ক ৮। গ ৯। ঘ ১০। গ ১১। ক ১২। ক ১৩। খ ১৪। গ ১৫। ঘ ১৬। গ ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। ঘ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

Share this

Related Posts

Previous
Next Post »