জেএসসি বিজ্ঞান নৈব্যতিক প্রশ্নোত্তর

২২৪। চন্দ্রমল্লিকা-

i) বড় দিনের উদ্ভিদ

ii) ছোট দিনের উদ্ভিদ

iii) পাতা আলোক লিমিট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২৫। ক্রোধ, নিদ্রা, চলন, তাপ সংরক্ষণ কার কাজ?

i) থ্যালামাস ii) হাইপোথ্যালামাস

iii) সেরিবেলাম

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২৬। কার্বন ডাই-অক্সাইড-

i) অল্প পরিমাণও দেহের জন্য ক্ষতিকর

ii) শ্বসনের সময় বর্জ্য হিসেবে তৈরি হয়

iii) রক্তের মাধ্যমে এটি কোষ থেকে ফুসফুসে চলে আসে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২৭। মেডুলার কাজ-

i) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ

ii) তাপ সংরক্ষণ

iii) আজ্ঞাবাহী স্নায়ু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৮ ও ২২৯ নং প্রশ্নের উত্তর দাও।

ফয়েজের হাতে একটি মশা কামড় দিল। ফয়েজ সেদিকে লক্ষ্য না করেই অন্য হাত দিয়ে মশাটিকে মেরে ফেলল।

২২৮। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির জন্য নিচের কোনটি দায়ী?

ক) অনুভূতি চক্র √খ) প্রতিবর্ত চক্র

গ) আজ্ঞাবাহী চক্র ঘ) কেন্দ্রীয় স্নায়ু চক্র

২২৯। ফয়েজের কাজটি করতে যা যা প্রয়োজন হয়েছে-

i) গ্রাহক অঙ্গ ii) প্রেরক অঙ্গ

iii) আজ্ঞাবাহী স্নায়ু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৩০। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

√ক) মস্তিষ্ক খ) নিউরন গ) সুষুষ্মা কাণ্ড ঘ) অ্যাক্সন

২৩১। প্রতিটি প্রতিবর্ত চক্রে কয়টি অংশ থাকে?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি √ঘ) ৫টি

২৩২। কোনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে?

ক) নিউরন খ) গুরুমস্তিষ্ক

√গ) মেরুরজ্জু ঘ) মেডুলা

২৩৩। অন্যান্য কোষের মতো স্নায়ুকোষ বিভাজিত হয় না, কারণ এতে-

ক) মাইট্রোকন্ড্রিয়া থাকে না √খ) সেন্ট্রিওল থাকে না

গ) এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না

ঘ) নিউক্লিয়াস থাকে না

২৩৪। দেহের ভারসাম্য রক্ষা করায় মস্তিষ্কের কোন অংশ ভূমিকা রাখে?

√ক) লঘু মস্তিষ্ক খ) গুরুমস্কিষ্ক

গ) মধ্যমস্তিষ্ক ঘ) মেডুলা

২৩৫। শাখা কলমে মূল গজানোর জন্য নিচের কোন হরমোন ভূমিকা রাখে?

ক) সাইটোকাইনিন খ) ইথিলিন √গ) অক্সিন ঘ) ফ্লোরিজেন

২৩৬। বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি?

ক) অ্যাবাসাইসিক এসিড খ) ইথিলিন

√গ) সাইটোকাইনিন ঘ) পেপসিন

২৩৭। উদ্ভিদের মূলের বৃদ্ধি আলোর বিপরীতে ঘটে, এটি কোন ঘটনা?

ক) দিকমুখিতা খ) ফটোপিরিওডিজম

গ) সুপ্তাবস্থা ঘ) ভার্নালাইজেশন

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরণ মাঝি

শিক্ষক, হাইমচর মহাবিদ্যালয়, চাঁদপুর

দ্বিতীয় অধ্যায়

১। ব্যান্ডেজ হল-

(i) মাল্টিটেইল (ii) ) ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ (iii) রোলার ব্যান্ডেজ।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২। হাইকিং এ ট্রেনিং সিডিউল তৈরি করা কার কাজ?

(ক) ইউনিট লিডার (খ) উপদল নেতা

(গ) থানা স্কাউট (ঘ) গাইড কমিশনার

৩। স্কাউট ও গার্ল গাইডদের জন্য মানচিত্রের কোন পদ্ধতিটি সুবিধাজনক?

(ক) চেইন মেথড (খ) ট্রেডার্স মেথড (গ) ট্রায়াঙ্গুলার মেথড (ঘ) জেনারেল মেথড

৪। কলার অ্যান্ড কাপ স্লিং ব্যবহার করা হয়-

(ক) হাতের কব্জি ঝুলিয়ে রাখতে

(খ) মাথার ব্যান্ডেজ করতে

(গ) চোয়াল ব্যান্ডেজ করতে

(ঘ) হাত ব্যান্ডেজ করতে

৫। মেয়েদেরকে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা কার প্রধান উদ্দেশ্য?

(ক) পেট্রোল সিস্টেম (খ) ইউনিট লিডার (গ) গাইড কমিশনার (ঘ) রেডক্রস

৬। প্রাথমিক চিকিৎসকের কাজ হল-

(i) রোগ নির্ণয় করা (ii) চিকিৎসা

(iii) দ্রুত ডাক্তারের নিকট প্রেরণ।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৭। হাইকিং হল একটি-

(i) বিনোদনমূলক (ii) শিক্ষামূলক

(iii) পর্যবেক্ষণমূলক কর্মসূচি।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৮। প্রাথমিক চিকিৎসার জনক বলা হয় কাকে? (ক) ডা. বি প্রসাদ (খ) ডা. জন পল

(গ) ডা. ফ্রেডরিক এজমার্ক (ঘ) ডা. প্রাণ গোপাল

কনিষ্ক টেবিল থেকে পড়ে গিয়ে কপাল ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পল্লী চিকিৎসক বিজয় দ্রুত তার কপালের ক্ষতস্থান ঢেকে রাখার জন্য একটি বিশেষ কাপড়ে ভালোভাবে বেঁধে তাকে হাসপাতালে পাঠায়।

উদ্দীপকের আলোকে ৯-১১ নং প্রশ্নের উত্তর দাও:

৯। কোনটি প্রাথমিক চিকিৎসকের ব্যাগে রাখা উচিত?

(ক) টিংচার আয়োডিন (খ) পটাশ

(গ) কাঁচি (ঘ) অপারেশনের যন্ত্রপাতি

১০। কপালে ব্যবহৃত বিশেষ কাপড়টির নাম কী?

(ক) ব্যান্ডেজ (খ) ড্রেসিং

(গ) হোয়াইট ক্লথ (ঘ) জীবাণুনাশক ব্যান্ডেজ

১১। বিজয় প্রাথমিক অবস্থায় ক্ষতস্থানটি কী দিয়ে পরিষ্কার করেন?

(ক) তুলা (খ) গজ (গ) পানি (ঘ) সাদা কাপড়

১২। স্কাউট ও গার্ল গাইডের মাধ্যমে অর্জিত হয়-

(ক) যোগাযোগ ব্যবস্থা (খ) বই পড় কর্মসূচি

(গ) নেতৃত্বের গুণাবলী (ঘ) দক্ষতা

১৩। আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সেবা দেয়া হয় তাকে বলে-

(ক) প্রাথমিক চিকিৎসা (খ) ডাক্তারি চিকিৎসা (গ) তাৎক্ষণিক চিকিৎসা (ঘ) হোমিও চিকিৎসা

১৪। বাংলাদেশে কখন রেডক্রস সোসাইটি গঠিত হয়?

(ক) ১৯৭০ সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৩ সালে

১৫। বাংলাদেশে কখন স্কাউট ও গার্ল গাইড কর্মসূচি শুরু হয়?

(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে

১৬। বিশেষ করে চোয়ালে কোন ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়?

(ক) মাল্টি টেইল (খ) রোলার (গ) ইলাস্টিক (ঘ) সাধারণ ব্যান্ডেজ

১৭। ১৯৬৫ সালে ভিয়েনায় রেডক্রস ও রেডক্রিসেন্টের কত তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?

(ক) ১৯তম (খ) ২০তম

(গ) ২১তম (ঘ) ২২তম

১৮। রেডক্রসের বিভিন্ন উদ্দেশ্য হল-

( i) ব্লাড ব্যাংকের রক্ষণাবেক্ষণ (ii) পানির বিশুদ্ধতা রক্ষা (iii) লাইভ সেভিং প্রশিক্ষণ।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৯। Be prepared অর্থ হল-

(i) যে কোন উদ্দেশ্যে (ii) অসিম সাহসিকতা নিয়ে

(iii) দৃঢ় প্রতিজ্ঞ হয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২০। হাইকিংয়ের পূর্বেই নির্ধারণ করতে হয়-

(i) শুরুর দিন (ii) ফিল্ড তৈরি (iii) কখন শেষ হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তর : ১ (ঘ) ২ (ক) ৩ (খ) ৪ (ঘ) ৫ (ক) ৬ (ঘ) ৭ (ঘ) ৮ (গ) ৯ (গ) ১০ (ক) ১১ (ক) ১২ (গ) ১৩ (ক) ১৪ (খ) ১৫ (খ) ১৬ (ক) ১৭ (খ) ১৮ (ঘ) ১৯ (ঘ) ২০ (খ)

Share this

Related Posts

Previous
Next Post »