বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর। প্রশ্নগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
অধ্যায়-৪
১। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি করা যায়?
ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. স্প্রেডশিট সফটওয়্যার
২। ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়?
ক. নির্বাচিত অংশ মুছে ফেলতে
খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে
গ. কার্সরের বাঁ দিকের লেখা মুছতে
ঘ. কার্সরের ডান দিকের লেখা মুছতে
৩। মেনুবার কী?
ক. ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা
খ. চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা
গ. কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা
ঘ. চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা
৪। মেনুবার ব্যবহার করে নতুন ফাইল খুলতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়?
ক. Save খ. File গ. New ঘ. Text
৫। মেনুবার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. Save খ. File গ. New ঘ. Text
৬। মেনুবার ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. Close খ. File গ. New ঘ. Text
৭। কোন সফটওয়্যার ব্যবহার করে চিঠিপত্র লেখা যায়?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. স্প্রেডশিট সফটওয়্যার
৮। মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করা যেতে পারে?
ক. মোবাইল ফোন খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. ফ্যাক্স
৯। কোনটি অপারেটিং সফটওয়্যার?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. উইন্ডোজ
১০। ওয়ার্ড প্রসেসিংয়ের সফটওয়্যার কোন ধরনের সফটওয়্যার?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. সিস্টেম সফটওয়্যার
১১। মুদ্রণ জগতে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজ খ. প্রসেসিং
গ. লেডিং ঘ. প্রিন্টিং
১২। ওয়ার্ড প্রসেসর কী?
ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার
গ. ফার্মওয়্যার ঘ. ওএস
১৩। কোন সফটওয়্যারের সাহায্যে বিনা মূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করা হয়?
ক. ওপেন অফিস রাইটার
খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. কাস্টমাইজ সফটওয়্যার
ঘ. অফিস সফটওয়্যার
১৪। মুদ্রণশিল্পের বৈপ্লবিক পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. টাইপ রাইটার ঘ. কম্পোজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৪
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর। প্রশ্নগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
১। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি করা যায়?
ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. স্প্রেডশিট সফটওয়্যার
২। ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়?
ক. নির্বাচিত অংশ মুছে ফেলতে
খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে
গ. কার্সরের বাঁ দিকের লেখা মুছতে
ঘ. কার্সরের ডান দিকের লেখা মুছতে
৩। মেনুবার কী?
ক. ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা
খ. চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা
গ. কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা
ঘ. চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা
৪। মেনুবার ব্যবহার করে নতুন ফাইল খুলতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়?
ক. Save খ. File গ. New ঘ. Text
৫। মেনুবার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. Save খ. File গ. New ঘ. Text
৬। মেনুবার ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. Close খ. File গ. New ঘ. Text
৭। কোন সফটওয়্যার ব্যবহার করে চিঠিপত্র লেখা যায়?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. স্প্রেডশিট সফটওয়্যার
৮। মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করা যেতে পারে?
ক. মোবাইল ফোন খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. ফ্যাক্স
৯। কোনটি অপারেটিং সফটওয়্যার?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. উইন্ডোজ
১০। ওয়ার্ড প্রসেসিংয়ের সফটওয়্যার কোন ধরনের সফটওয়্যার?
ক. গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. সিস্টেম সফটওয়্যার
১১। মুদ্রণ জগতে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজ খ. প্রসেসিং
গ. লেডিং ঘ. প্রিন্টিং
১২। ওয়ার্ড প্রসেসর কী?
ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার
গ. ফার্মওয়্যার ঘ. ওএস
১৩। কোন সফটওয়্যারের সাহায্যে বিনা মূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করা হয়?
ক. ওপেন অফিস রাইটার
খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. কাস্টমাইজ সফটওয়্যার
ঘ. অফিস সফটওয়্যার
১৪। মুদ্রণশিল্পের বৈপ্লবিক পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. টাইপ রাইটার ঘ. কম্পোজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৪
১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
EmoticonEmoticon