প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব নবম-দশম শ্রেনীর বিজ্ঞান নিয়ে

বিজ্ঞান 
মো. আমিনুল ইসলাম
 সিনিয়র শিক্ষক, 
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, 

ঢাকা জীবনের জন্য পানি 
১. পৃথিবীতে যত প্রকার তরল পদার্থ আছে, তার মধ্যে সহজলভ্য কোনটি? 
ক. পারদ খ. অক্সিজেন √গ. পানি ঘ. নাইট্রোজেন
 ২. মাছ, মাংস, শাক-সবজি প্রভৃতিতে শতকরা পানির পরিমাণ কত? 
ক. ৫০-৬০ ভাগ খ. ৬০-৭০ ভাগ গ. ৫০-৭০ ভাগ √ঘ. ৬০-৯০ ভাগ 
৩. পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত? 
√ক. ৭৫ ভাগ খ. ৭০ ভাগ গ. ৬৫ ভাগ ঘ. ৬০ ভাগ
 ৪. পানি একটি- √ক. উভধর্মী পদার্থ খ. নিরপেক্ষ গ. অম্লধর্মী ঘ. ক্ষারধর্মী পদার্থ 
৫. পৃথিবীর সহজলভ্য পদার্থ হল- 
ক. জ্বালানি খ. তেল √গ. পানি ঘ. গ্যাস
 ৬. বিশুদ্ধ পানির চঐ এর মান কত?
 ক. ৮ খ. ৬ √গ. ৭ ঘ. ৬.৫
 ৭. বিশুদ্ধ পানি- i. তড়িৎ পরিবহন করে না ii. তড়িৎ পরিবহন করে iii. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকলে তড়িৎ পরিবহন করে। নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii খ. ii ও iii √গ. i ও iii ঘ. i, ii ও iii 
৮. পানির ধর্ম হল- i. জৈব যৌগকে দ্রবীভূত করে ii. অজৈব যৌগকে দ্রবীভূত করে iii. সকল পদার্থকে দ্রবীভূত করে। নিচের কোনটি সঠিক? 
√ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
 ৯. কোনটি সার্বজনীন দ্রাবক? 
ক. তেল খ.L. NaoH গ. HCl √ঘ. H2O 
১০. ১ কিউবিক মিটার পানির ভর কত? 
√ক. ১০০০ কেজি খ. ১০০ কেজি গ. ১০ কেজি ঘ. ১১ কেজি ১১. পানির সবচেয়ে বড় উৎস নিচের কোনটি? ক. নদী √খ. সমুদ্র গ. মাটি ঘ. বরফ 
১২. পানির অণুতে মোট কতটি অক্সিজেন পরমাণু আছে? ক. ৫টি খ. ২টি গ. ৩টি √ঘ. ১টি
 ১৩. পৃথিবীতে যত পানি আছে তার শতকরা কত ভাগের উৎস সমুদ্র? ক. ৬০ ভাগ খ. ৫০ ভাগ গ. ৭০ ভাগ √ঘ. ৯০ ভাগ 
১৪. লোনা পানির ইংরেজি প্রতিশব্দ হল- ক. Marine Water √খ. Saline water গ. Minine water ঘ. Salt water 
১৫. পানির গঠন নিম্নের কোনটি? ক. O-H-H খ. O H O গ. O √ঘ. O H O H H 
১৬. জলজ উদ্ভিদ কিসের সাহায্যে অক্সিজেন তৈরি করে? √ক. সালোক সংশ্লেষণ খ. আলোক সংশ্লেষণ গ. প্রভাষক ঘ. তাপ ১৭. জলজ উদ্ভিদ কোন অঙ্গ দিয়ে পুষ্টি উপাদান গ্রহণ করে? √ক. অঙ্গজ খ. প্রজনন গ. কৃত্রিম ঘ. প্রস্বেদন
 ১৮. আমাদের বেড়ে ওঠার জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? ক. শর্করা খ. আমিষ √গ. প্রোটিন ঘ. লবণ 
১৯. ‘কলমি’ কোথায় জন্মে? i. জলে ii. মাটিতে iii. বায়ুতে নিচের কোনটি সঠিক? √ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii 
২০. জলজ উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে? ক. শক্ত √খ. নরম গ. সিক্ত ঘ. মোটা 
২১. নিচের কোনটি জলজ উদ্ভিদ? ক. হরীতকী খ. পাতা গ. কাকটাস √ঘ. শেওলা
 ২২. কোনটি আমাদের জীবন ধারণের জন্য জরুরি? √ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. ক্লোরিন ঘ. হাইড্রোক্লোরিন 
২৩. ইলিশ মাছ ডিম পাড়ে সাধারণত কোন পানিতে? ক. লবণাক্ত পানিতে √খ. মিঠা পানিতে গ. ক্ষারকীয় পানিতে ঘ. এসিডিক পানিতে - S

Share this

Related Posts

Previous
Next Post »