জে এস সি পরীক্ষার প্রস্তুতি- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়?
ক) লেখালেখি করা খ) গান ও খবর শোনা
গ) ছবি দেখা ঘ) কথা বলা
২. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
ক) কম্পিউটার নেটওয়ার্ক খ) নেটওয়ার্ক টপোলজিগ) ইন্টারনেট ঘ) ই-মেইল
৩. এক্সেলে প্রতিটি মেনুর অধীনে কি থাকে?
ক) কমান্ডঅপশন খ) ফাইল
গ) ওয়ার্কশিট ঘ) শিরোনাম
৪. গবেষণার কাজ করতে মূলত কীসের প্রয়োজন হয়?
ক) তথ্যের খ) কথার গ) শব্দের ঘ) সূত্রের
৫. বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে-
ক) ওয়েবসাইটে খ) খবরের কাগজে
গ) ইন্টারনেটে ঘ) ম্যাগাজিনে
৬. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
ক) মেশ খ) রিং গ) স্টার ঘ) বাস
৭. ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রয়োজন-
র. মোবাইল রর. ই-মেইল ররর. পাসওয়ার্ড
নিচের কোনটি সঠ্কি?
ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর
৮. বর্তমানে যে মাধ্যম ব্যবহার করে জনগণের মতামত নেওয়া হয় তা হলো-
র. ফ্যাক্স রর. ইন্টারনেট ররর. কলসেন্টার
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর
৯. তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোনটি এখন তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে?
ক) রেডিও খ) টেলিভিশন
গ) স্মার্টফোন ঘ) ভিডিও প্রযুক্তি
১০. কী আবিষ্কারের ফলে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে?
ক) রোগ প্রতিরোধ টিকা খ) জিনোম রহস্যভেদে
গ) টেলি-মেডিসিন ঘ) ই-মেডিসিন
১১. ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বার প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
ক) + খ) = গ) * ঘ) -
১২. কন্ট্রোল বক্সকোথায় থাকে?
ক) টাইটেলবারে খ) টুলবারে
গ) অফিস বাটনে ঘ) ফর্মেটিং টুলবারে
১৩. সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
ক) রেডিও খ) ইন্টারনেট
গ) কম্পিউটার নেটওয়ার্ক ঘ) অনলাইন
১৪. ই-মেইলের মাধ্যমে-
ক) গান শোনা যায় খ) খেলা যায়
গ) ঘুরে বেড়ানো যায়
ঘ) একে অন্যের সাথে যোগাযোগ করা যায়
১৫. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
ক) বাস খ) স্টার গ) ট্রি ঘ) রিং
১৬. নিচের কোনটিকে ম্যালওয়্যার বলা হয়?
ক) এডওয়্যার খ) মরিসওয়ার্ম
গ) স্পাইওয়্যার ঘ) সবগুলো
১৭. কীসের মাধ্যমে যেকোনো স্থান থেকে মৌখিক যোগাযোগ করা সম্ভব?
ক) টেলিভিশন খ) মোবাইল
গ) ফ্যাক্স ঘ) ওয়েবসাইট
১৮. ই-মেইলের মাধ্যমে একটি চিঠি একই সাথে কয়জনকে পাঠানো যায়?
ক) একজনকে খ) দুইজনকে
গ) তিনজনকে ঘ) অনেককে
১৯. শিট ট্যাবের বাম দিকে অ্যারো বাটনগুলোকে কী বলা হয়?
ক) অফিস বাটন খ) ট্যাব স্ক্রুলিং বাটন
গ) শিট ট্যাব ঘ) স্ক্রুলবার
২০. ইন্টারনেটে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ক) ঈধঢ়ঃরপ খ) ঈধঢ়ৎরপব
গ) ঈধঢ়ঃপযধ ঘ) ঈধঢ়ঃরাব
২১. ম্যালওয়্যার কী?
ক) ভালো সফটওয়্যার খ) হার্ডওয়্যার
গ) ভাইরাস ঘ) ক্ষতিকর সফটওয়্যার
২২. কোন প্রযুক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) রেডিও প্রযুক্তি খ) মোবাইল প্রযুক্তি
গ) কোয়ান্টাম প্রযুক্তি ঘ) তথ্য প্রযুক্তি
২৩. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
ক) ড্রপবক্স খ) কম্পিউটার
গ) টপোলজি ঘ) প্রটোকল
২৪. বিভিন্ন দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের জন্য কী প্রয়োজন?
ক) মোবাইল খ) রোবট গ) ফ্যাক্স ঘ) মেমোরি কার্ড
২৫. ই-বুক কিসের অবদান?
ক) ইলেকট্রনিক্স খ) ইন্টারনেট
গ) ওয়াইম্যাক্স ঘ) ই-মেইল
২৬. কোনটি আবিষ্কারের ফলে পথঘাট চিনতে সুবিধা হয়?
ক) কম্পিউটার খ) ইন্টারনেট
গ) মোবাইল ফোন ঘ) জিপিএস
২৭. বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার হলো-
র. খধংঃঢ়ধংং রর. খধংঃরপ ররর. কববঢ়ধংং
নিচের কোনটি সঠ্কি?
ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর
২৮. ঊ-গধরষ -এর পূর্ণরূপ কী?
ক) ঊষবপঃৎড়হ গধরষ খ) ঊষবপঃৎড়হরপ গবংংধমব গ) ঊষবপঃৎড়হরপ গধরষ ঘ) ঊষবপঃৎড়হ গবংংধমব
২৯. রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান?
ক) টাইটেল বার খ) ফরমুলা বার
গ) শিট ট্যাব ঘ) অফিস বাটন
৩০. কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
ক) স্টার খ) বাস গ) ট্রি ঘ) মেশ
৩১. মোবাইল ফোনের ক্ষুদে বার্তাকে কী বলা হয়?
ক) গগঝ খ) গকঝ গ) ঝগঝ ঘ) ঝগঊ
৩২. এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির কারণে?
ক) ইন্টারনেট খ) জিপিএস গ) ল্যাপটপ ঘ) নোটবুক
৩৩. তোমাকে ই-মেইল ঠিকানা খুলতে ভাষাটি ব্যবহৃত করতে হবে?
ক) বাংলা খ) ইংরেজি গ) জার্মান ঘ) উর্দু
৩৪. তোমার পরীক্ষার ফলাফল সরাসরি কোথা থেকে পাওয়া যায়?
ক) কম্পিউটার খ) টেলিফোন গ) ইন্টারনেট ঘ) নেটওয়ার্ক
৩৫. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট কোনটি?
ক) মাই সার্চ খ) গুগল গ) টর্চ ঘ) মজিলা ফায়ারফক্স
৩৬. একটি ই-মেইল একাউন্টে কয়টি মেইল বক্স থাকে?
ক) পাঁচটি খ) একটি গ) দুইটি ঘ) দশটি
৩৭. কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়?
ক) ডাটাবেজ খ) স্প্রেডশিট গ) ওয়ার্ড প্রসেসিং ঘ) অ্যানিমেশন প্রোগ্রাম
৩৮. নিচের কোনটি এন্টি ভাইরাস নয়?
ক) নরটন খ) পান্ডা গ) অঠএ ঘ) পিংপং
৩৯. ব্যবসায়ীরা ব্যবসার হিসাব সংরক্ষণ করার জন্য ব্যবহার করেন-
র. মোবাইল
রর. স্প্রেডশিট প্রোগ্রাম
ররর. ডাটাবেজ সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর
৪০. যারা হ্যাকিং-এর সাথে জড়িত তাদের কী বলে?
ক) হকার খ) হ্যাকার গ) রাউটার ঘ) ফিল্টার
৪১. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
ক) সার্ভার খ) ক্লায়েন্ট গ) প্রোটোকল ঘ) টার্মিনাল
৪২. বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর?
ক) কাগজ খ) হার্ডওয়্যার গ) মোবাইল ঘ) সফটওয়্যার
৪৩. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে ব্যবহার করা হয়-
র. রোবট
রর. মোবাইল ফোন
ররর. স্বয়ংক্রিয় যন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর
৪৪. নিচের কোনটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস?
ক) ই-মেইল খ) ওয়াইফাই গ) অপটিক্যাল ফাইবার ঘ) কো-এক্সিয়াল
৪৫. জুম করার স্ক্রোল কোথায় থাকে?
ক) স্ট্যাটাস বারের ডান দিকে খ) স্ট্যাটাস বারের বাম দিকে গ) এ্যাড্রেস বারের ডান দিকে ঘ) এ্যাড্রেস বারের বাম দিকে
৪৬. স্প্রেডশিটে ফর্মুলা হলো-
র. =অও - ইও
রর. ঝঁন
ররর. =অও + ইও
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর
৪৭. তথ্য প্রকাশে সহায়তা করে কোন মাধ্যমটি?
ক) ইন্টারনেট খ) ঝগঝ গ) মোবাইল ঘ) কম্পিউটার
৪৮. ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়-
র. বই
রর. গান
ররর. চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
কবির তার দাদার বাড়িতে বসে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে চাকরির দরখাস্ত করলেন এবং শহরে যাওয়ার জন্য ট্রেনের টিকেটও কাটলেন।
৪৯. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়?
ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর
৫০. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
ক) লোকাল টক খ) ইন্ট্রানেট গ) ইন্টারনেট ঘ) অমনিনেট
সঠিক উত্তর:
১. (খ) ২. (ক) ৩. (ক) ৪. (ক) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (গ) ৯. (গ) ১০. (খ) ১১. (খ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ)
২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (ক)

Share this

Related Posts

Previous
Next Post »