Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

2 min read

বহু নির্বাচনী প্রশ্ন

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা 
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

১।   একটি মহাকাশযান এক কেজি ভরের কোনো বস্তু চাঁদে রেখে এলো। চাঁদে বস্তুটির ওজন কত?
     ক. ১ নিউটন 
     খ. ২ নিউটন
     গ. ১.৬ নিউটন
     ঘ. ৫ নিউটন
২।   কোনো তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর ২০ ভোল্ট এবং রোধ ৪ ওহম হলে এর মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?
     ক. 4 A     খ. 6 A
     গ. 5 A     ঘ. 7 A
৩।   অ্যামিটারের সাহায্যে পরিমাপ করে—
     ক. তড়িৎ প্রবাহ     খ. রোধ
     গ. বিভব পার্থক্য     ঘ. ভর
৪।   বৈদ্যুতিক পাখার জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হয়?
     ক. ৫ খ. ১৫
     গ. ৩০ ঘ. ৬০
৫।   পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
     ক. ১টি খ. ২টি
     গ. ৩টি ঘ. ৪টি
৬।   অপটিক্যাল ফাইবারে কোনটি ঘটে?
     ক. আলোর প্রতিফলন
     খ. আলোর প্রতিসরণ
     গ. আলোর বিচ্ছুরণ
     ঘ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৭।   অভিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান—
     ক. ০      খ. ৩০ 
     গ. ৬০     ঘ. ৯০ 
৮।   পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মহাকাশের শুরু?
     ক. ১০০ কিলোমিটার
     খ. ২১০ কিলোমিটার
     গ. ১৬০ কিলোমিটার
     ঘ. ১৮০ কিলোমিটার
৯।   সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা—
     ক. ১২০টি   
     খ. ১৩০টি
     গ. ১৬০টি   
     ঘ. ১৪০টি
১০।  সবুজ গ্রহ বলা হয় কাকে?
     ক. নেপচুন  
     খ. বুধ
     গ. বৃহস্পতি  
     ঘ. ইউরেনাস
১১।  ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে—
     i. ক্যাটায়নে পরিণত হয়
     ii. অ্যানায়নে পরিণত হয়
     iii. স্থিতিশীলতা অর্জন করে
     নিচের কোনটি সঠিক?
     ক. i ও ii    খ. i ও iii
     গ. ii ও iii  ঘ. i, ii ও iii
১২।  সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
     ক. ৬ খ. ১০
     গ. ১৪ ঘ. ১৬
১৩।  কোনটির স্থিতিশীলতা সর্বাধিক?
     ক. Na খ. Mg
     গ. Cl ঘ. Ar
১৪।  পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
     ক. ৮ খ. ১০
     গ. ১৬      ঘ. ১৮
১৫।  কোনটির গন্ধ ঝাঁঝালো?
     ক. CO2     খ. SO2
     গ. NO2     ঘ. CaO
১৬।  খাবার সোডার সংকেত—
     ক. Na2CO3  খ. NaOH
     গ. NaHCO3  ঘ. NaCl
১৭।  ভিনেগারে চুন যোগ করলে কোনটি উত্পন্ন হয়?
     ক. Ca(OH)3 
     খ. CaCO3
     গ. Ca(HCO3)3
     ঘ.Ca(CH3COO)3
১৮।  কোনটি শুষ্ক কোষে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়?
     ক. Cu      খ. Zn
     গ. C ঘ. NH4Cl
       নিচের তথ্য থেকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর
     দাও :
      ‘X এসিড ও Y একটি ক্ষার’
১৯।  X-এর জলীয় দ্রবণে Zn ধাতু যোগ করলে কোন গ্যাস উত্পন্ন হবে?
     ক. H2 খ. Cl2
     গ. CO2     ঘ. NO2
২০।  X ও Y এর মধ্যে বিক্রিয়ার ফলে উত্পন্ন যৌগের প্রকৃতি কিরূপ?
     ক. অম্লীয়          খ. নিরপেক্ষ
     গ. ক্ষারীয়         ঘ. কোনোটিই নয়
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ
৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ
১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ
Labels : #JSC-General-Science ,

Post a Comment