বিজ্ঞান
দিলশাদ আরজু
প্রভাষক
ভিকারুননিসা নূন " এন্ড কলেজ, ঢাকা
১। শ্রেণিবিন্যাস বিদ্যার জনক কে?
ক) ক্যারোলাস লিনিয়াস খ) এরিস্টটল
গ) বেনথাম হুকার ঘ) জনরে
২। রেচন অঙ্গ শিখা কোষ কোন প্রানীর বৈশিষ্ট্য?
ক) যকৃত কৃমি খ) তারামাছ
গ) ওবেলিয়া ঘ) জেলিফিস
৩। বংশগতি ধারা সম্পর্কে প্রথম সঠিক ধারণা দেন কে?
ক) মেন্ডেল খ) লিনিয়াস
গ) নিউটন ঘ) টেলোফেজ
৪। কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
ক) এগারিকাস খ) ফার্ণ
গ) মিউকর ঘ) ইস্ট
৫। কোনটি যৌগিক ফল?
ক) আনারস খ) আতা
গ) আঙ্গুর ঘ) আম
৬। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক) নিউরণ খ) যকৃত
গ) হূিপন্ড ঘ) চুল
৭। Atomos শব্দের অর্থ কী?
ক) স্থিতিশীল খ) নিষ্ক্রিয়
গ) বিভাজ্য ঘ) অবিভাজ্য
৮।
চিত্রটি কোন মৌল নির্দেশ করে?
ক) Na খ) Ar গ) H ঘ) Si
৯। পৃথিবী পৃষ্ঠে ১০০ কেজি ভরের বস্তুর ওজন কত?
ক) ৯৮ নিউটন খ) ৯৮০ পাউন্ড
গ) ৯৮০ নিউটন ঘ) ৯.৮ নিউটন
১০। লিফট যখন সমবেগে উপরের দিকে উঠে, তখন লিফটের আরোহীর ওজন কী হয়?
ক) বৃদ্ধি পায় খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে ঘ) শূন্য হয়
১১। খাবার সোডার সংকেত কী?
ক) NaHCO3 খ) Na2CO3
গ) Na2O ঘ) NaOH
১২। ৫০ ওহমের রোধের পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুত্ প্রবাহ কত হলে বিভব পার্থক্য ১০০ ভোল্ট হয় ?
ক) ০.৫ অ্যাপিয়ার খ) ৫০ অ্যাপিয়ার
গ) ২ কুলম্ব ঘ) ২ অ্যাপিয়ার
১৩। ফিউজ তার কীসের সংকর?
ক) টিন ও সীসা খ) টিন ও লোহা
গ) সোনা ও রুপা ঘ) সীসা ও ব্রোঞ্জ
১৪। নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লালবর্ণে পরিণিত হয়?
ক) NH3 খ) K2CO3
গ) Na2Co3 ঘ) H2SO4
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
সিডরের ফলে সুন্দরবনে হরিণের সংখ্যা উলেস্নখযোগ্য হারে কমে গেল।
১৫। কমে যাওয়া প্রাণীটি খাদ্যশৃঙ্খলের কোন সত্মরে অন্তর্ভূক্ত?
ক) উত্পাদক খ)১ম স্তরের খাদক
গ) ২য় সত্মরের খাদক ঘ) ৩য় স্তরের খাদক
১৬। উক্ত ঘটনার ফলে-
i.বাঘের খাদ্যভাব দেখা দিব
ii. বাঘের সংখ্যা কমে যাবে
iii.বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii,iii
১৭। স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত হয়?
i.ফ্যাটি এসিডে
ii. গ্লিসারলে
iii. প্লাইকোজেনে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii,iii
উত্তর:
১. ক২.ক৩.ক৪.গ৫.ক৬.ক৭.ঘ৮. খ৯.গ১০.গ
১১.ক১২.ঘ১৩.ক১৪.ঘ১৫.খ১৬.ক১৭.ক
দিলশাদ আরজু
প্রভাষক
ভিকারুননিসা নূন " এন্ড কলেজ, ঢাকা
১। শ্রেণিবিন্যাস বিদ্যার জনক কে?
ক) ক্যারোলাস লিনিয়াস খ) এরিস্টটল
গ) বেনথাম হুকার ঘ) জনরে
২। রেচন অঙ্গ শিখা কোষ কোন প্রানীর বৈশিষ্ট্য?
ক) যকৃত কৃমি খ) তারামাছ
গ) ওবেলিয়া ঘ) জেলিফিস
৩। বংশগতি ধারা সম্পর্কে প্রথম সঠিক ধারণা দেন কে?
ক) মেন্ডেল খ) লিনিয়াস
গ) নিউটন ঘ) টেলোফেজ
৪। কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
ক) এগারিকাস খ) ফার্ণ
গ) মিউকর ঘ) ইস্ট
৫। কোনটি যৌগিক ফল?
ক) আনারস খ) আতা
গ) আঙ্গুর ঘ) আম
৬। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক) নিউরণ খ) যকৃত
গ) হূিপন্ড ঘ) চুল
৭। Atomos শব্দের অর্থ কী?
ক) স্থিতিশীল খ) নিষ্ক্রিয়
গ) বিভাজ্য ঘ) অবিভাজ্য
৮।
চিত্রটি কোন মৌল নির্দেশ করে?
ক) Na খ) Ar গ) H ঘ) Si
৯। পৃথিবী পৃষ্ঠে ১০০ কেজি ভরের বস্তুর ওজন কত?
ক) ৯৮ নিউটন খ) ৯৮০ পাউন্ড
গ) ৯৮০ নিউটন ঘ) ৯.৮ নিউটন
১০। লিফট যখন সমবেগে উপরের দিকে উঠে, তখন লিফটের আরোহীর ওজন কী হয়?
ক) বৃদ্ধি পায় খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে ঘ) শূন্য হয়
১১। খাবার সোডার সংকেত কী?
ক) NaHCO3 খ) Na2CO3
গ) Na2O ঘ) NaOH
১২। ৫০ ওহমের রোধের পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুত্ প্রবাহ কত হলে বিভব পার্থক্য ১০০ ভোল্ট হয় ?
ক) ০.৫ অ্যাপিয়ার খ) ৫০ অ্যাপিয়ার
গ) ২ কুলম্ব ঘ) ২ অ্যাপিয়ার
১৩। ফিউজ তার কীসের সংকর?
ক) টিন ও সীসা খ) টিন ও লোহা
গ) সোনা ও রুপা ঘ) সীসা ও ব্রোঞ্জ
১৪। নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লালবর্ণে পরিণিত হয়?
ক) NH3 খ) K2CO3
গ) Na2Co3 ঘ) H2SO4
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
সিডরের ফলে সুন্দরবনে হরিণের সংখ্যা উলেস্নখযোগ্য হারে কমে গেল।
১৫। কমে যাওয়া প্রাণীটি খাদ্যশৃঙ্খলের কোন সত্মরে অন্তর্ভূক্ত?
ক) উত্পাদক খ)১ম স্তরের খাদক
গ) ২য় সত্মরের খাদক ঘ) ৩য় স্তরের খাদক
১৬। উক্ত ঘটনার ফলে-
i.বাঘের খাদ্যভাব দেখা দিব
ii. বাঘের সংখ্যা কমে যাবে
iii.বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii,iii
১৭। স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত হয়?
i.ফ্যাটি এসিডে
ii. গ্লিসারলে
iii. প্লাইকোজেনে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii,iii
উত্তর:
১. ক২.ক৩.ক৪.গ৫.ক৬.ক৭.ঘ৮. খ৯.গ১০.গ
১১.ক১২.ঘ১৩.ক১৪.ঘ১৫.খ১৬.ক১৭.ক
EmoticonEmoticon