বিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের জন্য ১০ম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। উদ্দীপকটি বুঝে উত্তর দাও ও নমুনা উত্তরের সাথে মিলিয়ে নাও।
২।নিচের সমীকরণটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
E + H2SO4 ® K2SO4 + H2O
ক.অক্সালিক এসিডের সংকেত লিখ। ১
খ.নির্দেশক বলতে কী বুঝায়? ২
গ.সমীকরণে E যৌগটি একটি ক্ষারক — প্রমাণ কর। ৩
ঘ.E এর স্থলে ZnCO3 লবণ বিক্রিয়া করলে বিক্রিয়া সংঘটিত হবে কি না? যুক্তি দাও। ৪
উত্তর : ক) অক্সালিক এসিডের সংকেত
খ) যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু এসিড, ক্ষারক না নিরপেক্ষতা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে।
নির্দেশক ব্যবহার করে খুব সহজেই এসিড ও ক্ষারক সনাক্ত করা যায়। নির্দেশক একটি রাসায়নিক পদার্থ যা এসিড ও ক্ষারকের সংস্পর্শে এসে রং বদলায়। এ রং বদলানো থেকে আমরা বলতে পারি কোনটি এসিড, কোনটি ক্ষারক আর কোনগুলো দুটোর কোনটিই নয়। সাধারণত বিজ্ঞানাগারে এসিড ও ক্ষারক সনাক্তকরণের জন্য লিটমাস দ্রবণ বা লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন এ তিন রকম নির্দেশক ব্যবহার করা হয়।
গ)E + H2SO4 ® K2SO4 + H2O
যে সমস্ত যৌগ এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে তাদেরকে ক্ষারক বলে।
A — যৌগটি H2SO4 এর সাথে বিক্রিয়া করে K2SO4 লবণ ও H2O উত্পন্ন করেছে। সুতরাং A একটি ড়্গারক এবং এর সংকেত KOH বা K2O হতে পারে।
সমীকরণ দুটি নিম্নরূপ :
KOH + H2SO4 ® K2SO4 + H2O
K2O + H2SO4 ® K2SO4 + H2O
সুতরাং A একটি ক্ষারক এবং ইহার সংকেত K2O অথবা KOH
ঘ)E + H2SO4 ® K2SO4 + H2O
এসিডের ধর্ম হল এসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। সুতরাং E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া হবে।
প্রদত্ত সমীকরণটিতে একটি বিক্রিয়ক H2SO4 হল একটি এসিড এবং ZnCO3 একটি কার্বনেট লবণ। কাজেই সমীকরণে A এর পরিবর্তে ZnCO3 লবণ ব্যবহার করলে নিম্নোক্ত বিক্রিয়া ঘটবে —
ZnCO3 + H2SO4 ® ZnSO4 + CO2 + H2O
সুতরাং এসিডের ধর্মমতে E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের জন্য ৮ম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। উদ্দীপকটি বুঝে উত্তর দাও ও নমুনা উত্তরের সাথে মিলিয়ে নাও।
৩। আরিফ ও আরমান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাল। বিক্রিয়াগুলো নিম্নরূপ :
i. C + O2 CO2
ii. CaCO3 ® CaO + CO2
iii. H2 + O2 ® H2O
ক.খাবার সোডার সংকেত কী? ১
খ.প্রশমন বিক্রিয়া বলতে কী বুঝ? ২
গ.(ii) নং বিক্রিয়াটি কী ধরনের ব্যাখ্যা কর। ৩
ঘ.(i) ও (iii) নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে — বিশ্লেষণ কর। ৪
উত্তর: ক) খাবার সোডার সংকেত NaHCO3।
খ)যে বিক্রিয়ায় এসিড ও ক্ষারক একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
HCl + NaOH ® NaCl + H2O
উপর্যুক্ত বিক্রিয়ায় HCl (এসিড) ও NaOH (ক্ষারক) একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ NaCl (লবণ) উত্পন্ন করে।
তাই এটি একটি প্রশমন বিক্রিয়া।
গ) (ii) নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া।
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে একাধিক মৌল বা যৌগ উত্পন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
(ii) নং বিক্রিয়াটি হলো : CaCO3 ® CaO + CO2
উপর্যুক্ত বিক্রিয়ায় CaCO3 (চুনাপাথর) ভেঙ্গে দুটি নতুন যৌগ CaO (ক্যালসিয়াম অক্সাইড) ও CO2 (কার্বন ডাইঅক্সাইড)
উত্পন্ন হয়েছে। সুতরাং (ii) নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া।
মো. মাসুদ খান, সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের জন্য ১০ম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। উদ্দীপকটি বুঝে উত্তর দাও ও নমুনা উত্তরের সাথে মিলিয়ে নাও।
২।নিচের সমীকরণটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
E + H2SO4 ® K2SO4 + H2O
ক.অক্সালিক এসিডের সংকেত লিখ। ১
খ.নির্দেশক বলতে কী বুঝায়? ২
গ.সমীকরণে E যৌগটি একটি ক্ষারক — প্রমাণ কর। ৩
ঘ.E এর স্থলে ZnCO3 লবণ বিক্রিয়া করলে বিক্রিয়া সংঘটিত হবে কি না? যুক্তি দাও। ৪
উত্তর : ক) অক্সালিক এসিডের সংকেত
খ) যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু এসিড, ক্ষারক না নিরপেক্ষতা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে।
নির্দেশক ব্যবহার করে খুব সহজেই এসিড ও ক্ষারক সনাক্ত করা যায়। নির্দেশক একটি রাসায়নিক পদার্থ যা এসিড ও ক্ষারকের সংস্পর্শে এসে রং বদলায়। এ রং বদলানো থেকে আমরা বলতে পারি কোনটি এসিড, কোনটি ক্ষারক আর কোনগুলো দুটোর কোনটিই নয়। সাধারণত বিজ্ঞানাগারে এসিড ও ক্ষারক সনাক্তকরণের জন্য লিটমাস দ্রবণ বা লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন এ তিন রকম নির্দেশক ব্যবহার করা হয়।
গ)E + H2SO4 ® K2SO4 + H2O
যে সমস্ত যৌগ এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে তাদেরকে ক্ষারক বলে।
A — যৌগটি H2SO4 এর সাথে বিক্রিয়া করে K2SO4 লবণ ও H2O উত্পন্ন করেছে। সুতরাং A একটি ড়্গারক এবং এর সংকেত KOH বা K2O হতে পারে।
সমীকরণ দুটি নিম্নরূপ :
KOH + H2SO4 ® K2SO4 + H2O
K2O + H2SO4 ® K2SO4 + H2O
সুতরাং A একটি ক্ষারক এবং ইহার সংকেত K2O অথবা KOH
ঘ)E + H2SO4 ® K2SO4 + H2O
এসিডের ধর্ম হল এসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। সুতরাং E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া হবে।
প্রদত্ত সমীকরণটিতে একটি বিক্রিয়ক H2SO4 হল একটি এসিড এবং ZnCO3 একটি কার্বনেট লবণ। কাজেই সমীকরণে A এর পরিবর্তে ZnCO3 লবণ ব্যবহার করলে নিম্নোক্ত বিক্রিয়া ঘটবে —
ZnCO3 + H2SO4 ® ZnSO4 + CO2 + H2O
সুতরাং এসিডের ধর্মমতে E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের জন্য ৮ম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। উদ্দীপকটি বুঝে উত্তর দাও ও নমুনা উত্তরের সাথে মিলিয়ে নাও।
৩। আরিফ ও আরমান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাল। বিক্রিয়াগুলো নিম্নরূপ :
i. C + O2 CO2
ii. CaCO3 ® CaO + CO2
iii. H2 + O2 ® H2O
ক.খাবার সোডার সংকেত কী? ১
খ.প্রশমন বিক্রিয়া বলতে কী বুঝ? ২
গ.(ii) নং বিক্রিয়াটি কী ধরনের ব্যাখ্যা কর। ৩
ঘ.(i) ও (iii) নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে — বিশ্লেষণ কর। ৪
উত্তর: ক) খাবার সোডার সংকেত NaHCO3।
খ)যে বিক্রিয়ায় এসিড ও ক্ষারক একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
HCl + NaOH ® NaCl + H2O
উপর্যুক্ত বিক্রিয়ায় HCl (এসিড) ও NaOH (ক্ষারক) একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ NaCl (লবণ) উত্পন্ন করে।
তাই এটি একটি প্রশমন বিক্রিয়া।
গ) (ii) নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া।
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙ্গে একাধিক মৌল বা যৌগ উত্পন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
(ii) নং বিক্রিয়াটি হলো : CaCO3 ® CaO + CO2
উপর্যুক্ত বিক্রিয়ায় CaCO3 (চুনাপাথর) ভেঙ্গে দুটি নতুন যৌগ CaO (ক্যালসিয়াম অক্সাইড) ও CO2 (কার্বন ডাইঅক্সাইড)
উত্পন্ন হয়েছে। সুতরাং (ii) নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া।
মো. মাসুদ খান, সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা।
EmoticonEmoticon