এসএসসি প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহু নির্বাচনী প্রশ্ন
সৈয়দ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
১। অসংখ্য মানুষ নিজ দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কী কারণে?
ক. উচ্চাকাঙ্ক্ষা খ. দারিদ্র্য
গ. দক্ষতার প্রয়োগ ঘ. বিশ্বায়ন
২। মিম পড়াশোনা শেষ করেছে। সে একুশ শতককে কিভাবে মোকাবিলা করবে?
ক. পুঁথিগতবিদ্যা কাজে লাগিয়ে
খ. বন্ধুদের সহযোগিতা নিয়ে
গ. সুনাগরিক হয়ে
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হয়ে
৩। বর্তমান সময়ের সম্পদ হচ্ছে—
i. জ্ঞান
ii. প্রাকৃতিক সম্পদ
iii. সাধারণ মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. বিল গেটস
গ. মার্কনি
ঘ. চার্লস ব্যাভেজ
৫। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বার্তা প্রেরণে কোনটি ব্যবহার করেন?
ক. বেতার তরঙ্গ
খ. ইলেকট্রিক্যাল তরঙ্গ
গ. অতিক্ষুদ্র তরঙ্গ
ঘ. শব্দ তরঙ্গ
৬। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক কে?
ক. বিল গেটস
খ. স্টিভ জবস
গ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
ঘ. স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি
অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ফুটবল খেলোয়াড় শামিম মাদকাসক্তির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড ভোগ করে দেশে ফিরেছে। দেশের কোনো বন্ধুবান্ধবের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ নেই।
৭। শামিম কিভাবে অল্প সময়ের মধ্যে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে?
ক. সবার ঠিকানা জোগাড় করে
খ. পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে
খ. মোবাইল ফোনের মাধ্যমে
ঘ. ফেসবুকের মাধ্যমে
৮। শামিম উক্ত যোগাযোগমাধ্যমের সাহায্যে করতে পারে—
i. অন্যের সামনে নিজেকে তুলে ধরা
ii. নিজের ভালোলাগা, মন্দ লাগার কথা বলা
iii. সামাজিক যোগাযোগ রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের শিক্ষক শফিক ক্লাসের পাঠদান পদ্ধতিটাকে আরো Interactive করতে চান। তিনি এ বিষয়ে তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষকের কাছে পরামর্শ চান।
৯। তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষক জীববিজ্ঞানের শিক্ষক শফিককে কোন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেবেন?
ক. শিক্ষার্থীদের পরীক্ষাগারে নিয়ে হাতে-কলমে শেখানো
খ. শিক্ষাসামগ্রী ক্লাসে নিয়ে এসে শেখানো
গ. জীববিজ্ঞানের জটিল উপকরণগুলো সংগ্রহ করে সনাতন পদ্ধতিতে পাঠদান
ঘ. ই-লার্নিং পদ্ধতি
১০। শফিক সাহেব ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করে কিভাবে উপকৃত হবেন?
ক. ক্লাস উপভোগ্য হয়
খ. পাঠদানে সময় কম লাগে
গ. ক্লাস বেশি Interactive হয়
ঘ. তাঁকে কম কথা বলতে হয়
১১। ই-লার্নিংয়ের জন্য প্রয়োজন—
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. প্রয়োজনীয় শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২। সরকারি কাজে নাগরিকদের হয়রানি বন্ধ করার উপায় কী?
ক. ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে
খ. অ্যানালগ পদ্ধতিতে
গ. ই-গভর্ন্যান্সের মাধ্যমে
ঘ. ই-লার্নিংয়ের মাধ্যমে
১৩। ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো—
i. নাগরিকের জীবনমান উন্নয়ন
ii. নাগরিককে হয়রানি মুক্ত রাখা
iii.বহির্বিশ্বে দেশের নাম উজ্জ্বল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪। ই-সার্ভিস বাস্তবায়ন সম্ভব হচ্ছে যার কল্যাণে—
ক. ই-লার্নিং
খ. ই-গভর্ন্যান্স
গ. ডিজিটাল প্রযুক্তি
ঘ. অ্যানালগ প্রযুক্তি
১৫। ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থায় ১ মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
ক. ৩০ হাজার
খ. ৪০ হাজার
গ. ৫০ হাজার
ঘ. ৬০ হাজার
উত্তর
১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ
বহু নির্বাচনী প্রশ্ন
সৈয়দ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
১। অসংখ্য মানুষ নিজ দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কী কারণে?
ক. উচ্চাকাঙ্ক্ষা খ. দারিদ্র্য
গ. দক্ষতার প্রয়োগ ঘ. বিশ্বায়ন
২। মিম পড়াশোনা শেষ করেছে। সে একুশ শতককে কিভাবে মোকাবিলা করবে?
ক. পুঁথিগতবিদ্যা কাজে লাগিয়ে
খ. বন্ধুদের সহযোগিতা নিয়ে
গ. সুনাগরিক হয়ে
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হয়ে
৩। বর্তমান সময়ের সম্পদ হচ্ছে—
i. জ্ঞান
ii. প্রাকৃতিক সম্পদ
iii. সাধারণ মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. বিল গেটস
গ. মার্কনি
ঘ. চার্লস ব্যাভেজ
৫। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বার্তা প্রেরণে কোনটি ব্যবহার করেন?
ক. বেতার তরঙ্গ
খ. ইলেকট্রিক্যাল তরঙ্গ
গ. অতিক্ষুদ্র তরঙ্গ
ঘ. শব্দ তরঙ্গ
৬। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক কে?
ক. বিল গেটস
খ. স্টিভ জবস
গ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
ঘ. স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি
অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ফুটবল খেলোয়াড় শামিম মাদকাসক্তির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড ভোগ করে দেশে ফিরেছে। দেশের কোনো বন্ধুবান্ধবের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ নেই।
৭। শামিম কিভাবে অল্প সময়ের মধ্যে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে?
ক. সবার ঠিকানা জোগাড় করে
খ. পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে
খ. মোবাইল ফোনের মাধ্যমে
ঘ. ফেসবুকের মাধ্যমে
৮। শামিম উক্ত যোগাযোগমাধ্যমের সাহায্যে করতে পারে—
i. অন্যের সামনে নিজেকে তুলে ধরা
ii. নিজের ভালোলাগা, মন্দ লাগার কথা বলা
iii. সামাজিক যোগাযোগ রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের শিক্ষক শফিক ক্লাসের পাঠদান পদ্ধতিটাকে আরো Interactive করতে চান। তিনি এ বিষয়ে তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষকের কাছে পরামর্শ চান।
৯। তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষক জীববিজ্ঞানের শিক্ষক শফিককে কোন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেবেন?
ক. শিক্ষার্থীদের পরীক্ষাগারে নিয়ে হাতে-কলমে শেখানো
খ. শিক্ষাসামগ্রী ক্লাসে নিয়ে এসে শেখানো
গ. জীববিজ্ঞানের জটিল উপকরণগুলো সংগ্রহ করে সনাতন পদ্ধতিতে পাঠদান
ঘ. ই-লার্নিং পদ্ধতি
১০। শফিক সাহেব ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করে কিভাবে উপকৃত হবেন?
ক. ক্লাস উপভোগ্য হয়
খ. পাঠদানে সময় কম লাগে
গ. ক্লাস বেশি Interactive হয়
ঘ. তাঁকে কম কথা বলতে হয়
১১। ই-লার্নিংয়ের জন্য প্রয়োজন—
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. প্রয়োজনীয় শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২। সরকারি কাজে নাগরিকদের হয়রানি বন্ধ করার উপায় কী?
ক. ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে
খ. অ্যানালগ পদ্ধতিতে
গ. ই-গভর্ন্যান্সের মাধ্যমে
ঘ. ই-লার্নিংয়ের মাধ্যমে
১৩। ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো—
i. নাগরিকের জীবনমান উন্নয়ন
ii. নাগরিককে হয়রানি মুক্ত রাখা
iii.বহির্বিশ্বে দেশের নাম উজ্জ্বল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪। ই-সার্ভিস বাস্তবায়ন সম্ভব হচ্ছে যার কল্যাণে—
ক. ই-লার্নিং
খ. ই-গভর্ন্যান্স
গ. ডিজিটাল প্রযুক্তি
ঘ. অ্যানালগ প্রযুক্তি
১৫। ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থায় ১ মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
ক. ৩০ হাজার
খ. ৪০ হাজার
গ. ৫০ হাজার
ঘ. ৬০ হাজার
উত্তর
১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ
EmoticonEmoticon