প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা বাংলা

বাংলা

সবুজ চৌধুরী

সহকারী শিক্ষক

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

বাছাইকৃত এক কথায় প্রকাশ কর

প্রাচীন কোনো বিষয় সম্বন্ধীয় - প্রত্নতাত্ত্বিক

প্রাচীন কোনো বস্তু - প্রত্নবস্তু

কোনো কিছুর চিহ্ন - নিদর্শন

মাটি নিয়ে যাঁরা গবেষণা করেন - মৃত্তিকাবিজ্ঞানী

যিশুখ্রিস্টের জন্মের পূর্বে - খ্রিস্টপূর্ব

পৃথিবীর মাটির উপরিভাগ - ভূপৃষ্ঠ

প্রচণ্ডভাবে পৃথিবীর অভ্যন্তরীণ ঝাঁকুনি - ভূমিকম্প

তিন দিকে কোণ করা কোনো কিছু - ত্রিকোণাকার

কোনো কিছু দেখে আবাক হওয়া - অভিভূত

পুরাতন বস্তু বা নিদর্শন যেখানে প্রদর্শিত হয় - জাদুঘর

বিশ্বের সমস্ত বিদ্যা যেখানে শেখানো হয় - বিশ্ববিদ্যালয়

বিশেষ বিষয়ে অভিজ্ঞ যিনি - বিশেষজ্ঞ

ইতিহাস বিষয়ে গবেষণা করেন যিনি - ঐতিহাসিক

রাজ-রাজাদের দখলকৃত অঞ্চল - সাম্রাজ্য

রাজ্যের সকল কাজ কর্ম যেখান থেকে পরিচালিত হয়

- রাজধানী

বৌদ্ধ ধর্মীয় গুরুদের উপাসনালয় ও থাকার স্থান

- বৌদ্ধবিহার

পথে চলে যে - পথিক

জল পান করার একান্ত ইচ্ছা - তেষ্টা

গৃহে থাকে যে - গেরস্ত

পথের রাজা - রাজপথ

ঝুড়ি বহন করে যে - ঝুড়িওয়ালা

জমিদার বাড়িতে যারা পাহারার কাজ করে - বরকন্দাজ

যা স্থির নয় - অস্থির

বিভিন্ন জিনিসপত্রের তালিকা - ফর্দ

যা পদার্থ নয় - অপদার্থ

লবণ মিশ্রিত যে জল - লবণাক্ত

রসায়ন সম্পর্কিত - রাসায়নিক

জল দেখলে যে রোগীর আতঙ্ক সৃষ্টি হয় - জলাতঙ্কক

Share this

Related Posts

Previous
Next Post »